ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি

Malda News: গ্রীষ্মের মরশুমে রক্তের ঘাটতি! চিকিৎসায় সমস্যা থ্যালাসেমিয়া আক্রান্তদের 

মালদহ: নিয়মিত চিকিৎসা বলতে প্রয়োজন রক্তের। কিন্তু গ্রীষ্মের মরশুমে রক্তশূন্য থাকছে ব্ল্যাড ব্যাঙ্ক। এমন পরিস্থিতিতে জেলার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ভরসা কেবলমাত্র ডোনার। পরিবারের কেউ রক্ত দিলেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা হচ্ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ গ্রীষ্মের মরশুম পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া চালু থাকায় আরো তীব্র সংকট দেখা দিয়েছে রক্তের। কারণ এমন পরিস্থিতিতে জেলায় হচ্ছে না কোনও রক্তদান শিবির।

ভারত স্কাউট অ্যান্ড গাইডের মালদহ শাখা রক্তদান শিবির আহ্বায়ক অনিল সাহা বলেন, ব্যাপক রক্তের সমস্যা রয়েছে। থ্যালাসেমিয়া আক্রান্তরা রক্ত পাচ্ছে না। সমস্যায় পড়ছেন রোগীর পরিবারেরা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী মালদহ জেলায় প্রায় এক হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে। তাদের মধ্যে প্রায় ৬০০ জনকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে। এত রক্ত মজুত রাখা বা সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে। মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলার বেশ কিছু ব্লকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ব্যাপক হারে গত কয়েক বছরে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন:তীব্র গরমে লস্যি, লেবু জল ফেল! বাজার মাতাচ্ছে রাজস্থানের এই ঠান্ডা পানীয়! দাম কত জানুন

তথ্য বলছে ২০২৩ সালে জেলায় ৬৩ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর হদিস মিলেছে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ৮ জন থ্যালাসেমিয়া রোগী চিহ্নিত হয়েছে। এছাড়াও থ্যালাসেমিয়া বাহক রয়েছে অনেকেই। জেলায় পর্যাপ্ত পরিমাণে রক্ত সংগ্রহ করা যাচ্ছে না। কারণ পর্যাপ্ত পরিমাণে জেলায় রক্তদান শিবির হচ্ছে না। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রতিদিন করে ১১০ থেকে ১২০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। এদিকে এত পরিমাণে রক্ত এখন মিলছে না। সমস্যায় পড়ছে জেলার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারগুলি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ