পার্থর বিরুদ্ধে FIR রাজ্যের!

Partha Chatterjee News: আর আশা নেই! নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের FIR, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য চরম দুঃসংবাদ!

কলকাতা: অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এফআইআর গ্রহণ করল বিধাননগর উত্তর থানা। আর সেই এফআইআর-এ নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার তারই মধ্যে নতুন করে রাজ্যের এফআইআর-এ নাম যুক্ত হল পার্থ চট্টোপাধ্যায়ের।

উল্লেখযোগ্য বিষয় হল, এফআইআর-এ যুক্ত করা হল প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট। অর্থাৎ এর ফলে পরবর্তী কালে, ইডি প্রয়োজন মনে করলে এই মামলায় ইসিআইআর দায়ের করতে পারে। বস্তুত এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে এফআইআর দায়ের করা হল। আর স্কুল শিক্ষা দফতরের সেই এফআইআর-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হল।

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কিন্তু আকাশে নয়, ঘটে এয়ারপোর্টে! আত্মা কেঁপে যাবে জেনে

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই এফআইআর-এ নাম রয়েছে পাহাড়ের নেতা বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ শাসক দলের বেশ কিছু নেতানেত্রীদের।

পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিঠির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন এর আগে জানানো হলেও তাতে বিধাননগর উত্তর থানা গুরুত্ব দিচ্ছিল না বলে অভিযোগ। এই চিঠির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয়।
যদিও সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে স্কুল শিক্ষা দফতর।