জেলাশাসকদের নিয়ে বৈঠক

Nabanna: হঠাৎ নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব! একাধিক বিষয়ে কড়া নির্দেশ জেলাশাসকদের

কলকাতাঃ সমস্যা হওয়ার পরে নয়, কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে তা বিবেচনা করেই মেটাতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। তিনি বলেন, ‘আগে থেকে ঘুরে দেখুন কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে। সেটা দেখেই পদক্ষেপ করুন। আগে থেকেই জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিন। জলের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করবেন।’

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

নবান্ন সূত্রে খবর জেলাশাসকদের কড়া নির্দেশ দেব মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, ‘অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেটা আপনারা দেখুন যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়।’ বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আজ প্রায় ৪০ মিনিট জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।

রাম নবমীর আইন শৃঙ্খলা নিয়েও নবান্নের বৈঠকে কথা বলেন মুখ‍্যসচিব। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা নিয়ে এসপি দের নিয়ে বৈঠক করুন। রাম নবমী পালন নিয়ে আইন শৃঙ্খলা এর অবনতি যেন না হয় সেটা নজর রাখবেন। হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে সেইগুলো কমপ্লাই করবেন।’ বৈঠকে জেলাশাসক দের নির্দেশ মুখ্যসচিবের।