মহিলাদের জন্য নয়া চমক তৃণমূলের৷

Lok Sabha elections 2024: লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের মহিলাদের জন্য বিরাট চমক তৃণমূলের! শুরু হল সিঙ্গুর থেকে

রানা কর্মকার, সিঙ্গুর: মহিলা ভোটারদের মন জয় করতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা৷ লোকসভা নির্বাচনের ঠিক মুখে সেই লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷ এবার ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাখার জন্য মহিলাদের হাতে পৌঁছে যাবে মানিপার্স৷ এই মানিপার্স আসলে মহিলাদের পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের উপহার বলেই প্রচারে নেমেছে তৃণমূল৷

এ দিনই হুগলি লোকসভা কেন্দ্রের রতনপুর এলাকায় প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে এই বিশেষ ব্যাগ তুলে দেন তৃণমূল কর্মীরা৷ সূত্রের খবর, গোটা রাজ্যেই ভোট প্রচারে মহিলাদের হাতে এই পার্স তুলে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ প্লাস্টিকের তৈরি ওই পার্সের গায়ে লেখা, আপনার জন্য নববর্ষের উপহার, দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার৷

আরও পড়ুন: রইল পড়ে ভোটের প্রচার! চিকিৎসক প্রার্থী যা করলেন, ভোটের ময়দানে বিরল ছবি

তৃণমূলের নতুন এই প্রচার কৌশল থেকেই স্পষ্ট, এবারেও লোকসভা নির্বাচনে মহিলা ভোটকেই পাখির চোথ করেছে তৃণমূল৷ মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার বলে মহিলাদের হাতে হাতে এই ছোট্ট উপহার পৌঁছে দিলে তার প্রভাব ভোটবাক্সে পড়বেই বলে বিশ্বাস তৃণমূল নেতাদের৷

হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল-বিজেপির সম্মানের লড়াই৷ সিঙ্গুর আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতা দখলের ভিত তৈরি করেছিলেন, অথচ হুগলি লোকসভা কেন্দ্রে গত বছর লোকসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয় শাসক দলকে৷ ফলে এবার হুগলি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল৷ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিপক্ষে তৃণমূলের বাজি এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷

রাজ্যে যে আসনগুলির লড়াইয়ে সবার নজর রয়েছে, তার মধ্যে প্রথম দিকেই থাকবে হুগলি৷ দুই তারকা প্রার্থীর কে শেষ হাসি হাসেন হুগলিতে, সেটাই এখন দেখার৷