Tag Archives: chief secretary

West Bengal Chief Secretary: রাজ্যের নয়া মুখ্যসচিব মনোজ পন্থ, গোপালিকার মেয়াদবৃদ্ধিতে অনুমোদন দিল না কেন্দ্র

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। দীর্ঘদিন ধরে তিনি বাংলার অর্থসচিব হিসাবে কাজ করছিলেন। বিপি গোপালিকার জায়গায় শনিবার থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিলেন মনোজ পন্থ।

চলতি বছরের ৩১ মে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল বিপি গোপালিকার। তখন তিন মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। সেই মেয়াদ শেষ হতেই আবার মুখ্যসচিব হিসেবে বিপি গোপালিকার মেয়াদ তিন মাসের জন্য বাড়াতে চেয়েছিল রাজ্য।

আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

কেন্দ্রের কাছে তিন মাসের সময় বাড়ানোর জন্য চিঠি পাঠিয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্র রাজ্যর আর্জিতে সাড়া দেয়নি। তাই বিপি গোপালিকাকে অবসর নিতে হল এবং সেই জায়গায় দায়িত্ব নিচ্ছেন মনোজ পন্থ।

আরও পড়ুন: কলেজে ছাত্রীদের বাথরুমে ক্যামেরা রাখার অভিযোগ! বাজেয়াপ্ত ৩০০ ভিডিও ভর্তি ল্যাপটপ

শুক্রবার অর্থসচিব পদ থেকে সরিয়ে মনোজকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেচ এবং জলসম্পদের অতিরিক্ত সচিব পদে। এক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে হল মনোজ পন্থকে।

Nabanna: হঠাৎ নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব! একাধিক বিষয়ে কড়া নির্দেশ জেলাশাসকদের

কলকাতাঃ সমস্যা হওয়ার পরে নয়, কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে তা বিবেচনা করেই মেটাতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। তিনি বলেন, ‘আগে থেকে ঘুরে দেখুন কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে। সেটা দেখেই পদক্ষেপ করুন। আগে থেকেই জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিন। জলের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করবেন।’

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

নবান্ন সূত্রে খবর জেলাশাসকদের কড়া নির্দেশ দেব মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, ‘অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেটা আপনারা দেখুন যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়।’ বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আজ প্রায় ৪০ মিনিট জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।

রাম নবমীর আইন শৃঙ্খলা নিয়েও নবান্নের বৈঠকে কথা বলেন মুখ‍্যসচিব। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা নিয়ে এসপি দের নিয়ে বৈঠক করুন। রাম নবমী পালন নিয়ে আইন শৃঙ্খলা এর অবনতি যেন না হয় সেটা নজর রাখবেন। হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে সেইগুলো কমপ্লাই করবেন।’ বৈঠকে জেলাশাসক দের নির্দেশ মুখ্যসচিবের।