মমতা বালা ঠাকুর

Matua Thakurbari: বড়মার ঘরে তালা! শান্তনুর নামে মোদিকে নালিশ করবেন, কাঁদতে কাঁদতে দিল্লি গেলেন মমতাবালা

উত্তর ২৪ পরগণা: বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে দাঁড়িয়ে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা বালা ঠাকুর, চোখে জল। রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে আবেগ তাড়িত মমতা বালা ঠাকুর কাঁদতে কাঁদতে জানালেন, মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার সময় নিজের ঘর থেকে যেতে পারলেন না, রয়ে গেল আক্ষেপ। বড়মার তালা বন্ধ ঘরে বাইরে থেকে প্রণাম করেই যেতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: বেপরোয়া গতি, তার উপর বেহাল রাস্তা! মুর্শিদাবাদে একই দিনে জোড়া দুর্ঘটনায় নিহত ৩

গত কয়েক দিন ধরেই নিজের ঘরে ঢোকবার জন্য ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে জিনিসপত্র নিতে হয়েছে তাঁকে। তার জেরেই এ দিন ক্ষোভে ফেটে পড়েন মমতাবালা৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও শান্তনুর নামে নালিশ জানাবেন বলে জানান তৃণমূল সাংসদ। মমতাবালা ঠাকুর জানান, ‘আমার জীবনের সবথেকে বেদনাদায়ক দিন এটা । রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিতে যাচ্ছি আনন্দিত হওয়ার কথা, কিন্তু নিজের ঘরে ঢুকতে পারলাম না আমি। এমন কি, যে ঘরটায় আমি এতদিন থেকে এসেছি সেই তালা বন্ধ ঘরের বাইরে থেকেই প্রণাম করতে হল আমাকে।’

গত কয়েকদিন ধরে চলা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে অন্তর্দ্বন্ধ প্রকাশ্যে এসেছে তার পর  এদিন মমতা বালা ঠাকুরের এই মন্তব্যযথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঠাকুরবাড়িতে মমতাবালাই হেনস্থার শিকার, এই অভিযোগ তুলে তৃণমূল লোকসভা নির্বাচনের মুখে মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইবে বলেই মত রাজনৈতিক মহলের৷

Rudra Narayan Roy