ভোট দিলেন জ্যোতি আমগে৷ ছবি- এএনআই

Lok Sabha elections 2024: ভোট দিলেন বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি, ছোট থেকেই কেন উচ্চতা বাড়েনি তাঁর?

নাগপুর: আজ থেকেই গোটা দেশে শুরু হয়ে গেল প্রথম দফার লোকসভা নির্বাচন৷ প্রথম দফায় একুশটি রাজ্যের ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে৷ এ দিনই মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিলেন পৃথিবীর সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি আমগে৷

এই মুহূর্তে দুনিয়ার সবথেকে খর্বকায় মহিলা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন জ্যোতি৷ মাত্র ২ ফুট ৬৩ সেন্টিমিটার উচ্চতা জ্যোতির৷ ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর নাগপুরে জ্যোতির জন্ম হয়েছিল৷
জ্যোতি অ্যাঙ্কোড্রোপ্লাসিয়া রোগে আক্রান্ত৷ এটি আসলে হাড়ের একটা অসুখ৷ যে কারণেই তাঁর শরীরের বৃদ্ধি ঘটেনি৷ ছোটবেলায় কম উচ্চতার জন্য জ্যোতিকে অনেক ব্যঙ্গও করতেন৷ কিন্তু নিজের দুর্বলতাই পরবর্তী সময়ে জ্যোতির শক্তি হয়ে ওঠে৷

আরও পড়ুন: ভোট শুরুর দিনই বিরাট কাণ্ড! রাজ্যের আবেদন খারিজ, শিক্ষক দুর্নীতিতে বহাল রইল CBI তদন্ত

বর্তমানে জ্যোতি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত৷ একটি আমেরিকান হরর স্টোরি শো-তেও দেখা গিয়েছে জ্যোতিকে৷ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে৷ আবার বিগ বস-এর মতো শোতেও অতিথি প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে৷ সেখানে সঞ্চালক সলমন খান সহ অন্যান্য প্রতিযোগীদের মন জয় করে নিয়েছিলেন তিনি৷

জ্যোতির পরিবারে তাঁর বাবা, মা, দাদা এবং বৌদি রয়েছেন৷ জ্যোতি অবশ্য নিজে বিয়ে করতে চান না৷ তিনি একাই জীবন কাটাতে চান৷ জ্যোতি জানিয়েছেন, তিনি সবাইকে নিজের বন্ধু মনে করেন৷

এ দিন নিজের মায়ের কোলে চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে যান জ্যোতি৷ ভোট দিয়ে তিনি বলেন, এর আগেও আমি লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছি৷ আমি সবসময় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি৷ ভোট দেওয়া দেশের প্রতি আমার কর্তব্য বলে মনে করি৷