জুয়েলারী বানাচ্ছেন মোহন

West Medinipur News: পড়াশোনার অবসরে যা করেন এই কলেজ ছাত্র, জানলে অবাক হবেন 

পশ্চিম মেদিনীপুর: সামান্য কিছু কম পয়সার কাঁচামাল, তা দিয়ে তৈরি হচ্ছে নানান সুন্দর জিনিস। বিভিন্ন ধরনের গয়না, চুড়ির পাশাপাশি নানা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এক কলেজ ছাত্র। পড়াশোনার অবসরে বিভিন্ন জুয়েলারি বানিয়ে উপার্জন করছেন অর্থ। যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভরতার বার্তা। পড়াশোনা ছাড়াও অবসর সময়ে এই কাজ করে অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে ভালো লাভ জুটছে তার।

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা মোহন মহারানা। তিনি বর্তমানে প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের ছাত্র। বর্তমানে তিনি পড়ার অবসরে বাড়িতেই ক্লে, কাপড়, কাগজ, সুতলি সহ নানা জিনিস দিয়ে বানাচ্ছেন নানা গয়না। গ্রাহকের পছন্দ মত তিনি বানিয়ে দিচ্ছেন পছন্দসই হার, কানের দুল থেকে হাতের চুড়িও। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে তার হাতে বানানো গয়না।

আরও পড়ুন : স্বামী স্ত্রী মিলে বছরে দু’বার করেন এই কাজ, শুনলে ধন্য ধন্য করবেন

মোহনের ছোট থেকেই ছবি আঁকা এবং ক্র্যাফট এর প্রতি আগ্রহ।শিখেছেন ছবি আঁকা। পড়াশোনার পাশাপাশি তিনি অবসর সময়ে লেগে পড়েন নানা ধরনের গয়না তৈরিতে।ক্লে, পোড়ামাটি, সুতলি তৈরি করছেন সুন্দর গলার হার, কানের দুল সহ সাজসজ্জার নানা জিনিস। বাজারে তা বিক্রি করছেন দশ থেকে দুশো-আড়াই’শ টাকা পর্যন্ত দামে। এছাড়াও গ্রাহকের পছন্দের মত কাস্টোমাইজ করে বানিয়েও দিচ্ছেন তিনি। পড়ার অবসরে রাতে বা সকালে তিনি বানান গয়না। দোকানের পাশাপাশি তিনি এগুলি অনলাইনেও বিক্রি করেন।

প্রসঙ্গত, একটা বয়সের পর সকলে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখে। সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতিও নেয় প্রায় সকলে। তবে মোহনের বক্তব্য ,চাকরির পিছনে না ছুটে, সামান্য কিছু সস্তা উপকরণ দিয়ে মাসিক বেশ আয় করা সম্ভব।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যার দিশা দেখাচ্ছেন এই কলেজ ছাত্র যুবক। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভরতার দিশা।

রঞ্জন চন্দ