কুনাল ঘোষ

Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে বিজেপি প্রার্থী কে? ‘নবরত্ন তেল নিয়ে ঘোরার’ পরামর্শ কুনাল ঘোষের

কলকাতাঃ মোদির পর নর্বাচনী প্রচার বুধবার বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ। ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন বিজেপি নেতা। একইদিন, আসানসোলে প্রার্থী বদলে দিল বিজেপি। এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী করল গেরুয়া শিবির। ওই কেন্দ্রে প্রথমে ভোজপুরী গায়ক, নায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রার্থী ঘোষণার পরই ট্যুইটারে পবন ঘোষণা করেছিলেন, আসানসোল থেকে ভোটে লড়তে চান না তিনি। এরপরই গুঞ্জন শুরু হয়েছিল, আসানসোলে কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়াকেই প্রার্থী করল গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ১৪ না ১৫? এবছর পয়লা বৈশাখ কবে? কোন নতুন বঙ্গাব্দে পা দেব আমরা, জানুন তারিখ ও দিন

তবে, এখনও লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এবার সেই ইস‍্যুতে সোচ্চার হয় রাজ‍্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের তরফে কুনাল ঘোষ বলেন, ‘ডায়মন্ডহারবারে কেউ না কেউ তো দাঁড়াবেন। সেলিম যেমন পালিয়ে গেলেন। বিজেপির বিরোধী দলনেতা না হয় লড়ুক। বিজেপি এখন AI প্রার্থী তৈরি করছে। কেউ যেতে চাইছে না। আসানসোলে আর এক দিলীপ ঘোষ। সিটিং এমপিকে অন্য আসনে। দিলীপবাবু মরিয়া হয়ে লড়ছেন। আর তাঁর কর্মীরা বলছে দিদি নাম্বার ওয়ানকে ভোট দিন।’

কুনাল ঘোষ আরও বলেন, ‘যারা এলাকায় গিয়ে বুঝতে পারছেন মানুষ তাঁদের চাইছেন না তাঁরাই মাথা গরম করছেন। মানুষতো কোথাও প্রচার করতে বারণ করেনি। আর মানুষ তো আবাসের টাকা, একশ দিনের টাকা চাইবে। তাই এদের উচিত নবরত্ন তেল নিয়ে ঘোরা। ঠান্ডা ঠান্ডা কুল কুল। প্রশ্ন করলেই মাথায় তেল ঢেলে নেবেন।’