AC Money Saving tips: রোজ রাতে আবার ৮-৯ ঘণ্টা এসি চালাতে হচ্ছে! কোন পথে কারেন্ট বাঁচিয়ে টাকা কম লাগবে?

হিট ওয়েভ বা তাপপ্রবাহের সঙ্গে লড়তে ঘরের এসি চালাতেই হচ্ছে৷ তাতাপোড়া গরম৷ আরও বাড়বে রোদের দাপট৷ এই গরমে রাতে শান্তির ঘুমের জন্য এসি যেন মাস্ট৷ বাড়িতে এসি ছাড়া অসম্পূর্ণ অন্তত এই গরমের কয়েকটা মাস৷ দিনের কিছুটা সময় এবং রাতে আরামে থাকতে পারবেন৷ চিকিৎসকরাও এখন এসিতে থাকার পরামর্শ দিচ্ছেন শরীর শিতল রাখতে৷ কিন্তু চিন্তা মাসের শেষের ইলেক্ট্রিক বিল নিয়ে৷ টাকা বাঁচানোর কয়েকটা সহজ টিপস রয়েছে৷ কায়দা জানলেই এসির বিল কমানো যায়৷
হিট ওয়েভ বা তাপপ্রবাহের সঙ্গে লড়তে ঘরের এসি চালাতেই হচ্ছে৷ তাতাপোড়া গরম৷ আরও বাড়বে রোদের দাপট৷ এই গরমে রাতে শান্তির ঘুমের জন্য এসি যেন মাস্ট৷ বাড়িতে এসি ছাড়া অসম্পূর্ণ অন্তত এই গরমের কয়েকটা মাস৷ দিনের কিছুটা সময় এবং রাতে আরামে থাকতে পারবেন৷ চিকিৎসকরাও এখন এসিতে থাকার পরামর্শ দিচ্ছেন শরীর শিতল রাখতে৷ কিন্তু চিন্তা মাসের শেষের ইলেক্ট্রিক বিল নিয়ে৷ টাকা বাঁচানোর কয়েকটা সহজ টিপস রয়েছে৷ কায়দা জানলেই এসির বিল কমানো যায়৷
এসি মেশিনের সঙ্গে একটি গাইডবুকও দেওয়া হয়। সেখানেই এসির নির্দিষ্ট উষ্ণতা সম্পর্কে নির্দেশ থাকে। তাই সেটি খেয়াল রেখে এসি চালালে বাঁচবে বিল। খুব বেশি কম অর্থাৎ ১৮-২০ ডিগ্রি করলে বিল হুহু করে আসবে৷ এর সঙ্গে শরীরেরও বারোটা বাজবে৷
এসি মেশিনের সঙ্গে একটি গাইডবুকও দেওয়া হয়। সেখানেই এসির নির্দিষ্ট উষ্ণতা সম্পর্কে নির্দেশ থাকে। তাই সেটি খেয়াল রেখে এসি চালালে বাঁচবে বিল। খুব বেশি কম অর্থাৎ ১৮-২০ ডিগ্রি করলে বিল হুহু করে আসবে৷ এর সঙ্গে শরীরেরও বারোটা বাজবে৷
টনের ভিত্তিতে এসির মোডের হিসেব পাল্টে যায়। তাই কত টনের এসি ব্যবহার করছেন দেখে নিন। সেই মতো মোড ঠিক করে এসি চালান। দেখবেন আর বিল নিয়ে ভাবতেই হচ্ছে না।
টনের ভিত্তিতে এসির মোডের হিসেব পাল্টে যায়। তাই কত টনের এসি ব্যবহার করছেন দেখে নিন। সেই মতো মোড ঠিক করে এসি চালান। দেখবেন আর বিল নিয়ে ভাবতেই হচ্ছে না।
এসির স্টার অত্যন্ত জরুরি৷ কারণ এর উপর নির্ভর করে বিল, মানে মাসের শেষের টাকা! অবশ্যই ৫ স্টার এসি ভাল৷ ইনভার্টার হলে তো কথাই নেই৷ তবে স্টার রেটিংয়ের উপর নির্ভর করে এসি বেশি বিদ্যুৎ খরচ করে না কম। সেইমতোই এসি চালাতে হবে।
এসির স্টার অত্যন্ত জরুরি৷ কারণ এর উপর নির্ভর করে বিল, মানে মাসের শেষের টাকা! অবশ্যই ৫ স্টার এসি ভাল৷ ইনভার্টার হলে তো কথাই নেই৷ তবে স্টার রেটিংয়ের উপর নির্ভর করে এসি বেশি বিদ্যুৎ খরচ করে না কম। সেইমতোই এসি চালাতে হবে।
এসি কোন মোডে চালাচ্ছেন তা জানা জরুরি। কোন মোডে চালালে সবচেয়ে কম বিল উঠবে সেটা জেনে নিন। ভুল মোডে এসি চালালে হুর হুর করে বিদ্যুৎ যায়। সাধারণত টারবো মোডে থাকলে এসির বিল বেশি আসে৷ এসি সংস্থার পরামর্শও নিতে পারেন।
এসি কোন মোডে চালাচ্ছেন তা জানা জরুরি। কোন মোডে চালালে সবচেয়ে কম বিল উঠবে সেটা জেনে নিন। ভুল মোডে এসি চালালে হুর হুর করে বিদ্যুৎ যায়। সাধারণত টারবো মোডে থাকলে এসির বিল বেশি আসে৷ এসি সংস্থার পরামর্শও নিতে পারেন।
অনেকেই জানেন না, তবে এসির সঙ্গে ফ্যানও চালিয়ে দিন। এতে এসির ঠান্ডা হাওয়া ঘরের সব কোণে কোণে পৌঁছে যাবে। ফলে দ্রুত ঠান্ডা হবে ঘর। রাতে ২-৩ ঘণ্টা এসি চালিয়ে এসি অফ করে দিলেও আর চিন্তা নেই।
অনেকেই জানেন না, তবে এসির সঙ্গে ফ্যানও চালিয়ে দিন। এতে এসির ঠান্ডা হাওয়া ঘরের সব কোণে কোণে পৌঁছে যাবে। ফলে দ্রুত ঠান্ডা হবে ঘর। রাতে ২-৩ ঘণ্টা এসি চালিয়ে এসি অফ করে দিলেও আর চিন্তা নেই।