সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।

General Knowledge Story: চুড়িতে কেন সেফটিপিন লাগিয়ে রাখেন মহিলারা? এর পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে

বিবাহিত মহিলারা হাতে চুড়ি পরেন। শাঁখা, পলা, নোয়াও এর একটা অঙ্গ। বাঙালি-অবাঙালি সকলেরই চুড়ি পরার রীতি রয়েছে।
বিবাহিত মহিলারা হাতে চুড়ি পরেন। শাঁখা, পলা, নোয়াও এর একটা অঙ্গ। বাঙালি-অবাঙালি সকলেরই চুড়ি পরার রীতি রয়েছে।

 

সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।
সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।
তবে চুড়িতে পিন আটকাবেন না। জ্যোতিষমতে পিন যেহেতু লোহার তৈরি, এতে শনির প্রভাবে থাকে। তাই হাতে পিন আটকে রাখলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
তবে চুড়িতে পিন আটকাবেন না। জ্যোতিষমতে পিন যেহেতু লোহার তৈরি, এতে শনির প্রভাবে থাকে। তাই হাতে পিন আটকে রাখলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না।
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না।