সস্তায় বাইক খুঁজছেন? ১ লাখ টাকার মধ্যে রয়েছে ‘এই’ ৫ বাইক, মাইলেজ নিয়ে ভাবতে হবে না

কলকাতা: বাইক কেনার সময় বাজেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। পকেটে কুলোতে হবে। তবেই সাধ্যের মধ্যে হবে সাধপূরণ। ভারতে ১ লাখের নিচে সেরা বাইকের তালিকা এখানে দেওয়া হল। গতির পাশাপাশি মাইলেজের দিক থেকেও এদের তুলনা নেই।

Honda SP 125: এই সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের তালিকায় রয়েছে Honda SP 125। এতে দেওয়া হয়েছে 124cc ইঞ্জিন, যা 7500 rpm-এ 8kW এবং 6000 rpm এ 10.9 Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনে রয়েছে ৫ স্পিড ট্রান্সমিশন। দাম ৮০,৫৮৭ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। 65 kmpl পর্যন্ত মাইলেজ দিচ্ছে।

আরও পড়ুন- ১ টন এসি এক ঘণ্টা চললে কত কারেন্ট খরচ হয়? হিসেব জানা থাকলে টাকা বাঁচবে

Pulsar Bajaj 150: Pulsar Bajaj 150-এর দাম শুরু হচ্ছে ১ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। 149 cc এয়ার-কুলড সিঙ্গল সিলিন্ডার টুইন স্পার্ক ইঞ্জিন রয়েছে, যা 8,500 rpm-এ 14 bhp এর সর্বোচ্চ শক্তি এবং 6,000 rpm এ 13.4 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করে। দেওয়া রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। মাইলেজ 50 Kmpl।

Hero Splendor Plus: Splendor হল ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। যাই হোক, Hero Splendor Plus-এর শুরু হচ্ছে ৭৭,৬৫০ টাকা থেকে। মাইলেজ দিচ্ছে 62 kmpl। দেওয়া হয়েছে 97.2cc BS6 ইঞ্জিন, যা 7.91 bhp শক্তি এবং 8.05 Nm টর্ক জেনারেট করে। বাইকের সামনের এবং পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক।

Bajaj Platina 110 ES Disc: Bajaj Platina 110 ES Disc-এর দাম ৬৮,৩৮৪ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ড্রাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাচ্ছে, যার দাম ৬৩,৪৮৬ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন- AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান এই ছোট্ট টিপস মেনে, না জানলেই নয়

ABS প্রযুক্তি-সহ এটাই ভারতের প্রথম 115.45 cc বাইক। সামনে 240 মিমি ডিস্ক রয়েছে যার সঙ্গে সিঙ্গল চ্যানেল ABS এবং পিছনে CBS প্রযুক্তি-সহ 110 মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। মাইলেজ 75 kmpl পর্যন্ত।

TVS Raider 125: TVS ২০২১ সালে ভারতীয় বাজারে নতুন Raider বাইক লঞ্চ করেছিল। এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে Raider-এই সবচেয়ে বেশি ফিচার দেখা যায়। সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং রাইডিং মোড দেওয়া হয়েছে। দাম ৭৭,৫০০ টাকা (এক্স-শোরুম)। মাইলেজ 59 kmpl পর্যন্ত।