তৈরি হলো নতুন সেড

South 24 Parganas News : বারুইপুর মহকুমা হাসপাতালে মিটল সমস্যা, তৈরি হল নতুন শেড

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর হাসপাতালে দীর্ঘদিনের সমস্যার সমাধান, ,তৈরি হল নতুন শেড। খুশি রোগীর আত্মীয়-স্বজনরা। বারুইপুর মহকুমা হাসপাতাল যা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর হাসপাতালকে আরও কীভাবে উন্নয়ন করা যায়। সেদিকে লক্ষ্য রেখেছে তেমনি চিকিৎসা পরিষেবা দিকে অত্যাধুনিকের ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রোগী আত্মীয়-স্বজনদের দীর্ঘদিনের সমস্যা ছিল যে পুরাতন হাসপাতাল থেকে নতুন হাসপাতালে যেতে হলে অনেকটা সময় লাগত এবং তা ছাড়াও এই গরম ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে। সেই সমস্যার কথা মাথায় রেখে সরকারি উদ্যোগে বারুইপুর হাসপাতালে এই শেড টি নির্মিত করা হল।

আরও পড়ুন: চিকিৎসকের অভাবে সঙ্কটে রায়দিঘির হাসপাতাল

এপসঙ্গে অধ্যক্ষ বলেন বারুইপুর হাসপাতাল আমাদের কাছে গর্বের বিষয় সেই হাসপাতালে পরিকাঠামা উন্নয়ন করার জন্য দায় আমাদের। বারইপুর হাসপাতাল নতুন বিল্ডিং ছাড়া লাইট জল ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে পর। বারুইপুর মহকুমার হাসপাতালে সুত্রে জানা গিয়েছে যে বারুইপুরে হাসপাতালে কোন রোগী চিকিৎসা করাতে এলে তাদের পরিবারে থাকার জন্য অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। কারণ রোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা সেভাবে হাসপাতালে শেড না থাকার কারণে অনেক অসুবিধা হতো। তাই এই নতুন শেড টির জন্য অনেকটাই সুবিধা হবে। এই শেড টিতে আমরা অত্যন্ত খুশি ধন্যবাদ বিধানসভা সভার অধ্যক্ষকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা