কোচের সঙ্গে মেহেবুল 

Malda News: আ্যাথলেটিক্সে মালদহের ‌তরুণের নজর কাড়া সাফল্য! মিলল বড় সু‌যোগ

মালদহ: সাই ক্যাম্পে সুযোগ মালদহের উঠতি অ্যাথলেটিক্সের। কলকাতা সাই ক্যাম্প থেকে ডাক পেয়েছে মালদহের উঠতি খেলোয়াড় মেহেবুল আহমেদ। জাতীয় স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পদক না পেলেও ভাল খেলার সুবাদে এই সুযোগ পেয়েছে মেহবুল আহমেদ। ২০২৩ সালে বিহারের পাটলিপুত্র স্টেডিয়ামে দেশব্যাপী ট্যালেন্ট সার্চের আসর বসে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটিকস খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। সেখানে ভাল পারফর্ম করার সুবাদে মেহেবুল সাই ক্যাম্পের প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তার এমন সাফল্যে খুশি মালদহ জেলার ক্রীড়া মহল। কোচ অসিত পাল বলেন, মালদহে প্রশিক্ষণের সঠিক পরিকাঠামো নেই। নানা সমস্যা রয়েছে। তারপরও প্রত্যন্ত জেলা থেকে সাই ক্যাম্পের সুযোগ পেয়েছে মালদহের এই উঠতি খেলোয়াড়।

আরও পড়ুন: ভক্তির কাছে গরম কিছুই না! রাম মন্দির দর্শনে পায়ে হেঁটে যাত্রা দুই বন্ধুর

মালদহ জেলার কালিয়াচক ব্লকের দক্ষিণ কদমতলী গ্রামে বাড়ি মেহেবুল আহমেদের। বাবা কাজীউদ্দিন আহমেদ পেশায় কৃষক। এই বছর মহদীপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মেহেবুল। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি নেশা তার। বর্তমানে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। গত তিন বছর ধরে মালদহের অসিত পালের কাছে প্রশিক্ষণ নিচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ