Lok Sabha Elections 2024: স‍্যাটেলাইট ফোন, ওয়াটারপ্রুফ EVM! বক্সার খাড়াই পাহাড়ে পাড়ি ভোটকর্মীদের

আলিপুরদুয়ার: নেই মোবাইল নেটওয়ার্ক, ভোট কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য তাই দেওয়া হল স্যাটেলাইট ফোন। এই নিয়েই বক্সার দুর্গম পাহাড়ি পথ ধরে তিনটি বুথে গেলেন ভোট কর্মীরা। এবারে এই দলে রয়েছেন যুবক ভোট কর্মীরা। EVM সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে ‘ওয়াটার ফ্রুপ ব্যাগ’।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল।  কারণ পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে হাঁটাপথে যেতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্রগুলিতে। সেখানে ভোটকর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ প্রায় অসম্ভব। তাই কমিশন যাতে প্রতি মুহুর্তের খবর পেতে পারে সেজন্য সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

আরও পড়ুনSnake Video: সাপের মুখ থেকে বেরোচ্ছে একের পর এক ডিম! তাজ্জব ঘটনা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের

পাশাপাশি, পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনও অঘটনে ইভিএমের ক্ষতি না হয় সেজন্য দেওয়া হল বিশেষ ‘ওয়াটার ফ্রুপ ব্যাগ’। বক্সার এই তিনটি বুথ ১১/২৩৩, ১১/২৩৪, ১১/২৩৫ জন্যই এই ব্যাগ ও স্যাটেলাইট ফোন দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। জানা গিয়েছে, এই ব্যাগ মূলত উত্তরাখণ্ডের দুর্গম এলাকায় যাওয়ার জন্য ব্যবহার করা হয়৷

এদিন দুপুরে ভোট কর্মীরা উঠলেন বক্সা পাহাড়ে। যাওয়ার পথে ছবি তুলতে দেখা গেল তাঁদের। ভোট করাতে এসে বক্সা পাহাড়ের সৌন্দর্য দেখে অভিভূত তাঁরা।

LIVE : West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

Annanya Dey