প্রেমের টানে নয় বাঁচার তাগিদেই সূর্যর দিকে তাকিয়ে থাকে সূর্যমুখী ফুল

Howrah News: কেন সারাদিন সূর্যের দিকে চেয়ে থাকে সূর্যমুখী! এমন কারণ জানলে আপনাকে চমকে যেতে হবেই

প্রেমে নয় বাঁচার তাগিদেই সূর্যের দিকে চায় সূর্যমুখী!
প্রেমে নয় বাঁচার তাগিদেই সূর্যের দিকে চায় সূর্যমুখী!
প্রতিদিন ভোরে সূর্যমুখী বাগানের সব গাছ অনেকটা প্যারেড করার মতো পূর্বদিকে মুখ করে থাকে।
প্রতিদিন ভোরে সূর্যমুখী বাগানের সব গাছ অনেকটা প্যারেড করার মতো পূর্বদিকে মুখ করে থাকে।
জানেন কি, সূর্যের ঘূর্ণনের সঙ্গে সঙ্গে সূর্যমুখীগুলোও ধীরে ধীরে নিজেদের দিক পাল্টাতে থাকে। সূর্য যেদিকে যায় তারাও সেদিকে যায়। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তারাও তখন পশ্চিমদিক বরাবর থাকে। অস্ত যাবার পরে তারা সারারাত ব্যাপী আবার উলটো দিকে ঘুরে পূর্বমুখী হয়। নতুন একটা দিনে আবার সূর্যের মুখোমুখি হওয়ার অপেক্ষা।
জানেন কি, সূর্যের ঘূর্ণনের সঙ্গে সঙ্গে সূর্যমুখীগুলোও ধীরে ধীরে নিজেদের দিক পাল্টাতে থাকে। সূর্য যেদিকে যায় তারাও সেদিকে যায়। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তারাও তখন পশ্চিমদিক বরাবর থাকে। অস্ত যাবার পরে তারা সারারাত ব্যাপী আবার উলটো দিকে ঘুরে পূর্বমুখী হয়। নতুন একটা দিনে আবার সূর্যের মুখোমুখি হওয়ার অপেক্ষা।
বুড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত তাদের এই চক্র চলতেই থাকে। সত্যিই তবে কী সূর্যের প্রতি এত প্রেম?সূর্যমুখীর এই আচরণ অনেকদিন ধরেই বিজ্ঞানীদের ভাবাচ্ছিলো।
বুড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত তাদের এই চক্র চলতেই থাকে। সত্যিই তবে কী সূর্যের প্রতি এত প্রেম?সূর্যমুখীর এই আচরণ অনেকদিন ধরেই বিজ্ঞানীদের ভাবাচ্ছিল।
 সূর্যমুখীর এই দিক পরিবর্তন সংক্রান্ত বৈশিষ্ট্যের রহস্য উন্মোচন করেছেন। তাঁদের গবেষণা থেকে বেরিয়ে আসে সূর্যমুখীরা তাদের নিজস্ব সার্কাডিয়ান চক্রে আবদ্ধ। এই চক্র সচল থাকার কারণে সূর্যমুখীরা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে।
সূর্যমুখীর এই দিক পরিবর্তন সংক্রান্ত বৈশিষ্ট্যের রহস্য উন্মোচন করেছেন। তাঁদের গবেষণা থেকে বেরিয়ে আসে সূর্যমুখীরা তাদের নিজস্ব সার্কাডিয়ান চক্রে আবদ্ধ। এই চক্র সচল থাকার কারণে সূর্যমুখীরা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে।
সূর্যের দিকে মুখ করে থাকলে ফুল আকারে বড় হয় এবং পরাগায়নের জন্য মৌমাছিকে আকৃষ্ট করতে সাহায্য করে। এই বৈশিষ্ট্য সূর্যমুখীকে টিকে থাকতে সহায়তা করেছে। যে ফুল আকৃতিতে বড় হবে এবং পরাগায়নের জন্য অধিক পরিমাণ মৌমাছি পাবে সেই ফুলের বীজ হওয়া তথা টিকে থাকার সম্ভাবনা অবশ্যই বেশি।
সূর্যের দিকে মুখ করে থাকলে ফুল আকারে বড় হয় এবং পরাগায়নের জন্য মৌমাছিকে আকৃষ্ট করতে সাহায্য করে। এই বৈশিষ্ট্য সূর্যমুখীকে টিকে থাকতে সহায়তা করেছে। যে ফুল আকৃতিতে বড় হবে এবং পরাগায়নের জন্য অধিক পরিমাণ মৌমাছি পাবে সেই ফুলের বীজ হওয়া তথা টিকে থাকার সম্ভাবনা অবশ্যই বেশি।