Tag Archives: Air Conditioner

বলুন তো, সূর্যের প্রথম আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? জানলে আপনি জিনিয়াস

অনেকেই হয়তো জানেন, ভারতের অরুণাচল প্রদেশে সূর্যের রশ্নি সবার প্রথমে পড়ে।
অনেকেই হয়তো জানেন, ভারতের অরুণাচল প্রদেশে সূর্যের রশ্নি সবার প্রথমে পড়ে।
সূর্যের প্রথম আলো সবার আগে এসে পড়ে জাপানে। এই তথ্যও হয়তো অনেকেরই জানা।
সূর্যের প্রথম আলো সবার আগে এসে পড়ে জাপানে। এই তথ্যও হয়তো অনেকেরই জানা।
আলো এক সেকেন্ডে তিন কিমি দূরত্ব অতিক্রম করতে পারে।
আলো এক সেকেন্ডে তিন কিমি দূরত্ব অতিক্রম করতে পারে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৪.৯৬ কোটি কিলোমিটার।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৪.৯৬ কোটি কিলোমিটার।
সূর্যের আলো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে এসে পৃথিবীর মাটি ছোঁয়।
সূর্যের আলো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে এসে পৃথিবীর মাটি ছোঁয়।
পৃথিবীর একেক জায়গায় একেক সময় সূর্যের আলো এসে পড়ে। কোথাও আগে, কোথাও খুব পড়ে এসে পড়ে।
পৃথিবীর একেক জায়গায় একেক সময় সূর্যের আলো এসে পড়ে। কোথাও আগে, কোথাও খুব পড়ে এসে পড়ে।
সূর্যের রশ্মি সবার আগে গিয়ে পড়ে বুধ গ্রহে। তাতে সময় লাগে ৩ মিনিট। আর সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে এসে পড়তে সময় লাগে 6৮ মিনিট ২০ সেকেন্ড।
সূর্যের রশ্মি সবার আগে গিয়ে পড়ে বুধ গ্রহে। তাতে সময় লাগে ৩ মিনিট। আর সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে এসে পড়তে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড।

এসি অনলাইন কেনা ভাল? নাকি অফলাইন! জানা থাকলে টাকা বাঁচে, সুবিধাও অনেক

অনেকেই দাবি করেন, আজকাল এসির দাম অনলাইনে অনেকটা কম। তবে এখনও বহু মানুষ কিন্তু অফলাইনেই এসি কেনেন।
অনেকেই দাবি করেন, আজকাল এসির দাম অনলাইনে অনেকটা কম। তবে এখনও বহু মানুষ কিন্তু অফলাইনেই এসি কেনেন।
ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইটগুলিতে সেল-এর সময় অনেক সস্তায় বিভিন্ন সংস্থার এসি বিক্রি হয়। এক, দেড় বা ২ টনের এসিতে ছাড় পাওয়া যায়।
ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইটগুলিতে সেল-এর সময় অনেক সস্তায় বিভিন্ন সংস্থার এসি বিক্রি হয়। এক, দেড় বা ২ টনের এসিতে ছাড় পাওয়া যায়।
গরমের সময় এসি কেনার হিড়িক পড়ে। বহু মানুষ গরমে নাজেহাল হয়ে শেষমেশ  এসি কেনার পরিকল্পনা করে ফেলেন। তবে এসি কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়।
গরমের সময় এসি কেনার হিড়িক পড়ে। বহু মানুষ গরমে নাজেহাল হয়ে শেষমেশ এসি কেনার পরিকল্পনা করে ফেলেন। তবে এসি কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়।
অনলাইনে এসি কেনার কিছু সুবিধা রয়েছে। আবার অসুবিধাও রয়েছে। ঠিক একইভাবে অফলাইনে এসি কেনারও কিছু সুবিধা রয়েছে।
অনলাইনে এসি কেনার কিছু সুবিধা রয়েছে। আবার অসুবিধাও রয়েছে। ঠিক একইভাবে অফলাইনে এসি কেনারও কিছু সুবিধা রয়েছে।
অফলাইনে এসি কিনলে আপনি সশরীরে গিয়ে এসি ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী দর-দাম করারও সুযোগ থাকবে আপনার কাছে।
অফলাইনে এসি কিনলে আপনি সশরীরে গিয়ে এসি ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী দর-দাম করারও সুযোগ থাকবে আপনার কাছে।
অনেকেরই এসি চললে কতটা আওয়াজ করে তা জানার আগ্রহ থাকে। সেটা কিন্তু এসি অফলাইন কিনলে যাচাই করা যায়। এমনকী ডিজাইন ও এসির আকারও দেখে নিতে পারবেন।
অনেকেরই এসি চললে কতটা আওয়াজ করে তা জানার আগ্রহ থাকে। সেটা কিন্তু এসি অফলাইন কিনলে যাচাই করা যায়। এমনকী ডিজাইন ও এসির আকারও দেখে নিতে পারবেন।
এছাড়া অফলাইনে এসি কিনলে টেকনিশিয়ান-এর থেকে ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী আপনার ঘরের আকার অনুযায়ী কত টন এসি কিনবেন, সেটি সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন।
এছাড়া অফলাইনে এসি কিনলে টেকনিশিয়ান-এর থেকে ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী আপনার ঘরের আকার অনুযায়ী কত টন এসি কিনবেন, সেটি সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন।
অনলাইন-এর ক্ষেত্রে আপনি এসি-র অনেক মডেল-এর অপশন পাবেন। এমনকী অনেক সময় বহু সংস্থা লেটেস্ট মডেল অনলাইনে লঞ্চ করে।
অনলাইন-এর ক্ষেত্রে আপনি এসি-র অনেক মডেল-এর অপশন পাবেন। এমনকী অনেক সময় বহু সংস্থা লেটেস্ট মডেল অনলাইনে লঞ্চ করে।
বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অনলাইনে অনেক বেশি অফার পাবেন। ফলে এসি কেনার ক্ষেত্রে দামটা কম পড়তে পারে।
বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অনলাইনে অনেক বেশি অফার পাবেন। ফলে এসি কেনার ক্ষেত্রে দামটা কম পড়তে পারে।

মার্চ, এপ্রিল, মে… এসি কেনার সঠিক মাস কোনটা? টাকা বাঁচবে অনেক, প্রচুর সুবিধা

,

অনেকেই গরমকাল এলেই এসি কেনেন। মার্চ বা এপ্রিল মাসে এসি কেনার কিন্তু কিছু অসুবিধা রয়েছে। আজ আমরা সেই তথ্য নিয়েই আলোচনা করব।
অনেকেই গরমকাল এলেই এসি কেনেন। মার্চ বা এপ্রিল মাসে এসি কেনার কিন্তু কিছু অসুবিধা রয়েছে। আজ আমরা সেই তথ্য নিয়েই আলোচনা করব।
ভারতের বেশিরভাগ জায়গায় ফেব্রুয়ারির শেষের দিক থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। মার্চ মাস থেকে তাপমাত্রা বেড়ে যায় অনেকটা। ফলে তখন এসি কেনার হিড়িক পড়ে যায়।
ভারতের বেশিরভাগ জায়গায় ফেব্রুয়ারির শেষের দিক থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। মার্চ মাস থেকে তাপমাত্রা বেড়ে যায় অনেকটা। ফলে তখন এসি কেনার হিড়িক পড়ে যায়।
গরমের সময় এসি কিনলে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন- অনেক সময় ইনস্টলে সময় লেগে যায় বেশি। কারণ এই সময় এসির চাহিদা তুঙ্গে থাকে। ফলে টেকনিশিয়ান আসতে দেরি করে।
গরমের সময় এসি কিনলে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন- অনেক সময় ইনস্টলে সময় লেগে যায় বেশি। কারণ এই সময় এসির চাহিদা তুঙ্গে থাকে। ফলে টেকনিশিয়ান আসতে দেরি করে।
অনেকেই গরম পড়ার ঠিক আগে এসি কেনেন। আসলে সেটাই সঠিক সিদ্ধান্ত। কারণ সেই সময় বাজারে আসে লেটেস্ট মডেল। এছাড়া গরম পড়ার ঠিক আগে একাধিক সংস্থা এসি কেনার উপর ছাড় দেয়।
অনেকেই গরম পড়ার ঠিক আগে এসি কেনেন। আসলে সেটাই সঠিক সিদ্ধান্ত। কারণ সেই সময় বাজারে আসে লেটেস্ট মডেল। এছাড়া গরম পড়ার ঠিক আগে একাধিক সংস্থা এসি কেনার উপর ছাড় দেয়।
বিশেষজ্ঞরা বলেন, ভারতে এসি কেনার সঠিক সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি।
বিশেষজ্ঞরা বলেন, ভারতে এসি কেনার সঠিক সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি।
অনেক সময় দিওয়ালি সেলের সময় সস্তায় এসি পাওয়া যায়। ফলে সেই সময়ও আপনি সস্তায় এসি কিনতে পারবেন। তবে মনে রাখবেন, সব সময় একাধিক দোকানে দাম-দর করে এসি কিনবেন।
অনেক সময় দিওয়ালি সেলের সময় সস্তায় এসি পাওয়া যায়। ফলে সেই সময়ও আপনি সস্তায় এসি কিনতে পারবেন। তবে মনে রাখবেন, সব সময় একাধিক দোকানে দাম-দর করে এসি কিনবেন।
আপনার বাড়িতে পুরনো এসি থাকলে এক্সচেঞ্জ অফার দেখতে ভুলবেন না। আর চেষ্টা করবেন সব সময় লেটেস্ট মডেল এসি কেনার।
আপনার বাড়িতে পুরনো এসি থাকলে এক্সচেঞ্জ অফার দেখতে ভুলবেন না। আর চেষ্টা করবেন সব সময় লেটেস্ট মডেল এসি কেনার।
আজকাল অনলাইন শপিং সাইটগুলিতে বছরের কিছু নির্দিষ্ট সময় সেল চলে। সেই সময় এসি কেনাও লাভজনক হতে পারে।
আজকাল অনলাইন শপিং সাইটগুলিতে বছরের কিছু নির্দিষ্ট সময় সেল চলে। সেই সময় এসি কেনাও লাভজনক হতে পারে।

Air Conditioner Tips: মেঘ ডাকছে, পড়ছে বাজ! তার মধ্যেও এসি চালাবেন? আসল নিয়ম জানলে চমকাবেন

বাড়িতে এসি ব্যবহার করছেন নিয়মিত৷ কিন্তু সেই এসি ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে৷ গরম কেটে গিয়ে এখন ঝডবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে৷ এর মধ্যেও গরম কিন্তু তেমন কমেনি৷ সেই কারণে এর মধ্যেও এসি চালাতে হচ্ছে৷
বাড়িতে এসি ব্যবহার করছেন নিয়মিত৷ কিন্তু সেই এসি ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে৷ গরম কেটে গিয়ে এখন ঝডবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে৷ এর মধ্যেও গরম কিন্তু তেমন কমেনি৷ সেই কারণে এর মধ্যেও এসি চালাতে হচ্ছে৷
আপনি কী জানেন, এই বিশাল ঝড়বৃষ্টির মধ্যে, বাজ পড়ার মধ্যে যদি আপনি এসি চালান, তা হলে আপনার এসির কী ক্ষতি হতে পারে? বাজ পড়লে কী এসি খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে? তা হলে কি প্লাগ খুলে রাখবেন? দেখে নিন সে নিয়ম৷
আপনি কী জানেন, এই বিশাল ঝড়বৃষ্টির মধ্যে, বাজ পড়ার মধ্যে যদি আপনি এসি চালান, তা হলে আপনার এসির কী ক্ষতি হতে পারে? বাজ পড়লে কী এসি খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে? তা হলে কি প্লাগ খুলে রাখবেন? দেখে নিন সে নিয়ম৷
প্রথমে জানিয়ে রাখা দরকার, প্রচণ্ড বৃষ্টি হোক বা বজ্রপাত, আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ব্যবহার করতে পারেন৷ তবে তার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷
প্রথমে জানিয়ে রাখা দরকার, প্রচণ্ড বৃষ্টি হোক বা বজ্রপাত, আপনি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ব্যবহার করতে পারেন৷ তবে তার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷
প্রথমত আপনাকে ইনস্টলেশনের সময় মাথায় রাখতে হবে৷ যে দেওয়াল বাড়ির ভিতর দিকে আছে, সেই দেওয়ালে এসি ইনস্টল করুন৷ আর আপনার এসির বাইরের ইউনিটটি এমন কোনও জায়গায় ইনস্টল করুন, যাতে সেটিতে সরাসরি বৃষ্টির জল এসে না লাগে৷
প্রথমত আপনাকে ইনস্টলেশনের সময় মাথায় রাখতে হবে৷ যে দেওয়াল বাড়ির ভিতর দিকে আছে, সেই দেওয়ালে এসি ইনস্টল করুন৷ আর আপনার এসির বাইরের ইউনিটটি এমন কোনও জায়গায় ইনস্টল করুন, যাতে সেটিতে সরাসরি বৃষ্টির জল এসে না লাগে৷
তবে যদি প্রবল বজ্রপাত বা বৃষ্টি হলে অবশ্যই কিছুক্ষণের জন্য এসি বন্ধ করে রাখা উচিত৷ কী ক্ষতি হতে পারে? এক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে এই এসি খারাপ হতে পারে, এমনকী আগুনও লেগে যেতে পারে৷ তাই আপনাকে এই সময় বন্ধ রাখতে হবে৷
তবে যদি প্রবল বজ্রপাত বা বৃষ্টি হলে অবশ্যই কিছুক্ষণের জন্য এসি বন্ধ করে রাখা উচিত৷ কী ক্ষতি হতে পারে? এক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে এই এসি খারাপ হতে পারে, এমনকী আগুনও লেগে যেতে পারে৷ তাই আপনাকে এই সময় বন্ধ রাখতে হবে৷
এ ছাড়া প্রবল বৃষ্টির সময়ও এসি বন্ধ করে রাখা উচিত৷ কারণ, এর ফলে বাইরের ইউনিটে অনেকটা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাতে খারাপ হয়৷ সেই কারণে, প্রবল বৃষ্টির সময় বাইরের ইউনিটটি বন্ধ রাখা উচিত৷
এ ছাড়া প্রবল বৃষ্টির সময়ও এসি বন্ধ করে রাখা উচিত৷ কারণ, এর ফলে বাইরের ইউনিটে অনেকটা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাতে খারাপ হয়৷ সেই কারণে, প্রবল বৃষ্টির সময় বাইরের ইউনিটটি বন্ধ রাখা উচিত৷

AC Ideal Temperature: ১৮ ডিগ্রি নয়…! ‘এত’ ডিগ্রি হওয়া উচিত AC-র ন্যূনতম তাপমাত্রা! ২০% কমবে বিদ্যুৎ বিল, ভাল থাকবে স্বাস্থ্য

অনেকেই গরমকালে শরীর শীতল রাখার তাগিদে এবং বাইরের দাবদাহ থেকে বাঁচতে, ঘর ঠান্ডা করতে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান। আসলে তাঁরা চান যাতে ঘরটি আরও দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু জানেন কী এই ভাবে এসি চালানো একেবারেই ঠিক নয়। জেনে নিন কোন তাপমাত্রা এসি চালানোর জন্য আদর্শ।
অনেকেই গরমকালে শরীর শীতল রাখার তাগিদে এবং বাইরের দাবদাহ থেকে বাঁচতে, ঘর ঠান্ডা করতে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান। আসলে তাঁরা চান যাতে ঘরটি আরও দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু জানেন কী এই ভাবে এসি চালানো একেবারেই ঠিক নয়। জেনে নিন কোন তাপমাত্রা এসি চালানোর জন্য আদর্শ।
গ্রীষ্মকাল এলেই ঘরে ঘরে এসি জোরে জোরে চলতে শুরু করে। এমনকি অফিসেও এসি ২৪ ঘণ্টা একটানা চলে। দেখা যায় অনেকে গ্রীষ্মে শীতল হওয়ার জন্য ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান যাতে ঘরটি আরও দ্রুত ঠান্ডা হয়।
গ্রীষ্মকাল এলেই ঘরে ঘরে এসি জোরে জোরে চলতে শুরু করে। এমনকি অফিসেও এসি ২৪ ঘণ্টা একটানা চলে। দেখা যায় অনেকে গ্রীষ্মে শীতল হওয়ার জন্য ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালান যাতে ঘরটি আরও দ্রুত ঠান্ডা হয়।
কিন্তু জানেন কী, এটি একেবারেই ঠিক নয়। এটি শুধুমাত্র উচ্চ বিদ্যুৎ বিলের দিকে আপনার মাসের খরচকে পরিচালিত করবে তা নয়, এমনকি এটি ঘরে উপস্থিত ব্যক্তিদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত বিপজ্জনক।
কিন্তু জানেন কী, এটি একেবারেই ঠিক নয়। এটি শুধুমাত্র উচ্চ বিদ্যুৎ বিলের দিকে আপনার মাসের খরচকে পরিচালিত করবে তা নয়, এমনকি এটি ঘরে উপস্থিত ব্যক্তিদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত বিপজ্জনক।
এমন পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রুমের এসির আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত? কত তাপমাত্রায় এসি চললে বাজবে খরচ আবার নিয়ন্ত্রণে থাকবে এসির কারণে স্বাস্থ্যের কুপ্রভাব।
এমন পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রুমের এসির আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত? কত তাপমাত্রায় এসি চললে বাজবে খরচ আবার নিয়ন্ত্রণে থাকবে এসির কারণে স্বাস্থ্যের কুপ্রভাব।
AC এর সর্বনিম্ন তাপমাত্রা কত হওয়া উচিত?ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির রিপোর্ট বলছে, বৈজ্ঞানিকভাবে ২৪ ডিগ্রি তাপমাত্রা মানবদেহের জন্য একেবারেই সঠিক। এর অর্থ হল, ঘরে উপস্থিত ব্যক্তিদের জন্য, ২৪ এর নীচে তাপমাত্রা রাখা স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়।
AC এর সর্বনিম্ন তাপমাত্রা কত হওয়া উচিত?
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির রিপোর্ট বলছে, বৈজ্ঞানিকভাবে ২৪ ডিগ্রি তাপমাত্রা মানবদেহের জন্য একেবারেই সঠিক। এর অর্থ হল, ঘরে উপস্থিত ব্যক্তিদের জন্য, ২৪ এর নীচে তাপমাত্রা রাখা স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২৪ ডিগ্রি তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২৪ ডিগ্রি তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়।
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বলছে যে আসলে এসির বাতাস ততটা খারাপ নয় কিন্তু ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি রাখলে এর পার্শ্বপ্রতিক্রিয়া ভয়ঙ্কর ভাবে দেখা দিতে শুরু করে।
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বলছে যে আসলে এসির বাতাস ততটা খারাপ নয় কিন্তু ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি রাখলে এর পার্শ্বপ্রতিক্রিয়া ভয়ঙ্কর ভাবে দেখা দিতে শুরু করে।
এই কারণেই ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি সরকারের কাছে আবেদন করেছে যে সমস্ত এয়ার কন্ডিশন উত্পাদনকারী সংস্থাগুলিকে এসি তৈরি করার ক্ষেত্রে নির্দেশ দিতে হবে যাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেট করা হয়।
এই কারণেই ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি সরকারের কাছে আবেদন করেছে যে সমস্ত এয়ার কন্ডিশন উত্পাদনকারী সংস্থাগুলিকে এসি তৈরি করার ক্ষেত্রে নির্দেশ দিতে হবে যাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেট করা হয়।
সংস্থার আরও পরামর্শ, এর পরিপ্রেক্ষিতে জনসাধারণের মধ্যে ছ'মাস ধরে প্রচার চালানো উচিত যাতে এসির তাপমাত্রা মাত্র ২৪ ডিগ্রিতেই রাখা হয়।
সংস্থার আরও পরামর্শ, এর পরিপ্রেক্ষিতে জনসাধারণের মধ্যে ছ’মাস ধরে প্রচার চালানো উচিত যাতে এসির তাপমাত্রা মাত্র ২৪ ডিগ্রিতেই রাখা হয়।
২৪ ডিগ্রি তাপমাত্রায় গরম অনুভব করলে কী করবেন?তবে কিছু মানুষ বেশ উত্তাপ সহ্য করতে পারেন না। তাদের জন্য, ২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি মেশিনটি প্রয়োজনীয় শীতলতা আনতে সক্ষম হবে না। এমন পরিস্থিতিতে কী করা উচিত?
২৪ ডিগ্রি তাপমাত্রায় গরম অনুভব করলে কী করবেন?
তবে কিছু মানুষ বেশ উত্তাপ সহ্য করতে পারেন না। তাদের জন্য, ২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি মেশিনটি প্রয়োজনীয় শীতলতা আনতে সক্ষম হবে না। এমন পরিস্থিতিতে কী করা উচিত?
বিশেষজ্ঞরা বলছে এর চিকিৎসাও আছে। এমন ব্যক্তিরা AC ২৫ ডিগ্রিতে সেট করুন এবং ২ তে ফ্যান চালান। বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, ঘরে এসির পাশাপাশি যদি ফ্যানও চালানো হয়, তাহলে এসি ২৭ ডিগ্রি সেট করলেও ঘরের তাপমাত্রা ২২ ডিগ্রিতেই নেমে থাকবে। এর ফলে বিদ্যুতের ব্যবহারও কমবে প্রায় ২০ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছে এর চিকিৎসাও আছে। এমন ব্যক্তিরা AC ২৫ ডিগ্রিতে সেট করুন এবং ২ তে ফ্যান চালান। বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, ঘরে এসির পাশাপাশি যদি ফ্যানও চালানো হয়, তাহলে এসি ২৭ ডিগ্রি সেট করলেও ঘরের তাপমাত্রা ২২ ডিগ্রিতেই নেমে থাকবে। এর ফলে বিদ্যুতের ব্যবহারও কমবে প্রায় ২০ শতাংশ।
কত বিদ্যুৎ সাশ্রয় হবে?বিদ্যুৎ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই অভিযান সফল হলে বছরে ২০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। শুনতে অবাক লাগলেও এই অভিযান সফল হলে স্বাস্থ্যও ভাল থাকবে এবং বিদ্যুৎ বিলও কমবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে, ২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ১৫ থেকে ২০ শতাংশ বাঁচাতে পারবে।
কত বিদ্যুৎ সাশ্রয় হবে?
বিদ্যুৎ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই অভিযান সফল হলে বছরে ২০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। শুনতে অবাক লাগলেও এই অভিযান সফল হলে স্বাস্থ্যও ভাল থাকবে এবং বিদ্যুৎ বিলও কমবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে, ২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ১৫ থেকে ২০ শতাংশ বাঁচাতে পারবে।

AC: এসি কেনার প্ল্যান করছেন? সর্বাধিক বিক্রিত ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসি এই ৫টি, কেনার আগে দেখুন সুবিধা-অসুবিধা

*অনেকেই এই গরমে ভাবতে পারেন, কীভাবে নিজেদের প্রয়োজনের জন্য সেরা এসি বেছে নেবেন। বর্তমানে বাজারে Panasonic, Daikin, LG, Voltas এবং Carrier-র মতো এয়ার কন্ডিশনার ব্র্যান্ডগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়াও আরও বিভিন্ন ধরনের এসির ব্র্যান্ড রয়েছে। সংগৃহীত ছবি। 
*অনেকেই এই গরমে ভাবতে পারেন, কীভাবে নিজেদের প্রয়োজনের জন্য সেরা এসি বেছে নেবেন। বর্তমানে বাজারে Panasonic, Daikin, LG, Voltas এবং Carrier-র মতো এয়ার কন্ডিশনার ব্র্যান্ডগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়াও আরও বিভিন্ন ধরনের এসির ব্র্যান্ড রয়েছে। সংগৃহীত ছবি।
*এত ব্র্যান্ডের মধ্যে নিজেদের জন্য সেরা এসি বেছে নেওয়ার আগে জেনে নিতে হবে কোন ব্র্যান্ড কেমন। তাই এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের এপ্রিল মাসে সর্বাধিক বিক্রিত ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসির তালিকা। সংগৃহীত ছবি। 
*এত ব্র্যান্ডের মধ্যে নিজেদের জন্য সেরা এসি বেছে নেওয়ার আগে জেনে নিতে হবে কোন ব্র্যান্ড কেমন। তাই এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের এপ্রিল মাসে সর্বাধিক বিক্রিত ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসির তালিকা। সংগৃহীত ছবি।
*ভারতে ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম: Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC-এর দাম ৪৫,৯৯০ টাকা। Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC-এর দাম ৪৪,৯৯০ টাকা। LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC-এর দাম ৪৬,৫৯০ টাকা। Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC-এর দাম ৩৪,৯৯০ টাকা। Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC-এর দাম ৩৬,৪৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*ভারতে ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম: Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC-এর দাম ৪৫,৯৯০ টাকা। Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC-এর দাম ৪৪,৯৯০ টাকা। LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC-এর দাম ৪৬,৫৯০ টাকা। Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC-এর দাম ৩৪,৯৯০ টাকা। Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC-এর দাম ৩৬,৪৯০ টাকা। সংগৃহীত ছবি।
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC: এটি ইনভার্টার কম্প্রেসার সহ ৫.২ এর একটি উচ্চ ISEER নিয়ে গর্ব করে। এটি ব্যতিক্রমী শক্তি দক্ষতা নিশ্চিত করে যা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখে। ১১১ থেকে ১৫০ বর্গফুট মাঝারি আকারের ঘরের জন্য পুরোপুরি উপযুক্ত। এর ৫-স্টার রেটিং সর্বোত্তম-শ্রেণীর দক্ষতার গ্যারান্টি দেয়, সর্বনিম্ন শক্তি ব্যবহার করার সময় সর্বোত্তম শীতলতা প্রদান করে। একটি কপার কনডেন্সার কয়েলের সঙ্গে কম রক্ষণাবেক্ষণের ঝামেলা সহ উচ্চতর শীতল কার্যক্ষমতা প্রদান করে। কিন্তু এখানেই শেষ নয়। এই ডাইকিন এসি নিশ্চিত করে, যে বাতাস দেওয়া হচ্ছে তা কেবল শীতল নয়, স্বাস্থ্যকরও। সংগৃহীত ছবি। 
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC: এটি ইনভার্টার কম্প্রেসার সহ ৫.২ এর একটি উচ্চ ISEER নিয়ে গর্ব করে। এটি ব্যতিক্রমী শক্তি দক্ষতা নিশ্চিত করে যা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখে। ১১১ থেকে ১৫০ বর্গফুট মাঝারি আকারের ঘরের জন্য পুরোপুরি উপযুক্ত। এর ৫-স্টার রেটিং সর্বোত্তম-শ্রেণীর দক্ষতার গ্যারান্টি দেয়, সর্বনিম্ন শক্তি ব্যবহার করার সময় সর্বোত্তম শীতলতা প্রদান করে। একটি কপার কনডেন্সার কয়েলের সঙ্গে কম রক্ষণাবেক্ষণের ঝামেলা সহ উচ্চতর শীতল কার্যক্ষমতা প্রদান করে। কিন্তু এখানেই শেষ নয়। এই ডাইকিন এসি নিশ্চিত করে, যে বাতাস দেওয়া হচ্ছে তা কেবল শীতল নয়, স্বাস্থ্যকরও। সংগৃহীত ছবি।
*একটি মসৃণ নকশা এবং ২২৯x৮৮৫x২৯৮ সেমি মাত্রা সহ, এটি নির্বিঘ্নে যে কোনও ঘরের সাজসজ্জায় মিশে যায়। পণ্যের উপর ১ বছর, PCB-তে ৫ বছর এবং কম্প্রেসারে ১০ বছরের চিত্তাকর্ষক ওয়ারেন্টি সহ, একটি অতুলনীয় শীতল অভিজ্ঞতার জন্য Daikin 1.5 টন স্প্লিট ইনভার্টার এসি-তে বিনিয়োগ করা যেতে পারে। এর দাম ৪৫,৯৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*একটি মসৃণ নকশা এবং ২২৯x৮৮৫x২৯৮ সেমি মাত্রা সহ, এটি নির্বিঘ্নে যে কোনও ঘরের সাজসজ্জায় মিশে যায়। পণ্যের উপর ১ বছর, PCB-তে ৫ বছর এবং কম্প্রেসারে ১০ বছরের চিত্তাকর্ষক ওয়ারেন্টি সহ, একটি অতুলনীয় শীতল অভিজ্ঞতার জন্য Daikin 1.5 টন স্প্লিট ইনভার্টার এসি-তে বিনিয়োগ করা যেতে পারে। এর দাম ৪৫,৯৯০ টাকা। সংগৃহীত ছবি।
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC এর ফিচার:ব্র্যান্ড: ডাইকিন ক্ষমতা: ১.৫ টন কুলিং পাওয়ার: ৫.২৮ কিলোওয়াট বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, ড্রাই মোড, স্ব-নির্ণয়, বায়ু পরিশোধন ফিল্টার, ডিহিউমিডিফায়ার, ডাস্ট ফিল্টার, ফাস্ট কুলিং, অটো ক্লিন, টার্বো কুলিং, রিমোট কন্ট্রোল সাইজ - ২২.৯D x ৮৮.৫W x ২৯.৮H সেন্টিমিটার সুবিধা: কম শক্তি খরচ অসুবিধা: ওয়াইফাই এবং মোবাইল অ্যাপ নেই
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC এর ফিচার:
ব্র্যান্ড: ডাইকিন
ক্ষমতা: ১.৫ টন
কুলিং পাওয়ার: ৫.২৮ কিলোওয়াট
বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, ড্রাই মোড, স্ব-নির্ণয়, বায়ু পরিশোধন ফিল্টার, ডিহিউমিডিফায়ার, ডাস্ট ফিল্টার, ফাস্ট কুলিং, অটো ক্লিন, টার্বো কুলিং, রিমোট কন্ট্রোল
সাইজ – ২২.৯D x ৮৮.৫W x ২৯.৮H সেন্টিমিটার
সুবিধা: কম শক্তি খরচ
অসুবিধা: ওয়াইফাই এবং মোবাইল অ্যাপ নেই
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC এর ফিচার:ব্র্যান্ড: ডাইকিন ক্ষমতা: ১.৫ টন কুলিং পাওয়ার: ৫.২৮ কিলোওয়াট বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, ড্রাই মোড, স্ব-নির্ণয়, বায়ু পরিশোধন ফিল্টার, ডিহিউমিডিফায়ার, ডাস্ট ফিল্টার, ফাস্ট কুলিং, অটো ক্লিন, টার্বো কুলিং, রিমোট কন্ট্রোল সাইজ - ২২.৯D x ৮৮.৫W x ২৯.৮H সেন্টিমিটার সুবিধা: কম শক্তি খরচ অসুবিধা: ওয়াইফাই এবং মোবাইল অ্যাপ নেই
*Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC এর ফিচার:
ব্র্যান্ড: ডাইকিন
ক্ষমতা: ১.৫ টন
কুলিং পাওয়ার: ৫.২৮ কিলোওয়াট
বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, ড্রাই মোড, স্ব-নির্ণয়, বায়ু পরিশোধন ফিল্টার, ডিহিউমিডিফায়ার, ডাস্ট ফিল্টার, ফাস্ট কুলিং, অটো ক্লিন, টার্বো কুলিং, রিমোট কন্ট্রোল
সাইজ – ২২.৯D x ৮৮.৫W x ২৯.৮H সেন্টিমিটার
সুবিধা: কম শক্তি খরচ
অসুবিধা: ওয়াইফাই এবং মোবাইল অ্যাপ নেই
*Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC: এই স্প্লিট এসি ট্রু এআই মোড সহ কনভার্টি ৭ প্রযুক্তির সঙ্গে আসে যা একটি বিপ্লবী সিস্টেম। যা ঘরের শীতল করার প্রয়োজনীয়তার পূর্বাভাস দেয়, ফ্যানের গতি এবং বুদ্ধিমত্তার সঙ্গে ঠান্ডা করার ক্ষমতা সামঞ্জস্য করে। ৪০% থেকে ৯০% পর্যন্ত এবং সম্পূর্ণ থেকে উচ্চ ক্ষমতার মোড সহ, শক্তি-সাশ্রয় তার শীর্ষে রয়েছে৷ এটি মাঝারি আকারের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে, এর ৫ স্টার শক্তি রেটিং দক্ষ কর্মক্ষমতা নিশ্চিত করে, নতুন BEE নির্দেশিকা অনুসারে বার্ষিক ৭৭৪.১৯ kWh খরচ করে৷ এমনকি ১৬ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ৬৩৬ CFM বায়ু সঞ্চালনের সঙ্গে একটি আরামদায়ক পরিবেশ গড়ে তোলে। AI ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্বিঘ্ন তাপমাত্রা সামঞ্জস্য এবং মোড পরিবর্তনগুলি সক্ষম করে। Miraie মোবাইল অ্যাপের সঙ্গে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC: এই স্প্লিট এসি ট্রু এআই মোড সহ কনভার্টি ৭ প্রযুক্তির সঙ্গে আসে যা একটি বিপ্লবী সিস্টেম। যা ঘরের শীতল করার প্রয়োজনীয়তার পূর্বাভাস দেয়, ফ্যানের গতি এবং বুদ্ধিমত্তার সঙ্গে ঠান্ডা করার ক্ষমতা সামঞ্জস্য করে। ৪০% থেকে ৯০% পর্যন্ত এবং সম্পূর্ণ থেকে উচ্চ ক্ষমতার মোড সহ, শক্তি-সাশ্রয় তার শীর্ষে রয়েছে৷ এটি মাঝারি আকারের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে, এর ৫ স্টার শক্তি রেটিং দক্ষ কর্মক্ষমতা নিশ্চিত করে, নতুন BEE নির্দেশিকা অনুসারে বার্ষিক ৭৭৪.১৯ kWh খরচ করে৷ এমনকি ১৬ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ৬৩৬ CFM বায়ু সঞ্চালনের সঙ্গে একটি আরামদায়ক পরিবেশ গড়ে তোলে। AI ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্বিঘ্ন তাপমাত্রা সামঞ্জস্য এবং মোড পরিবর্তনগুলি সক্ষম করে। Miraie মোবাইল অ্যাপের সঙ্গে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*দীর্ঘায়ুর জন্য তৈরি, এর কপার কনডেন্সার কয়েল ন্যূনতম রক্ষণাবেক্ষণের সঙ্গে সর্বোত্তম শীতলতা নিশ্চিত করে। PM ০.১ ফিল্টার দিয়ে সহজে শ্বাস নেওয়া যায়, যা বায়ুবাহিত কণা নির্মূল করে ধুলো-মুক্ত, পরিষ্কার বাতাস সরবরাহ করে। এছাড়াও, ১০০% কপার টিউবিং এবং অ্যান্টি-কোরোসন শিল্ড ব্লু প্রযুক্তি সহ, স্থায়িত্ব নিশ্চিত করা হয়। এই এসির দাম ৪৪,৯৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*দীর্ঘায়ুর জন্য তৈরি, এর কপার কনডেন্সার কয়েল ন্যূনতম রক্ষণাবেক্ষণের সঙ্গে সর্বোত্তম শীতলতা নিশ্চিত করে। PM ০.১ ফিল্টার দিয়ে সহজে শ্বাস নেওয়া যায়, যা বায়ুবাহিত কণা নির্মূল করে ধুলো-মুক্ত, পরিষ্কার বাতাস সরবরাহ করে। এছাড়াও, ১০০% কপার টিউবিং এবং অ্যান্টি-কোরোসন শিল্ড ব্লু প্রযুক্তি সহ, স্থায়িত্ব নিশ্চিত করা হয়। এই এসির দাম ৪৪,৯৯০ টাকা। সংগৃহীত ছবি।
*Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC এর ফিচার: ব্র্যান্ড: প্যানাসনিক ক্ষমতা: ১.৫ টন কুলিং পাওয়ার: ১৭৪০০ ব্রিটিশ থার্মাল ইউনিট বিশেষ বৈশিষ্ট্য: স্মার্ট এসি- ওয়াই-ফাই সক্ষম, MirAie অ্যাপ enসক্ষম, অ্যালেক্সা এবং ওকে গুগলের সঙ্গে কাজ করে, বায়ু বিশুদ্ধকরণের জন্য পিএম ০.১ ফিল্টার, ৪ ওয়ে সুইং এবং লুকানো ডিসপ্লে, ট্রু এআই মোড সহ ৭ ইঞ্চি পরিবর্তনযোগ্য, অ্যালেক্সা এবং ওকে গুগলের সঙ্গে ভয়েস কন্ট্রোল। সাইজ - ২৩.৫D x ১০৭W x ২৯H সেন্টিমিটার সুবিধা: MirAie অ্যাপ, দ্রুত ঠান্ডা হয় অসুবিধা: ইনস্টলেশন পরিষেবা
*Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC এর ফিচার: 
ব্র্যান্ড: প্যানাসনিক
ক্ষমতা: ১.৫ টন
কুলিং পাওয়ার: ১৭৪০০ ব্রিটিশ থার্মাল ইউনিট
বিশেষ বৈশিষ্ট্য: স্মার্ট এসি- ওয়াই-ফাই সক্ষম, MirAie অ্যাপ enসক্ষম, অ্যালেক্সা এবং ওকে গুগলের সঙ্গে কাজ করে, বায়ু বিশুদ্ধকরণের জন্য পিএম ০.১ ফিল্টার, ৪ ওয়ে সুইং এবং লুকানো ডিসপ্লে, ট্রু এআই মোড সহ ৭ ইঞ্চি পরিবর্তনযোগ্য, অ্যালেক্সা এবং ওকে গুগলের সঙ্গে ভয়েস কন্ট্রোল।
সাইজ – ২৩.৫D x ১০৭W x ২৯H সেন্টিমিটার
সুবিধা: MirAie অ্যাপ, দ্রুত ঠান্ডা হয়
অসুবিধা: ইনস্টলেশন পরিষেবা
*LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC: চূড়ান্ত কুলিং সলিউশন এলজি ১.৫ টন এসির সঙ্গে এসেছে, যা ১৫১ থেকে ১৮০ বর্গফুটের মাঝারি আকারের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে। এর ৪-ওয়ে এয়ার সুইং এবং ৬৫৩/১২৩৬ CFM এর শক্তিশালী বায়ু সঞ্চালনের সঙ্গে অতুলনীয় আরাম প্রদান করে, জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও, ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটির ৫-স্টার এনার্জি রেটিং প্রতি বছর মাত্র ৭৪৪.৫৪ ইউনিটের বার্ষিক শক্তি খরচ এবং ৫.২ এর একটি চিত্তাকর্ষক ISEER মান গর্ব করে৷ LG-এর পণ্যের উপর ১ বছর, PCB-তে ৫ বছর এবং গ্যাস চার্জিং সহ কম্প্রেসারে একটি ব্যতিক্রমী ১০-বছরের কভারেজ কভার করে৷ সংগৃহীত ছবি। 
*LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC: চূড়ান্ত কুলিং সলিউশন এলজি ১.৫ টন এসির সঙ্গে এসেছে, যা ১৫১ থেকে ১৮০ বর্গফুটের মাঝারি আকারের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে। এর ৪-ওয়ে এয়ার সুইং এবং ৬৫৩/১২৩৬ CFM এর শক্তিশালী বায়ু সঞ্চালনের সঙ্গে অতুলনীয় আরাম প্রদান করে, জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও, ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটির ৫-স্টার এনার্জি রেটিং প্রতি বছর মাত্র ৭৪৪.৫৪ ইউনিটের বার্ষিক শক্তি খরচ এবং ৫.২ এর একটি চিত্তাকর্ষক ISEER মান গর্ব করে৷ LG-এর পণ্যের উপর ১ বছর, PCB-তে ৫ বছর এবং গ্যাস চার্জিং সহ কম্প্রেসারে একটি ব্যতিক্রমী ১০-বছরের কভারেজ কভার করে৷ সংগৃহীত ছবি।
*ওশান ব্ল্যাক প্রোটেকশন সমন্বিত তামা দিয়ে তৈরি, এই এয়ার কন্ডিশনারটি মরিচা এবং ক্ষয় রোধ করার সঙ্গে সঙ্গে দীর্ঘায়ু এবং নিরবচ্ছিন্ন শীতলতা নিশ্চিত করে। ডুয়াল ইনভার্টার কম্প্রেসার, VIRAAT মোড এবং অ্যান্টি-ভাইরাস সুরক্ষা সহ HD ফিল্টার ফিচার যুক্ত। এর পরিবেশ বান্ধব R32 রেফ্রিজারেন্ট গ্যাস এবং 31 dB(A) অভ্যন্তরে কম শব্দের মাত্রা সহ, LG সেরা এসি ব্র্যান্ডগুলির মধ্যে একটি হিসাবে তার অবস্থানকে মজবুত করে। যা কেবল শীতল নয়, বরং এর স্প্লিট এসির সঙ্গে একটি লাইফস্টাইল আপগ্রেড করে। এই এলজি এসির দাম ৪৬,৫৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*ওশান ব্ল্যাক প্রোটেকশন সমন্বিত তামা দিয়ে তৈরি, এই এয়ার কন্ডিশনারটি মরিচা এবং ক্ষয় রোধ করার সঙ্গে সঙ্গে দীর্ঘায়ু এবং নিরবচ্ছিন্ন শীতলতা নিশ্চিত করে। ডুয়াল ইনভার্টার কম্প্রেসার, VIRAAT মোড এবং অ্যান্টি-ভাইরাস সুরক্ষা সহ HD ফিল্টার ফিচার যুক্ত। এর পরিবেশ বান্ধব R32 রেফ্রিজারেন্ট গ্যাস এবং 31 dB(A) অভ্যন্তরে কম শব্দের মাত্রা সহ, LG সেরা এসি ব্র্যান্ডগুলির মধ্যে একটি হিসাবে তার অবস্থানকে মজবুত করে। যা কেবল শীতল নয়, বরং এর স্প্লিট এসির সঙ্গে একটি লাইফস্টাইল আপগ্রেড করে। এই এলজি এসির দাম ৪৬,৫৯০ টাকা। সংগৃহীত ছবি।
*LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC এর ফিচার: ব্র্যান্ড: এলজি ক্ষমতা: ১.৫ টন বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, রিমোট কন্ট্রোলড, সাইলেন্ট মোড, ৪ ওয়ে সুইং, ফাস্ট কুলিং সাইজ: ২১D x ৯৯.৮W x ৩৪.৫H সেন্টিমিটার এনার্জি স্টার: ৫ স্টার সুবিধা: দক্ষ শক্তি অসুবিধা: ঠান্ডা হতে একটু সময় লাগে
*LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC এর ফিচার: 
ব্র্যান্ড: এলজি
ক্ষমতা: ১.৫ টন
বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার, রিমোট কন্ট্রোলড, সাইলেন্ট মোড, ৪ ওয়ে সুইং, ফাস্ট কুলিং
সাইজ: ২১D x ৯৯.৮W x ৩৪.৫H সেন্টিমিটার
এনার্জি স্টার: ৫ স্টার
সুবিধা: দক্ষ শক্তি
অসুবিধা: ঠান্ডা হতে একটু সময় লাগে
*Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC: ফ্লেক্সিকুল ইনভার্টার টেকনোলজি সহ ক্যারিয়ার ১ টন স্প্লিট এসি গ্রাহকদের শীতল অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য তৈরি করা হয়েছে। একটি পরিবর্তনশীল-স্পিড কম্প্রেসার দ্বারা চালিত, এই এয়ার কন্ডিশনারটি বুদ্ধিমত্তার সঙ্গে তাপের লোড অনুযায়ী বিদ্যুৎ খরচ সামঞ্জস্য করে, সর্বোত্তম কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতা নিশ্চিত করে। উদ্ভাবনী Flexicool Convertible 6-in-1 এসিতে শীতল করার ক্ষমতা কাস্টমাইজ করার নমনীয়তা রয়েছে, যা আরামের সঙ্গে আপোস না করে ৫০% পর্যন্ত শক্তি খরচ সাশ্রয় করে৷ সংগৃহীত ছবি। 
*Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC: ফ্লেক্সিকুল ইনভার্টার টেকনোলজি সহ ক্যারিয়ার ১ টন স্প্লিট এসি গ্রাহকদের শীতল অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য তৈরি করা হয়েছে। একটি পরিবর্তনশীল-স্পিড কম্প্রেসার দ্বারা চালিত, এই এয়ার কন্ডিশনারটি বুদ্ধিমত্তার সঙ্গে তাপের লোড অনুযায়ী বিদ্যুৎ খরচ সামঞ্জস্য করে, সর্বোত্তম কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতা নিশ্চিত করে। উদ্ভাবনী Flexicool Convertible 6-in-1 এসিতে শীতল করার ক্ষমতা কাস্টমাইজ করার নমনীয়তা রয়েছে, যা আরামের সঙ্গে আপোস না করে ৫০% পর্যন্ত শক্তি খরচ সাশ্রয় করে৷ সংগৃহীত ছবি।
*ছোট আকারের ঘরের জন্য এটি আদর্শ, এই এসি ১ টন ধারণক্ষমতা নিয়ে গর্ব করে, ৩৮০ CFM এয়ার ফ্লো এবং সর্বোচ্চ ৪০৮০ ওয়াট ক্ষমতা সহ সর্বোত্তম-শ্রেণীর শীতল অভিজ্ঞতা প্রদান করে। এর ২-ওয়ে এয়ার ডিরেকশনাল কন্ট্রোল ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও সারা ঘরে সমান শীতলতা নিশ্চিত করে। একটি ৫-স্টার এনার্জি রেটিং এবং ৫.০৫ এর একটি ISEER মান সহ, এই ক্যারিয়ার এসি অতুলনীয় দক্ষতার গ্যারান্টি দেয়, যা বার্ষিক মাত্র ৫৩৬.২ ইউনিট ব্যবহার করে। এছাড়াও, কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি, PCB-তে ৫ বছর এবং পণ্যে ১ বছর ওয়ারেন্টি রয়েছে। এই ক্যারিয়ার এসির দাম ৩৪,৯৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*ছোট আকারের ঘরের জন্য এটি আদর্শ, এই এসি ১ টন ধারণক্ষমতা নিয়ে গর্ব করে, ৩৮০ CFM এয়ার ফ্লো এবং সর্বোচ্চ ৪০৮০ ওয়াট ক্ষমতা সহ সর্বোত্তম-শ্রেণীর শীতল অভিজ্ঞতা প্রদান করে। এর ২-ওয়ে এয়ার ডিরেকশনাল কন্ট্রোল ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও সারা ঘরে সমান শীতলতা নিশ্চিত করে। একটি ৫-স্টার এনার্জি রেটিং এবং ৫.০৫ এর একটি ISEER মান সহ, এই ক্যারিয়ার এসি অতুলনীয় দক্ষতার গ্যারান্টি দেয়, যা বার্ষিক মাত্র ৫৩৬.২ ইউনিট ব্যবহার করে। এছাড়াও, কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি, PCB-তে ৫ বছর এবং পণ্যে ১ বছর ওয়ারেন্টি রয়েছে। এই ক্যারিয়ার এসির দাম ৩৪,৯৯০ টাকা। সংগৃহীত ছবি।
*Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC এর ফিচার -ব্র্যান্ড: ক্যারিয়ার ধারণক্ষমতা: ১ টন কুলিং পাওয়ার: ৩৫০০ কিলোওয়াট বিশেষ বৈশিষ্ট্য: উচ্চ ঘনত্ব ফিল্টার, দ্রুত শীতল, বায়ু পরিশোধন ফিল্টার, অটো ক্লিন সাইজ - ১৮.৮D x ৮০W x ২৭.৫H সেন্টিমিটার সুবিধা: দ্রুত ইনস্টলেশন অসুবিধা: ইনডোর ইউনিটের জন্য কোনও প্লাগ নেই
*Carrier 1 Ton 5 Star AI Flexicool Inverter Split AC এর ফিচার –
ব্র্যান্ড: ক্যারিয়ার
ধারণক্ষমতা: ১ টন
কুলিং পাওয়ার: ৩৫০০ কিলোওয়াট
বিশেষ বৈশিষ্ট্য: উচ্চ ঘনত্ব ফিল্টার, দ্রুত শীতল, বায়ু পরিশোধন ফিল্টার, অটো ক্লিন
সাইজ – ১৮.৮D x ৮০W x ২৭.৫H সেন্টিমিটার
সুবিধা: দ্রুত ইনস্টলেশন
অসুবিধা: ইনডোর ইউনিটের জন্য কোনও প্লাগ নেই
*Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC: ভোল্টাস ১.৪ টন স্প্লিট এসি বিভিন্ন তাপের লোডের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রকৌশলী, এর পরিবর্তনশীল গতির কম্প্রেসার সর্বোত্তম শক্তি ব্যবহার নিশ্চিত করে, সামঞ্জস্যপূর্ণ শীতল কর্মক্ষমতা প্রদান করার সময় শক্তির দক্ষতা বাড়ায়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ৪টি সামঞ্জস্যযোগ্য কুলিং মোড দিয়ে সজ্জিত, এই এয়ার কন্ডিশনারটি ২০% থেকে ১২০% ধারণক্ষমতার বৈচিত্র্যময় শীতলকরণের প্রয়োজনীয়তা নির্বিঘ্নে পূরণ করার মতো বহুমুখিতা প্রদান করে। একটি মজবুত কপার কনডেন্সার কয়েল সহ, ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও ন্যূনতম রক্ষণাবেক্ষণ, প্রতিশ্রুতিশীল স্থায়িত্ব এবং নিরবচ্ছিন্ন শীতলতার সঙ্গে উচ্চতর শীতল কার্যক্ষমতা প্রদান করে। একটি ৫-স্টার এনার্জি রেটিং এবং ৫ এর একটি চিত্তাকর্ষক ISEER মান নিয়ে, এই ভোল্টাস এসিটি শক্তি খরচ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা কর্মক্ষমতার সঙ্গে আপোস না করেই সঞ্চয় অফার করে। সংগৃহীত ছবি। 
*Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC: ভোল্টাস ১.৪ টন স্প্লিট এসি বিভিন্ন তাপের লোডের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রকৌশলী, এর পরিবর্তনশীল গতির কম্প্রেসার সর্বোত্তম শক্তি ব্যবহার নিশ্চিত করে, সামঞ্জস্যপূর্ণ শীতল কর্মক্ষমতা প্রদান করার সময় শক্তির দক্ষতা বাড়ায়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ৪টি সামঞ্জস্যযোগ্য কুলিং মোড দিয়ে সজ্জিত, এই এয়ার কন্ডিশনারটি ২০% থেকে ১২০% ধারণক্ষমতার বৈচিত্র্যময় শীতলকরণের প্রয়োজনীয়তা নির্বিঘ্নে পূরণ করার মতো বহুমুখিতা প্রদান করে। একটি মজবুত কপার কনডেন্সার কয়েল সহ, ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বলন্ত তাপমাত্রার মধ্যেও ন্যূনতম রক্ষণাবেক্ষণ, প্রতিশ্রুতিশীল স্থায়িত্ব এবং নিরবচ্ছিন্ন শীতলতার সঙ্গে উচ্চতর শীতল কার্যক্ষমতা প্রদান করে। একটি ৫-স্টার এনার্জি রেটিং এবং ৫ এর একটি চিত্তাকর্ষক ISEER মান নিয়ে, এই ভোল্টাস এসিটি শক্তি খরচ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা কর্মক্ষমতার সঙ্গে আপোস না করেই সঞ্চয় অফার করে। সংগৃহীত ছবি।
*পণ্যের উপর ১ বছরের ওয়ারেন্টি এবং কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। এর স্টেবিলাইজার-মুক্ত অপারেশন থেকে শুরু করে অ্যান্টি-ডাস্ট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটেকশন এবং অ্যান্টি-করসিভ আবরণের মতো উন্নত বৈশিষ্ট্য পর্যন্ত, প্রতিটি দিকই শীতল অভিজ্ঞতাকে উন্নত করার জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছে। পরিবেশ-বান্ধব R32 রেফ্রিজারেন্ট গ্যাস এবং একটি লুকনো ডিজিটাল তাপমাত্রা প্রদর্শন দ্বারা পরিপূরক একটি মসৃণ নকশা সহ, Voltas 1.4 টন sptil AC বাজারের সেরা এসি ব্র্যান্ডগুলির মধ্যে একটি। এই ভোল্টাস এসির দাম ৩৬,৪৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*পণ্যের উপর ১ বছরের ওয়ারেন্টি এবং কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। এর স্টেবিলাইজার-মুক্ত অপারেশন থেকে শুরু করে অ্যান্টি-ডাস্ট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটেকশন এবং অ্যান্টি-করসিভ আবরণের মতো উন্নত বৈশিষ্ট্য পর্যন্ত, প্রতিটি দিকই শীতল অভিজ্ঞতাকে উন্নত করার জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছে। পরিবেশ-বান্ধব R32 রেফ্রিজারেন্ট গ্যাস এবং একটি লুকনো ডিজিটাল তাপমাত্রা প্রদর্শন দ্বারা পরিপূরক একটি মসৃণ নকশা সহ, Voltas 1.4 টন sptil AC বাজারের সেরা এসি ব্র্যান্ডগুলির মধ্যে একটি। এই ভোল্টাস এসির দাম ৩৬,৪৯০ টাকা। সংগৃহীত ছবি।
*Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC এর ফিচার:ব্র্যান্ড: ভোল্টাস ক্ষমতা: ১.৪ টন কুলিং পাওয়ার: ১৪,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার সাইজ - ২৩D x ৯৬W x ৩১H সেন্টিমিটার সুবিধা: দ্রুত ঠান্ডা হয় অসুবিধা: ইনস্টলেশন পরিষেবা
*Voltas 1.4 ton 5 Star, Inverter Split AC এর ফিচার:
ব্র্যান্ড: ভোল্টাস
ক্ষমতা: ১.৪ টন
কুলিং পাওয়ার: ১৪,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট
বিশেষ বৈশিষ্ট্য: ইনভার্টার কম্প্রেসার
সাইজ – ২৩D x ৯৬W x ৩১H সেন্টিমিটার
সুবিধা: দ্রুত ঠান্ডা হয়
অসুবিধা: ইনস্টলেশন পরিষেবা

Air conditioner in school: ছেলেমেয়েকে স্কুলে এসিতে পড়াতে চান? খরচ দিতে হবে বাবা-মাকেই, নির্দেশ হাই কোর্টের

দিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ চলছে, যার জেরে কষ্ট পাচ্ছেন বহু মানুষ। উষ্ণ আবহাওয়ার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে ভাল নেই ছাত্র-ছাত্রীরাও। গরমের ছুটি পড়ার আগে থেকেই গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এই সময় অনেক বাবা-মা চাইছেন স্কুলে এসি থাকলে ছেলেমেয়ে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। মনে রাখবেন, স্কুলে এসি থাকতেই পারে, কিন্তু খরচ দিতে হবে আপনাকেই। সম্প্রতি এক জনস্বার্থ মামলায় এমনই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

দিল্লির এক বেসরকারি স্কুল এসির খরচ বাবদ প্রতিটি ছাত্রছাত্রীর থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে নিচ্ছিল, যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিভাবকেরা। দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ অভিভাবকদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে জানায়, রশিদ স্পষ্ট উল্লেখ রয়েছে যে স্কুল এয়ার কন্ডিশনিংয়ের জন্যই অতিরিক্ত টাকা নিচ্ছে, যেই পরিষেবা ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, তাই বাড়তি খরচ স্কুল কর্তৃপক্ষ দাবি করতেই পারেন।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

বিচারপতির আরও বক্তব্য, কোন স্কুলে ছেলেমেয়ে ভর্তি হবে তা পছন্দ করার সময় অভিভাবকদের মাথায় রাখতে হবে স্কুল কী কী পরিষেবা ছাত্রছাত্রীদের দেবে, সেই অনুযায়ী খরচও বহন করতে হবে অভিভাবকদের।

Summer Tips: বিছানা হবে বরফ-ঠান্ডা…! হাজার হাজার টাকার Air Conditioner আর Cooler ছাড়ুন! বাড়িতে আনুন সস্তার এই জিনিস

গ্রীষ্মকাল আসতে না আসতেই প্রতি বছরের মতো এই বছরেও এসি আর কুলার কেনার জন্য ছুটছেন মানুষ। ইলেট্রনিক্স গ্যাজেটের দোকানগুলিতে গিজগিজ করছে ক্রেতা। বুঝে-না বুঝে বেশি দামের এয়ার কন্ডিশনিং মেসিন কিনে ঠকেও যাচ্ছেন অনেকেই।
গ্রীষ্মকাল আসতে না আসতেই প্রতি বছরের মতো এই বছরেও এসি আর কুলার কেনার জন্য ছুটছেন মানুষ। ইলেট্রনিক্স গ্যাজেটের দোকানগুলিতে গিজগিজ করছে ক্রেতা। বুঝে-না বুঝে বেশি দামের এয়ার কন্ডিশনিং মেসিন কিনে ঠকেও যাচ্ছেন অনেকেই।
আসলে কারণ একটাই, প্যাঁচপ্যাঁচে গরমে ত্রাহি ত্রাহি হাল মধ্যবিত্তের। তাই সাধ্যে না কুলোলেও, সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন।
আসলে কারণ একটাই, প্যাঁচপ্যাঁচে গরমে ত্রাহি ত্রাহি হাল মধ্যবিত্তের। তাই সাধ্যে না কুলোলেও, সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন।
কারণ সকলেই গ্রীষ্মের দিনগুলিতে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় এসি ছাড়া। ঘর এতটাই গরম হয়ে যায় যে শান্তিতে একটু ঘুমোনোর অবস্থা থাকে না। আর্দ্রতা এবং ঘামের সমস্যা মাত্রা ছাড়াই। তাপমাত্রা বেড়ে গেলে ঘরের ভিতরে রাখা গরম বিছানাতে শুলেই যেন ছ্যাঁকা লাগে গায়ে।
কারণ সকলেই গ্রীষ্মের দিনগুলিতে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় এসি ছাড়া। ঘর এতটাই গরম হয়ে যায় যে শান্তিতে একটু ঘুমোনোর অবস্থা থাকে না। আর্দ্রতা এবং ঘামের সমস্যা মাত্রা ছাড়াই। তাপমাত্রা বেড়ে গেলে ঘরের ভিতরে রাখা গরম বিছানাতে শুলেই যেন ছ্যাঁকা লাগে গায়ে।
লাগাতার ঘুমের ব্যাঘাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও এড়ানো যায় না। যারা এসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতির একই কারণ। অনেকেই বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হন, কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানো এড়াতেও পারেন না।
লাগাতার ঘুমের ব্যাঘাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও এড়ানো যায় না। যারা এসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতির একই কারণ। অনেকেই বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হন, কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানো এড়াতেও পারেন না।
এমন মানুষদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরণের এসি বেডশিট (AC Bedsheet)। এই এসি বেডশিটের বিশেষত্ব হল এটি খুব কম বিদ্যুত খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে, ফলে আরামদায়ক ঘুম হয়।
এমন মানুষদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরণের এসি বেডশিট (AC Bedsheet)। এই এসি বেডশিটের বিশেষত্ব হল এটি খুব কম বিদ্যুত খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে, ফলে আরামদায়ক ঘুম হয়।
কী এই AC Bedsheet?এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে। তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর একপাশে, টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা থাকে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য, একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে।
কী এই AC Bedsheet?
এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে। তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর একপাশে, টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা থাকে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য, একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে।
বিদ্যুৎ খরচ বেশ কম:এই এসি বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র 4.5 ওয়াট শক্তি খরচ করে। মানে এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিটের কম।
বিদ্যুৎ খরচ বেশ কম:
এই এসি বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র 4.5 ওয়াট শক্তি খরচ করে। মানে এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিটের কম।
এই এসি বিছানার চাদরের ওজন মাত্র ২ কেজি, তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনও জায়গায় নেওয়া যায়। এটিতে একটি টাইমারও রয়েছে, যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ঠান্ডা করার জন্য সেট করতে পারেন।
এই এসি বিছানার চাদরের ওজন মাত্র ২ কেজি, তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনও জায়গায় নেওয়া যায়। এটিতে একটি টাইমারও রয়েছে, যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ঠান্ডা করার জন্য সেট করতে পারেন।
মূল্য কিরকম এই বেডশিটের?আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই পাবেন। তবে অনলাইনে কেনাকাটা করলে এই বিছানার চাদর একটু কম খরচে পড়বে। এটি অনলাইন শপিং সাইটগুলিতে ১৫০০ থেকে ২০০০ টাকা মূল্যে কেনা যাবে।
মূল্য কিরকম এই বেডশিটের?
আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই পাবেন। তবে অনলাইনে কেনাকাটা করলে এই বিছানার চাদর একটু কম খরচে পড়বে। এটি অনলাইন শপিং সাইটগুলিতে ১৫০০ থেকে ২০০০ টাকা মূল্যে কেনা যাবে।
পরিষ্কার করার সময় কিছু সতর্কতা:এসি বিছানার চাদর সাধারণ বিছানার চাদরের মতো পরিষ্কার করা যাবে না। এটি ভিজে গেলে এতে লাগানো ফ্যান ও ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
পরিষ্কার করার সময় কিছু সতর্কতা:
এসি বিছানার চাদর সাধারণ বিছানার চাদরের মতো পরিষ্কার করা যাবে না। এটি ভিজে গেলে এতে লাগানো ফ্যান ও ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
যদি এটি নোংরা হয়ে যায়, আপনি এটি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। এই শিট বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মে ব্যবহৃত হয়। কিন্তু খুব বেশি গরম লাগলে যে কোনও ঋতুতেই ব্যবহার করতে পারেন এই এসি বেডশিট।
যদি এটি নোংরা হয়ে যায়, আপনি এটি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। এই শিট বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মে ব্যবহৃত হয়। কিন্তু খুব বেশি গরম লাগলে যে কোনও ঋতুতেই ব্যবহার করতে পারেন এই এসি বেডশিট।

এসির ফ্যানের গতি কি গাড়ির মাইলেজ কমায়? জানুন আসল তথ্য

কলকাতা: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা যায় না। এসির নিত্য ব্যবহারে সর্বত্র এমনই অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। কিন্তু, গাড়ির এসি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা মাথায় আসে তা হল মাইলেজ।

আমরা সবাই জানি যে গাড়ির এসি ব্যবহার করলে তার মাইলেজ কমে যায়। কিন্তু, এমন পরিস্থিতিতে মানুষের মনে একটা প্রশ্নও জাগে যে, এসির গতি বাড়ানো বা কমানো গাড়ির মাইলেজে কোনও পার্থক্য করে কি না? এখানে আমরা এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি।

গাড়ির এসির ফ্যানের গতি কি গাড়ির মাইলেজ কমায় –

আসলে গাড়ির এসি সরাসরি ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ এসি ব্যবহার করতে হলে গাড়ি স্টার্ট করতে হবে। কিন্তু, এসির ফ্যানটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত। এমন পরিস্থিতিতে, এসির ফ্যানের গতি বাড়ানো বা কমানো গাড়ির কর্মক্ষমতা বা জ্বালানিতে কোনও পার্থক্য করবে না। অর্থাৎ, কেউ যদি এসি চালু করে থাকে, তাহলে সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে টেনশনমুক্ত থাকতে পারবেন।

আরও পড়ুন- বাজার কাঁপাচ্ছে ‘এই’ বাইক! মার্চে রেকর্ড বিক্রি, তেলের গন্ধে চলবে, খরচ কম

এসি দিয়ে গাড়ির মাইলেজ বাড়ানোর টিপস –

১) গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে এসি চালু করা যাবে না। প্রথমে দরজা বা জানালা খুলতে হবে এবং গরম বাতাস বের হতে দিতে হবে। এই কাজ করে নিলে, গাড়ির এসি চালিয়ে কেবিন ঠান্ডা করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না।

২) গাড়ির এসি ব্যবহার করার সময় অবশ্যই রি-সার্কুলেশন বাটনে ক্লিক করতে হবে। এই বাটন টিপে, গাড়িটি বাইরে থেকে বাতাস নেওয়া বন্ধ করে এবং কেবিনে উপস্থিত বাতাসকে ক্রমাগত ঠান্ডা করে।

আরও পড়ুন- চমক দিল বাজাজ! অনেকের প্রিয় Pulsar এবার নতুন ফিচার নিয়ে হাজির, দেখার মতো লুক

৩) রোদে গাড়ি পার্কিং এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে ছায়ায় গাড়ি পার্ক করতে হবে। এতে করে গাড়ি বেশি গরম হবে না এবং গাড়ির এসি চালিয়ে কেবিন ঠান্ডা করতে কম পরিশ্রম করতে হবে।

এসি চালান ‘এই’ মোডে, যা বিল আসে, তার অর্ধেক আসবে! ২৫ শতাংশ কমবে AC-র জন্য খরচ

কলকাতা: এসি কেনার পর বেশিরভাগ মানুষের একটাই চিন্তা। বিদ্যুতের বিল। তবে কিছু নিয়ম মেনে চললে বিদ্যুতের বিলে অনেক টাকা সাশ্রয় করা যেতে পারে।

আপনার বাড়িতে যদি এসি থাকে তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এসি অর্থাৎ এয়ার কন্ডিশনারে অনেকগুলি মোড রয়েছে। এসি-তে অটো মোড রয়েছে, যা সব মোডের মিশ্রণ।

কেউ যদি তার এসি অটো মোডে পরিবর্তন করে চালান তা হলে ড্রাই মোড, ফ্য়ান মোড এবং কুল মোডও সক্রিয় হয়ে যায়। অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা অনুযায়ী ফ্যানের গতি এবং তাপমাত্রা সেট করে।

অটো মোডে কম্প্রেসার ও ফ্যান কখন চালু হবে, কখন বন্ধ হবে, কতক্ষণ চলবে, এসব কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অটো মোড ঘরে আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন- চমক দিল বাজাজ! অনেকের প্রিয় Pulsar এবার নতুন ফিচার নিয়ে হাজির, দেখার মতো লুক

অটো মোডে এয়ার কন্ডিশনার-এর সেন্সরগুলো ক্রমাগত রুমের তাপমাত্রা নিরীক্ষণ করে। সেই অনুযায়ী সেটিংস-এ সামঞ্জস্য আনে। যখন ঘরের তাপমাত্রা বেশি থাকে, তখন ইউনিট চালু হয় এবং বাতাসকে ঠান্ডা করা শুরু করে।

ঘরের তাপমাত্রা স্বাভাবিক হলে এয়ার কন্ডিশনার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। একইভাবে যদি ঘরে আর্দ্রতা বেশি থাকে, তবে এয়ার কন্ডিশনার বাতাসে আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফিকেশন মোড সক্রিয় করে। যখন আর্দ্রতার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন ইউনিট ডিহিউমিডিফিকেশন মোড বন্ধ করে দেয়।

এসির অটো মোডের জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনও তাপমাত্রা সেট করতে পারেন। তাপমাত্রা সেট করার পর আপনি যদি অটো মোডে এসি চালান তবে এটি আপনার সেট করা তাপমাত্রায় চলবে।

অটো মোডে এসি চালানোর মাধ্যমে আপনি কেবল স্থিতিশীল এবং আরামদায়ক পরিবেশ পাবেন না, বিদ্যুৎ বলেও অনেক টাকা সাশ্রয় করবেন। এয়ার কন্ডিশনার একটানা কাজ করবে না, তাপমাত্রা বেশি হলেই কাজ করবে। এটি বিদ্যুতের খরচ কমাতে বড়সড় সহায়তা করতে পারে।

আরও পড়ুন- বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন

অটো মোড সাধারণত উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনার, উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। অনেক আধুনিক এসি-তে প্রায়ই ডিফল্ট সেটিং থাকে। লক্ষ্য করবেন, অটো মোডের অপারেশন এয়ার কন্ডিশনার তৈরি এবং মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।