গ্রামে গিয়ে গ্রামের মতন খাওয়া দাওয়া করছেন রচনা

Rachana Banerjee: জীবনে প্রথমবার ব্রেকফাস্টে এই খাবার খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়! কী ছিল মেনুতে? দেখুন ছবিতে

*সিঙ্গুরের দই খাওয়ার পর, রচনা মুড়ি আলুরদম দিয়ে সারলেন ব্রেকফাস্টে জানালেন জীবনে প্রথম বার তিনি মুড়ি আলুরদমের সঙ্গে প্রাতঃরাশ করলেন সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর পাকা পেঁপে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি। 
*সিঙ্গুরের দই খাওয়ার পর, রচনা মুড়ি আলুরদম দিয়ে সারলেন ব্রেকফাস্টে জানালেন জীবনে প্রথম বার তিনি মুড়ি আলুরদমের সঙ্গে প্রাতঃরাশ করলেন সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর পাকা পেঁপে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি। 
*প্রাতঃরাশ সেরে রচনা জানান, গ্রামে এসে গ্রামের মতন করে খাওয়া দাওয়া করার মজা টাই আলাদা। ফাইল ছবি। 
*প্রাতঃরাশ সেরে রচনা জানান, গ্রামে এসে গ্রামের মতন করে খাওয়া দাওয়া করার মজা টাই আলাদা। ফাইল ছবি। 
*বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভার রাজারবাথান এলাকায় প্রচারে আসেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকে হুড খোলা গাড়িতে সিঙ্গুরের বিভিন্ন এলাকার জনসংযোগ করেন সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। ফাইল ছবি। 
*বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভার রাজারবাথান এলাকায় প্রচারে আসেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকে হুড খোলা গাড়িতে সিঙ্গুরের বিভিন্ন এলাকার জনসংযোগ করেন সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। ফাইল ছবি। 
*ধামসা মাদল ও ব্যান্ডের তালে তালে হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন রচনা বন্দোপাধ্যায়। খাওয়া-দাওয়ার বিষয়ে রচনা বলেন, সিঙ্গুরে আসলেই ভাল ভাল খাবার খাওয়া হয়। ফাইল ছবি। 
*ধামসা মাদল ও ব্যান্ডের তালে তালে হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন রচনা বন্দোপাধ্যায়। খাওয়া-দাওয়ার বিষয়ে রচনা বলেন, সিঙ্গুরে আসলেই ভাল ভাল খাবার খাওয়া হয়। ফাইল ছবি। 
*মুড়ি, আলুরদম সিঙ্গুরের ফেমাস খাবার। গ্রামের মধ্যে এসে গ্রামের খাবার খাওয়ার একটা আলাদা মজা রয়েছে। কলকাতায় থেকে এই ধরনের খাওয়া দাওয়া করার সুযোগ তার কখনওই হয়ে ওঠেনি। ফাইল ছবি। 
*মুড়ি, আলুরদম সিঙ্গুরের ফেমাস খাবার। গ্রামের মধ্যে এসে গ্রামের খাবার খাওয়ার একটা আলাদা মজা রয়েছে। কলকাতায় থেকে এই ধরনের খাওয়া দাওয়া করার সুযোগ তার কখনওই হয়ে ওঠেনি। ফাইল ছবি। 
*সিঙ্গুরের মুড়ির মধ্যে একটা আলাদা স্বাদ আছে। বাড়িতে থাকতে সন্ধেবেলায় কখনও কখনও চায়ের সঙ্গে অল্প মুড়ি চানাচুর খাওয়া হয়। তবে প্রাতোরাশে মুড়ি আলুরদম জীবনে প্রথম খেলেন রচনা। ফাইল ছবি।
*সিঙ্গুরের মুড়ির মধ্যে একটা আলাদা স্বাদ আছে। বাড়িতে থাকতে সন্ধেবেলায় কখনও কখনও চায়ের সঙ্গে অল্প মুড়ি চানাচুর খাওয়া হয়। তবে প্রাতোরাশে মুড়ি আলুরদম জীবনে প্রথম খেলেন রচনা। ফাইল ছবি।