Who is Bharat Jain, the world's richest beggar with a net worth of ₹7.5 crore

Meet Worlds Richest Beggar: ইনিই বিশ্বের সবথেকে ‘ধনী’ ভিখারি, ভিক্ষা করে দেড় কোটির ফ্ল্যাট, সাড়ে ৭ কোটির সম্পত্তি, থাকেন মুম্বইয়ে

ভিখারি মানেই তাঁর দৈন দশা! এ ধারণা আমাদের সবার-ই মনে লালিত! কিন্তু এবার এই 'ভুল' ধারণা দূর করুন। চিনে নিন বিশ্বের সবচেয়ে 'ধনী' ভিখারিকে। ভিক্ষা করেই তিনি কোটিপতি। তাঁর সম্পত্তির পরিমাণ জানলে যে-কার-ও চোখ কপালে উঠবে। নাম তাঁর ভরত জৈন।
ভিখারি মানেই তাঁর দৈন দশা! এ ধারণা আমাদের সবার-ই মনে লালিত! কিন্তু এবার এই ‘ভুল’ ধারণা দূর করুন। চিনে নিন বিশ্বের সবচেয়ে ‘ধনী’ ভিখারিকে। ভিক্ষা করেই তিনি কোটিপতি। তাঁর সম্পত্তির পরিমাণ জানলে যে-কার-ও চোখ কপালে উঠবে। নাম তাঁর ভরত জৈন।
বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি ভরত জৈন মুম্বইয়ের বাসিন্দা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি। বছর ৫৪-র ভরত বিগত ৪০ বছর ধরে ভিক্ষা করছেন। ভিক্ষা করাই তাঁর পেশা। ভিক্ষা করেই তিনি আজ কোটিপতি।
বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি ভরত জৈন মুম্বইয়ের বাসিন্দা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি। বছর ৫৪-র ভরত বিগত ৪০ বছর ধরে ভিক্ষা করছেন। ভিক্ষা করাই তাঁর পেশা। ভিক্ষা করেই তিনি আজ কোটিপতি।
ভরতের আবার ভিক্ষা করার লোভনীয় সব 'লোকেশন' রয়েছে। যেমন, ছত্রপতী শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন, আজাদ ময়দান, যেখানে দিন প্রতি তাঁর আয় হয় ২ থেকে আড়াই হাজার টাকা।
ভরতের আবার ভিক্ষা করার লোভনীয় সব ‘লোকেশন’ রয়েছে। যেমন, ছত্রপতী শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন, আজাদ ময়দান, যেখানে দিন প্রতি তাঁর আয় হয় ২ থেকে আড়াই হাজার টাকা।
দিনে ১০-১২ ঘণ্টা টানা ভিক্ষা করে যান ভরত। তিনি সপ্তাহে সাত দিন-ই ভিক্ষা করেন, তাও আবার টানা ১০-১২ ঘণ্টা, মাঝে কোন-ও বিরতি নেন না। নেন না কোন-ও ছুটিও।
দিনে ১০-১২ ঘণ্টা টানা ভিক্ষা করে যান ভরত। তিনি সপ্তাহে সাত দিন-ই ভিক্ষা করেন, তাও আবার টানা ১০-১২ ঘণ্টা, মাঝে কোন-ও বিরতি নেন না। নেন না কোন-ও ছুটিও।
ভরতের সম্পত্তির কথা জানলে হেঁচকি উঠবে। মুম্বইয়ের পারেল-এ তাঁর একটি ২ কামরার ফ্ল্যাট আছে, যার মূল্য ১.২ কোটি। সেখানেই স্ত্রী, দুই ছেলে, ভাই ও বাবার সঙ্গে থাকেন ভরত। তাঁর দুই ছেলে মুম্বইয়ের অভিজাত কনভেন্ট স্কুলে পড়াশোনা করে।

ভরতের সম্পত্তির কথা জানলে হেঁচকি উঠবে। মুম্বইয়ের পারেল-এ তাঁর একটি ২ কামরার ফ্ল্যাট আছে, যার মূল্য ১.২ কোটি। সেখানেই স্ত্রী, দুই ছেলে, ভাই ও বাবার সঙ্গে থাকেন ভরত। তাঁর দুই ছেলে মুম্বইয়ের অভিজাত কনভেন্ট স্কুলে পড়াশোনা করে।
ভরতের পরিবারের অন্যান্য সদস্যরা মিলে একটি মুদিখানার দোকান চালান। এর পাশাপাশি, মুম্বইয়ের থানে অঞ্চলে ভরতের দুটি দোকান আছে, যেগুলি থেকে তিনি মাসে ৬০ হাজার টাকা ভাড়া পান।
ভরতের পরিবারের অন্যান্য সদস্যরা মিলে একটি মুদিখানার দোকান চালান। এর পাশাপাশি, মুম্বইয়ের থানে অঞ্চলে ভরতের দুটি দোকান আছে, যেগুলি থেকে তিনি মাসে ৬০ হাজার টাকা ভাড়া পান।