Tag Archives: District Magistrate

Bangla Video: নিজের বাড়ি ফেরত চেয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পবনের সংসার!

উত্তর ২৪ পরগনা: সরকারিভাবে পাট্টা পেলেও সেই জমিতে গত ১০ বছর ধরে পরিবার নিয়ে থাকতে পারছেন না আমডাঙার পবন পাল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে রীতিমত উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের দুয়ারে মাথা ঠুকেও অধিকার ফিরে পাননি তিনি। তাই অবশেষে বাধ্য হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনেই সংসার পাতলেন অসহায় পবন।

কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা পবন পাল। বাধ্য হয়ে বারাসতে জেলাশাসকের অফিসের সামনে স্ত্রী-সন্তানকে নিয়ে রীতিমত সংসার পেতে ধরনায় বসেছেন। পবন পালের রোজগার বলতে কোন‌ও দিন ৫০ টাকা তো কোন‌ও দিন ১০০ টাকা। হকারি করেই বছর দশকের কন্যা সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়েই জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

আর‌ও পড়ুন: ফের বন্ধ চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

জানা গিয়েছে, পবনের বাবা কৃষ্ণপদ পাল ১৯৯১ সালে সরকারিভাবে চার কাঠা জমির পাট্টা পান। সেই জমিতে তাঁরা বসবাস করতেন। অভিযোগ, কৃষ্ণপদবাবু মারা যাওয়ার পর ২০১২ সালে ওই পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে উৎখাত করে দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন মল্লিক। তারপর বারে বারে প্রশাসনের নানা স্তরে গিয়ে অভিযোগ জানালেও কোন‌ও কাজ হয়নি। বাধ্য হয়ে পরিবার নিয়ে পবন পাল দিন কাটান ভাঙা ছাদের টালির ঘরে। বর্ষাকালে জলে ভেসে যায় গোটা ঘর। কোথাও ত্রিপল টাঙিয়ে, আবার কোথাও এক চিলতে চাদর দিয়ে ঘিরে কোন‌ওরকমে দিন গুজরান করেন।

বারবার প্রত্যাখ্যাত হয়ে স্থানীয় প্রশাসনের উপর আজ আর কোন‌ও আস্থা নেই পবনের। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়া মেয়ে ও স্ত্রীকে নিয়ে বারাসতে জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেছেন পবন পাল। এদিকে অভিযুক্ত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তপন কুমার মল্লিক বিষয়টি নিয়ে কোন‌ওরকম প্রতিক্রিয়া দিতে চাননি। পাল্টা সাংবাদিকদের উপরই আক্রমণ করেন তিনি! এমন পরিস্থিতিতে নিজের অধিকার ফিরে পেতে পবন সহ তাঁর গোটা পরিবারের এ হেন অবস্থান-বিক্ষোভে আদৌ প্রশাসনের টনক নড়ে কিনা এখন সেটাই দেখার।

রুদ্রনারায়ণ রায়

West Bengal news: ভোট মিটতেই শুরু রদবদল, সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে

কলকাতা: ভোট মিটতেই শুরু হল রদবদল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া হল নবান্ন তরফ থেকে। পূর্ব মেদিনীপুর এর জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন: মোদির তৃতীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, কারা এলেন?

জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়া হলেও নতুন কাউকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিয়োগ করা হয়নি। জয়শ্রী দাসগুপ্তকে পাঠানো হয়েছে ওএসডি কর্মীবর্গ দফতরে।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাসগুপ্ত লোকসভা নির্বাচন চলাকালীন সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও ছিলেন। কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। ভোটের ফলাফলের দিন সন্ধেবেলায় কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এই জেলার দুটো লোকসভা কেন্দ্রের দুটোতেই হারতে হয়েছে তৃণমূলকে। কাঁথিতে তৃণমূল প্রার্থী উত্তম বারিককে হারিয়ে জয়ী হয়েছেন সৌমেন্দু অধিকারী, পাশাপাশি তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জিতেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, ১১ জুন মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করবেন। তার আগেই জেলাশাসকের পদ ছাড়তে বলা হয়েছে জয়শ্রী দাসগুপ্তকে। নতুন জেলাশাসক পদে কে বসবেন তা এখনও জানা যায়নি।

Nabanna: হঠাৎ নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব! একাধিক বিষয়ে কড়া নির্দেশ জেলাশাসকদের

কলকাতাঃ সমস্যা হওয়ার পরে নয়, কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে তা বিবেচনা করেই মেটাতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। তিনি বলেন, ‘আগে থেকে ঘুরে দেখুন কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে। সেটা দেখেই পদক্ষেপ করুন। আগে থেকেই জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিন। জলের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করবেন।’

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

নবান্ন সূত্রে খবর জেলাশাসকদের কড়া নির্দেশ দেব মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, ‘অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেটা আপনারা দেখুন যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়।’ বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আজ প্রায় ৪০ মিনিট জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।

রাম নবমীর আইন শৃঙ্খলা নিয়েও নবান্নের বৈঠকে কথা বলেন মুখ‍্যসচিব। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা নিয়ে এসপি দের নিয়ে বৈঠক করুন। রাম নবমী পালন নিয়ে আইন শৃঙ্খলা এর অবনতি যেন না হয় সেটা নজর রাখবেন। হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে সেইগুলো কমপ্লাই করবেন।’ বৈঠকে জেলাশাসক দের নির্দেশ মুখ্যসচিবের।

Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে হঠাৎই সীমান্তের গ্রামে জেলাশাসক

নদিয়া: সাইকেল চালিয়ে হঠাৎই সীমান্তবর্তী গ্রামে হাজির খোদ জেলাশাসক। তাঁকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা। ভীমপুর থানার অন্তর্গত হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাইকেল চালিয়ে পরিদর্শনে যান নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ।

সাধারণত কাঁচঢাকা গাড়িতেই জেলাশাসকের মত উচ্চপদস্থ আমলাদের দেখে অভ্যস্ত গ্রামের সাধারণ মানুষ। সেই তাঁকেই সাধারণ মানুষের মত সাইকেল চালাতে দেখে তাজ্জব সকলে। এদিন সকালে সাইকেল চালিয়ে এসে তিনি প্রথমে স্কুল পরিদর্শন করেন এবং সাধারন মানুষের সঙ্গে কথা বলেন। এলাকায় ভোট কেমন হয় তা সাধারণ মানুষের কাছে খোঁজ নেন। পাশাপাশি এই গ্রাম সীমান্ত সংলগ্ন হওয়ায় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন এবং এই সমস্যাগুলি নির্বাচনের পর খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।

আর‌ও পড়ুন: মাটি ছেড়ে মাচায় সব সবজির চাষ, মালামাল কৃষকরা

জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও ও চাপরা ব্লকের আধিকারিকরা। গ্রামের বিভিন্ন পাড়ায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলাশাসক, তাঁদের অভাব অভিযোগ শোনেন l জেলাশাসককে কাছে পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গেও গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের নানান কথাবার্তা আলোচনা করেন তিনি। এর পাশাপাশি ভোটকেন্দ্রের উপযুক্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন।

মৈনাক দেবনাথ