স্প্লিট এসি কতদিন ভালভাবে চলে? AC তো কিনছেন, এই মেশিনের গড় আয়ু কত জানেন কি?

অনেকেই বলছেন, এখন যা গরম পড়ে তাতে এসি ছাড়া উপায় নেই। গরম পড়তেই দেদার এসি কিনছেন বহু মানুষ।
অনেকেই বলছেন, এখন যা গরম পড়ে তাতে এসি ছাড়া উপায় নেই। গরম পড়তেই দেদার এসি কিনছেন বহু মানুষ।
এক, দেড়, ২ টন এসি পাওয়া যায় বাজারে। ইনভার্টার, থ্রি, ফাইভ স্টার এসির চাহিদা বাজারে বেশি।
এক, দেড়, ২ টন এসি পাওয়া যায় বাজারে। ইনভার্টার, থ্রি, ফাইভ স্টার এসির চাহিদা বাজারে বেশি।
তবে অনেকেই জানেন না, এসি সাধারণত কতদিন ভালভাবে চলে! ঘর ঠান্ডা করার এই মেশিনের আয়ু কত !
তবে অনেকেই জানেন না, এসি সাধারণত কতদিন ভালভাবে চলে! ঘর ঠান্ডা করার এই মেশিনের আয়ু কত !
এসির আয়ু নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যেমন- মেন্টেনেন্স, বাইরের তাপমাত্রা, সময়মতো ফিল্টার পাল্টানো হয় কি না, কোন ব্র্যান্ডের এসি ইত্যাদির উপর।
এসির আয়ু নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যেমন- মেন্টেনেন্স, বাইরের তাপমাত্রা, সময়মতো ফিল্টার পাল্টানো হয় কি না, কোন ব্র্যান্ডের এসি ইত্যাদির উপর।
আপনি এসি ভাল রাখার সমস্ত শর্ত মেনে চললে খরচ বাঁচবে। সব থেকে যেটা প্রয়োজন তা হল- পেশাদার টেকনিশিয়ানকে দিয়ে এসি নিয়মিত সার্ভিস করানো।
আপনি এসি ভাল রাখার সমস্ত শর্ত মেনে চললে খরচ বাঁচবে। সব থেকে যেটা প্রয়োজন তা হল- পেশাদার টেকনিশিয়ানকে দিয়ে এসি নিয়মিত সার্ভিস করানো।
সাধারণত একটি ইনভার্টার, স্প্লিট এসি ১২ থেকে ১৫ বছর চলতে পারে। তবে সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর।
সাধারণত একটি ইনভার্টার, স্প্লিট এসি ১২ থেকে ১৫ বছর চলতে পারে। তবে সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর।
এসি কত তাপমাত্রায় চলছে তার উপরও সেটির আয়ু নির্ভর করে। এছাড়া নিয়মিত সার্ভিসিং এসির আয়ু বাড়িয়ে দিতে পারে অনেকটাই।
এসি কত তাপমাত্রায় চলছে তার উপরও সেটির আয়ু নির্ভর করে। এছাড়া নিয়মিত সার্ভিসিং এসির আয়ু বাড়িয়ে দিতে পারে অনেকটাই।