ভাঙনি পার্ট ১ এন পি বিদ্যালয় ও চিরঞ্জিতের মা

Lok Shabha Election 2024: পঞ্চায়েত নির্বাচনে বুথেই ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা! ভোটের সময়ে মনে পড়ে সব

কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পর্ব হতে চলেছে কোচবিহারের আসনে। সে জন্য ইতিমধ্যেই তোড়জোড় চলছে দ্রুত গতিতে। কারণ, নির্বাচন মানেই যেন এক উৎসবের আমেজ। তবে জেলা কোচবিহারে দিনহাটা মহকুমা মানেই যেন নির্বাচনের কিছু খারাপ স্মৃতি ভেসে ওঠে সকলের সামনে। দিনহাটা মহকুমার ভাঙনি পার্ট ১ এলাকা। এখানের এন পি বিদ্যালয় ৭/২৬৩ এবং ৭/২৬৪ নং ভোটগ্রহণ কেন্দ্র। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে এই ভোটগ্রহণ কেন্দ্রেই চলেছিল একাধিক গুলি। সেগুলির একটিতে প্রাণ যায় এলাকার এক যুবকের। যুবকের নাম চিরঞ্জিত কার্জী।

আজও সেই যুবকের পরিবারের চোখের জল শুকোতে পারেনি। এলাকার মানুষ ভুলতে পারেনি নির্বাচনের দিনের সেই মর্মান্তিক স্মৃতির কথা। তাই তো নির্বাচনের নাম শুনলেই এলাকার অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার এক ভোটার চঞ্চল দেব জানান, “ভোটের নাম শুনলেই সেই দিনের স্মৃতির কথা যেন মনে পড়ে। অযথা এক নির্দোষ যুবকের প্রাণ চলে গেল। তাই এলাকার বেশিরভাগ মানুষ ভোট এলেই আতঙ্কিত হয়ে পড়ে। তবে এবারে ভোট কেন্দ্রে কেন্দ্রীয়বাহিনী থাকছে। তাই কিছুটা হলেও মনের মধ্যে ভয় কমেছে স্থানীয় মানুষদের একাংশের।”

এলাকার আরও দুই ভোটার আশু বর্মন ও রাখল চন্দ্র বর্মন জানান, “সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ তো রয়েছেই। কারণ, পঞ্চায়েত নির্বাচনের দিনের সেই মর্মান্তিক স্মৃতি তো আজও ভুলে যাওয়া সম্ভব হয়নি। ভোটের দিনের সেই স্মৃতি আজও আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। তবে বর্তমানে এলাকায় অনেকটাই শান্ত পরিস্থিতি রয়েছে। এ ছাড়া লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ভোট গ্রহণ কেন্দ্রে থাকতে চলেছে। তাই নির্বাচন নিয়ে অনেকটাই ভয় কেটেছে এলাকায় মানুষের। তাঁরা আশা করছেন এবারের লোকসভা নির্বাচনে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

দীর্ঘ সময় পরেও নির্বাচনের দিনের ঘটনা যেন গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। তাই চিরঞ্জিত কার্জীর পরিবার আজও নির্বাচনের সেই স্মৃতি ভুলে যেতে পারেনি। আজও কথা বলার সময় ছেলের নাম উঠলেই অঝোরে কেঁদে ফেলেন চিরঞ্জিতের মা। চিরঞ্জিতের বাবা আজও দুঃখপ্রকাশ করেন ছেলেকে ভোট দিতে পাঠানোর জন্য। ছোটছেলেকে হারানোর কষ্ট যেন আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় তাঁদেরকে। তাই তো তাঁরা নির্বাচনের দিন বুথ কেন্দ্রে যাবেন না বলেই মনস্থির করেছেন এবার।

Sarthak Pandit