এই হারের পরও পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও প্লে অফে ওঠার লড়াই কঠিন হল সানরাইজার্স হায়দরাবাদের। আসলে সানরাইজার্স দল এক সময় পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল। প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার আশা করেছিল। কিন্তু এখন শেষ চারের জন্যও তাদের কঠিন লড়াই করতে হবে।

SRH vs PBKS: শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

পঞ্জাব: রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে দুই রানে হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পঞ্জাব কিংস। পঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরী ডোবে পঞ্জাবের।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। তারকা ব্যাটাররা কেউ রান না পেলেও একা লড়াই করেন নীতিশ কুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে একা দলকে টানেন তিনি। এছাড়া ২৫ করেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অর্শদীপ সিং।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসেরও। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। সেখান থেকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান ও সিকন্দর রাজা। কুরান ২৯ ও রাজা ২৮ রান করেন । শেষের দিকে পঞ্জাবকে হারা ম্যাচ জয়ের দোরগোড়ায় নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। আরেকটির জন্য দ্বিতীয় রিঙ্কু সিং হতে পারলেন না আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং। শেষ ওভারে জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান নেন দুই তরুণ তারকা। ২ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা।