অমিত শাহ

Amit Shah In Bengal: বুধবার বাংলায় অমিত শাহ! নজরে উত্তরবঙ্গ! বুনিয়াদপুর সভা দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু

কলকাতা: ২০২৪ লোকসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহেই উত্তরবঙ্গের কোচবিহারে সভা করেছেন তিনি। এবার রাজ্য আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল বুধবার সকাল ১১টায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অমিত শাহ সভা। রাজ্যে লোকসভা ভোটের প্রচার বুনিয়াদপুর দিয়ে শুরু করছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, ১০ এপ্রিল উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করবেন অমিত শাহ। উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ারের মাটি থেকে সেবার লোকসভা ভোটের প্রচার শুরু করেন অমিত শাহ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাট আসনটি পায় বিজেপি। এবারও তাঁর উপর ভরসা রাখা হয়েছে। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। তার আগে শাহের বঙ্গ সফর নিরঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আগেই অমিত শাহ বাংলায় এসে লোকসভা নির্বাচনে আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। ৪২টি আসনের মধ্যে ৩৫ আসনে জিতবে বিজেপি। এমনই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসনে জিতেছিল বিজেপি। এবার আরও বড় জয়ের দাবি জানিয়ে ঝোড়ো প্রচার শুরু হয়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্যস্তরের হেভিওয়েট নেতাদের।