রায়গঞ্জ-বালুরঘাটে জোড়া সভা

Lok Sabha Elections 2024: আজ ফের উত্তরবঙ্গে মমতা! রায়গঞ্জ-বালুরঘাটে জোড়া সভা, কেষ্টর এলাকা থেকেই দ্বিতীয় দফার প্রচার শুরু বাইশে

রায়গঞ্জ: উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শেষ করে বীরভূমে নজর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইশে এপ্রিল বালুরঘাট এ সভা করার পরই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূম থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ মন্দিরে পুজো দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফার প্রচার।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

প্রথম পর্যায়ে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য দুটি সভা করবেন মমতা। ২৩ শে এপ্রিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে আউশগ্রামে সভা করবেন মমতা। সভা করবেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: বয়স অনুযায়ী ‘কোন’ খাবার খাবেন…? দেখে নিন সম্পূর্ণ ডায়েট চার্ট! জেনে নিন কোন বয়সে কী খাওয়া উচিত

১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা ভোট। প্রথম দফার ভোটে রাজ্যের উত্তরের বেশ কয়েকটি জেলাতে রয়েছে ভোটগ্রহণ পর্ব। তাই ঝোড়ো প্রচারে তৃণমূল সুপ্রিমো। আজ ১৮ এপ্রিল উত্তরবঙ্গেই ফের সভা মমতার। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুর স্টেডিয়াম মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।

পরে আজই বালুরঘাটে বিপ্লব মৈত্রের সমর্থনে হরিরামপুর হাসপাতালে মাঠে সভা করবেন মমতা। ৪৮ ঘণ্টার মধ্যেই মমতার জোড়া সভা রায়গঞ্জ বালুরঘাটে। গত লোকসভায় উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দেওয়ার পরেও উত্তরবঙ্গের সঙ্গে কেন্দ্র কতটা বঞ্চনা করেছে সেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জ আসনে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। কংগ্রেস গড় রায়গঞ্জে গতবার অঘটন ঘটিয়ে জয় হয়েছিল বিজেপির। ৪০ শতাংশের ওপর ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরী জেতেন। তৃণমূলের কানহাইলাল আগরওয়াল ৩৫ শতাংশের ওপর ভোট পান। সিপিএমের মহম্মদ সেলিম ১৪ শতাংশের ওপর ভোট পান। কংগ্রেসের দীপা দাশমুন্সি সাড়ে ছয় শতাংশের সামান্য বেশি ভোট পান।

এই লোকসভার সাতটি বিধানসভা হল রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করনদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর। গত বিধানসভায় কালিয়াগঞ্জে বিজেপি জেতে, পরে বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেন, আবারও কিছুদিন আগে বিজেপিতে ফিরে আসেন তিনি।

LIVE : West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রতীকে কৃষ্ণ কল্যানী জিতে পরে তৃণমূলে যোগ দেনএবারের বিজেপি প্রার্থীও আগে কংগ্রেসের টিকিটে পুরসভায় জিতে তৃণমূলে যোগদান করে পুরসভার চেয়ারম্যান হন, পরে বিজেপিতে যোগ দেন। আবার কংগ্রেসের প্রার্থী ভিক্টর কিছুদিন আগে পর্যন্ত ফরওয়ার্ড ব্লকে ছিলেন পরে কংগ্রেসে যোগ দেন।