ভোটার কার্ড হাতে গোবিন্দ রায়

Lok Sabha Election 2024 : এ কী অবস্থা! ভোটের লাইনে দাঁড়িয়ে জানতে পারলেন তিনি মৃত! বেঁচে থেকেও দেওয়া হলনা ভোট

শিলিগুড়ি: বেজে গেল লোকসভা ভোটের দামামা। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফায় ভোটের লাইনে দাঁড়াল বাংলার তিন কেন্দ্র—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ প্রথম দফা। তবে যে কটি ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়, তারমধ্যে অন্যতম হল শিলিগুড়ির ৩৪নং ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে ঘটে যাওয়া অবাক করা কাণ্ড।

জানা গিয়েছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে ২৩৬নং বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই। গোবিন্দকে জানানো হয় লিস্টে তার নাম নেই, তাকে মৃত বলে দেখানো হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটার লাইনে আসেন। সেক্ষেত্রে তিনি কী করে মৃত হতে পারেন।

গোবিন্দ রায় বলেন,”সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুথে পৌঁছাতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত। আমার পরিবারের ১৪ জন সদস্য রয়েছে। পরিবারের দাদা ,বৌদি, আমার স্ত্রী, ছেলে সহ অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে। কিন্তু আমি যখন দিতে গেলাম তখন বলেন যে আমি মৃত। ভোট দিতে পারলাম না। জানি না কি হবে।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

এই ঘটনায় সাময়ীকবালে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তফাদার বলেন,”এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আমি ওপর মহলে এর তদারকির কথা বলব।” কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারাটা কিছুতেই মেনে নিতে পারছেন না গোবিন্দ রায়।

অনির্বাণ রায়