বাড়ির কোনদিকে এসি রাখা ভাল? ভুল জায়গায় AC থাকলেই বিপদ, খরচ বাড়বে অনেক

বাস্তু মেনে চলেন অনেকেই। বাড়ির যে কোনও আসবাবপত্র অনেকেই বাস্তুর নিয়ম মেনে রাখেন। তেমনই বাড়িতে এসি রাখারও কিন্তু বাস্তুমতে নিয়ম আছে।
বাস্তু মেনে চলেন অনেকেই। বাড়ির যে কোনও আসবাবপত্র অনেকেই বাস্তুর নিয়ম মেনে রাখেন। তেমনই বাড়িতে এসি রাখারও কিন্তু বাস্তুমতে নিয়ম আছে।
বেশিরভাগ বাড়িতেই এসি থাকে বেডরুমে। অনেকে আবার বিছানার ঠিক উপরে এসি ইনস্টল করেন। এমনটা করা কিন্তু ঠিক নয়। বাস্তুমতে, এসি কখনওই বিছানার উপর রাখতে নেই।
বেশিরভাগ বাড়িতেই এসি থাকে বেডরুমে। অনেকে আবার বিছানার ঠিক উপরে এসি ইনস্টল করেন। এমনটা করা কিন্তু ঠিক নয়। বাস্তুমতে, এসি কখনওই বিছানার উপর রাখতে নেই।
এমনকী বিছনার বিপরীত দিকেও এসি রাখতে নেই। এসি সঠিক জায়গায় না থাকলে কিন্তু সংসারে খরচ বাড়তে পারে।
এমনকী বিছনার বিপরীত দিকেও এসি রাখতে নেই। এসি সঠিক জায়গায় না থাকলে কিন্তু সংসারে খরচ বাড়তে পারে।
বিছনার ডান বা বাঁ-দিকে এসি রাখা ভাল। বাস্তুমতে এসি সব সময় বাড়ির উত্তর দিকে রাখতে হয়।
বিছনার ডান বা বাঁ-দিকে এসি রাখা ভাল। বাস্তুমতে এসি সব সময় বাড়ির উত্তর দিকে রাখতে হয়।
কুলার কিন্তু বাড়ির পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম দিকে রাখা উচিত।
কুলার কিন্তু বাড়ির পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম দিকে রাখা উচিত।
এসি বাড়ির পশ্চিম দিকে রাখতে নেই। এমনকী ঘরের দক্ষিণ দিকেও এসি রাখতে নেই বলে জানাচ্ছে বাস্তু শাস্ত্র।
এসি বাড়ির পশ্চিম দিকে রাখতে নেই। এমনকী ঘরের দক্ষিণ দিকেও এসি রাখতে নেই বলে জানাচ্ছে বাস্তু শাস্ত্র।
বাস্তু শাস্ত্র বলছে, ঘরের দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে এসি ইনস্টল করা হলে সংসারে আর্থিক খরচের চাপ বাড়ে।
বাস্তু শাস্ত্র বলছে, ঘরের দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে এসি ইনস্টল করা হলে সংসারে আর্থিক খরচের চাপ বাড়ে।