Lok Sabha Elections 2024: এঁরা পোলিং অফিসার! এই গরমেও ঝরে পড়ছে গ্ল্যামার…মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দেখে কে বলবে এঁরা পোলিং অফিসার! ধারাল চোখ, আত্মবিশ্বাসী মুখ৷ তবে একটা ফ্যাক্টর এঁদের সকলের মধ্যেই কমন৷ প্রত্যেকের চেহারায় ঝরে পড়ছে গ্ল্যামার৷ এত গ্ল্যামারাস যদি পোলিং অফিসার হয়, তাহলে কে না চাইবে ভোট দিতে৷
দেখে কে বলবে এঁরা পোলিং অফিসার! ধারাল চোখ, আত্মবিশ্বাসী মুখ৷ তবে একটা ফ্যাক্টর এঁদের সকলের মধ্যেই কমন৷ প্রত্যেকের চেহারায় ঝরে পড়ছে গ্ল্যামার৷ এত গ্ল্যামারাস যদি পোলিং অফিসার হয়, তাহলে কে না চাইবে ভোট দিতে৷
চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার থেকে৷ পশ্চিমবঙ্গের উত্তরের তিন জেলার পাশাপাশি এদিন ভোটগ্রহণ হচ্ছে মধ্যপ্রদেশেও৷ মধ্যপ্রদেশের সিধি, শাহদোল, মান্ডলা, জব্বলপুর, বালাঘাট এবং ছিন্দওয়াড়ার সংসদীয় কেন্দ্রে শুক্রবার ভোটগ্রহণ হচ্ছে৷ কিন্তু, ভোট গ্রহণের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পোলিং অফিসারের ছবি৷
চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার থেকে৷ পশ্চিমবঙ্গের উত্তরের তিন জেলার পাশাপাশি এদিন ভোটগ্রহণ হচ্ছে মধ্যপ্রদেশেও৷ মধ্যপ্রদেশের সিধি, শাহদোল, মান্ডলা, জব্বলপুর, বালাঘাট এবং ছিন্দওয়াড়ার সংসদীয় কেন্দ্রে শুক্রবার ভোটগ্রহণ হচ্ছে৷ কিন্তু, ভোট গ্রহণের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পোলিং অফিসারের ছবি৷
চোখে রোদচশমা, পরনে মেরুন কুর্তি৷ গত বৃহস্পতিবারই নির্বাচনের সরঞ্জাম হাতে এই মহিলার ছবি পোস্ট করেছেন নির্বাচন কমিশনের মধ্যপ্রদেশ শাখা৷ আর তার পর থেকেই সংশ্লিষ্ট মহিলা আধিকারিককে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
চোখে রোদচশমা, পরনে মেরুন কুর্তি৷ গত বৃহস্পতিবারই নির্বাচনের সরঞ্জাম হাতে এই মহিলার ছবি পোস্ট করেছেন নির্বাচন কমিশনের মধ্যপ্রদেশ শাখা৷ আর তার পর থেকেই সংশ্লিষ্ট মহিলা আধিকারিককে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিকের নাম সুশীলা কানেশ৷ তিনি মধ্যপ্রদেশের একজন সহকারী গ্রেড থ্রি অফিসার৷ ছিন্দওয়াড়া জেলায় কর্মরত৷
জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিকের নাম সুশীলা কানেশ৷ তিনি মধ্যপ্রদেশের একজন সহকারী গ্রেড থ্রি অফিসার৷ ছিন্দওয়াড়া জেলায় কর্মরত৷
শুধু মধ্যপ্রদেশেই নয়, শুক্রবার ভোট হচ্ছে উত্তরপ্রদেশেও৷ সে রাজ্যের সাহারানপুরের এক মহিলা পোলিং অফিসারের ছবিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷
চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার থেকে৷ পশ্চিমবঙ্গের উত্তরের তিন জেলার পাশাপাশি এদিন ভোটগ্রহণ হচ্ছে মধ্যপ্রদেশেও৷ মধ্যপ্রদেশের সিধি, শাহদোল, মান্ডলা, জব্বলপুর, বালাঘাট এবং ছিন্দওয়াড়ার সংসদীয় কেন্দ্রে শুক্রবার ভোটগ্রহণ হচ্ছে৷ কিন্তু, ভোট গ্রহণের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পোলিং অফিসারের ছবি৷
চিকনের কাজ করা ঘিয়ে সালোয়ার কামিজ পরা ইশা আরোরার ছবিও ইতিমধ্যেই ভাইরাল৷ যে ভাবে তিনি নিজের দায়িত্বে অবিচল থেকে এমন গুরুত্বপূর্ণ ভোট পরিচালনা করছেন, তার প্রশংসা করেছেন প্রত্যেকেই৷
চিকনের কাজ করা ঘিয়ে সালোয়ার কামিজ পরা ইশা আরোরার ছবিও ইতিমধ্যেই ভাইরাল৷ যে ভাবে তিনি নিজের দায়িত্বে অবিচল থেকে এমন গুরুত্বপূর্ণ ভোট পরিচালনা করছেন, তার প্রশংসা করেছেন প্রত্যেকেই৷
 ইশা অরোরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত। সাহারানপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাইরানা লোকসভা আসনের সাহারানপুর বিধানসভা কেন্দ্রের গাঙ্গোহ-তে তাঁর নির্বাচনী দায়িত্ব পড়েছে। ইশা আরোরা এর আগে ২ বার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন৷
ইশা অরোরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত। সাহারানপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাইরানা লোকসভা আসনের সাহারানপুর বিধানসভা কেন্দ্রের গাঙ্গোহ-তে তাঁর নির্বাচনী দায়িত্ব পড়েছে। ইশা আরোরা এর আগে ২ বার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন৷
এর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনে হলুদ শাড়ি পরা পোলিং অফিসার রিনা দ্বিবেদীর ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন৷ পরে তাঁকে রোদ চশমা এবং পশ্চিমি পোশাক পরিহিত অবস্থাতেও দেখা যায়৷
এর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনে হলুদ শাড়ি পরা পোলিং অফিসার রিনা দ্বিবেদীর ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন৷ পরে তাঁকে রোদ চশমা এবং পশ্চিমি পোশাক পরিহিত অবস্থাতেও দেখা যায়৷