এই ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ওভেন দই সেট করার জন্য সঠিক উষ্ণ পরিবেশ তৈরি করবে, যা ঘন দই সেট করার জন্য প্রয়োজনীয়। কিছু মাইক্রোওয়েভ ওভেন এমনকি দই সেট করার জন্য আলাদা সেটিং দিয়েও থাকে যাতে সহজেই দই বসে যায় বিনা পরিশ্রমেই।

Curd: দেদার টক দই খাচ্ছেন? বড় ভুল! রোজ কি দই খাওয়া উচিত? দই খাওয়ার সঠিক সময় কোনটা? জানাচ্ছেন চিকিৎসক

দ্রুত ওজন কমিয়ে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টায় রোজকার পাতে দই খাচ্ছেন? দুপুরে শেষ পাতে একটু টক দই না খেলে খাওয়া সম্পূর্ণ হয় না? কিংবা গরমের দাপট থেকে বাঁচতে পাতেরাখছেন টক দই? কিন্তু দই খাওয়া কি ভাল? যা বলছেন বিশেষজ্ঞরা!
দ্রুত ওজন কমিয়ে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টায় রোজকার পাতে দই খাচ্ছেন? দুপুরে শেষ পাতে একটু টক দই না খেলে খাওয়া সম্পূর্ণ হয় না? কিংবা গরমের দাপট থেকে বাঁচতে পাতেরাখছেন টক দই? কিন্তু দই খাওয়া কি ভাল? যা বলছেন বিশেষজ্ঞরা!
 ডাঃ আশিস রায় বলছেন, টক দই ভিটামিন এ, বি ৬, বি ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাস-সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর। এর পাশাপাশি টক দই হালকা বিট নুন দিয়ে খেলে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
ডাঃ আশিস রায় বলছেন, টক দই ভিটামিন এ, বি ৬, বি ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাস-সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর। এর পাশাপাশি টক দই হালকা বিট নুন দিয়ে খেলে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য পদার্থ একেবারেই জমতে দেয় না। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজম শক্তিও বাড়িয়ে দেয়। টক দই খেলে বাড়তি ওজন কমানো যায়। তবে রোজ খাওয়া কি উচিত?
টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য পদার্থ একেবারেই জমতে দেয় না। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজম শক্তিও বাড়িয়ে দেয়। টক দই খেলে বাড়তি ওজন কমানো যায়। তবে রোজ খাওয়া কি উচিত?
বিশেষজ্ঞদের মতে, রোজ দই খাওয়া উচিত নয়। এর পরিবর্তে বাটারমিল্ক খেতে পারেন। দইয়ের সঙ্গে বিট নুন, গোল মরিচ দইয়ে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, রোজ দই খাওয়া উচিত নয়। এর পরিবর্তে বাটারমিল্ক খেতে পারেন। দইয়ের সঙ্গে বিট নুন, গোল মরিচ দইয়ে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
দুপুরে খাবারের সঙ্গে টক দই খেতে পারেন, কিন্তু ভুল করেও রাত্রিবেলায় দই খেয়ে ঘুমাবেন না। এতে খাবার হজম হতে সমস্যা হয়। আর অন্ততপক্ষে এক দুই দিন অন্তর দই খাওয়া ভাল।
দুপুরে খাবারের সঙ্গে টক দই খেতে পারেন, কিন্তু ভুল করেও রাত্রিবেলায় দই খেয়ে ঘুমাবেন না। এতে খাবার হজম হতে সমস্যা হয়। আর অন্ততপক্ষে এক দুই দিন অন্তর দই খাওয়া ভাল।