এসি বিক্রি নিয়ে বড় আপডেট! AC সব থেকে বেশি কিনছেন কারা, জানা গেল গরম বাড়তেই

এসি আর বিলাসিতা নয়, প্রয়োজন। এমনটা মনে করছেন অনেকেই। তবে তাঁর গাছ লাগানোর মতো বিষয়টাকেও প্রয়োজন বলে মনে করেছেন কি না বলা মুশকিল!
এসি আর বিলাসিতা নয়, প্রয়োজন। এমনটা মনে করছেন অনেকেই। তবে তাঁর গাছ লাগানোর মতো বিষয়টাকেও প্রয়োজন বলে মনে করেছেন কি না বলা মুশকিল!
গরমে এসি কেনার হিড়িক বেড়ে যায় অনেকটাই। এই সময় অনেকেই এসি কিনতে ছোটেন। ইনস্টল করতে দেরি হলেও অনেকে এসি কেনার লম্বা লাইনে দাঁড়াতেও রাজি।
গরমে এসি কেনার হিড়িক বেড়ে যায় অনেকটাই। এই সময় অনেকেই এসি কিনতে ছোটেন। ইনস্টল করতে দেরি হলেও অনেকে এসি কেনার লম্বা লাইনে দাঁড়াতেও রাজি।
শুধু এসি নয়, এই সময় ফ্রিজ কেনার হিড়িক বাড়ে। প্রবল গরমে মানুষ এসি বা ফ্রিজে একটু স্বস্তি খোঁজে।
শুধু এসি নয়, এই সময় ফ্রিজ কেনার হিড়িক বাড়ে। প্রবল গরমে মানুষ এসি বা ফ্রিজে একটু স্বস্তি খোঁজে।
গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা বিজ়নেস হেড কমল নন্দী জানাচ্ছেন, গত বছর মার্চের তুলনায় এবছর এসির বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা বিজ়নেস হেড কমল নন্দী জানাচ্ছেন, গত বছর মার্চের তুলনায় এবছর এসির বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন রাজ্যে মফস্বলের মধ্যবিত্তের মধ্যেই এসি কেনার প্রবণতা সব থেকে বেশি। এখন সামান্য ডাউনপেমেন্টে এসি পাওয়া যায়। আর তাতেই এসি কেনার এমন ধুম।
তিনি আরও জানান, বিভিন্ন রাজ্যে মফস্বলের মধ্যবিত্তের মধ্যেই এসি কেনার প্রবণতা সব থেকে বেশি। এখন সামান্য ডাউনপেমেন্টে এসি পাওয়া যায়। আর তাতেই এসি কেনার এমন ধুম।
আরও জানা গিয়েছে, এ বছর ৫ স্টার এসি কেনার হিড়িক সব থেকে বেশি। কারণ বেশিরভাগ মানুষই বিদ্যুত বিলে সাশ্রয় করতে চান। ফলে এসি কেনার সময় বেশি টাকা খরচ হলেও তারা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।
আরও জানা গিয়েছে, এ বছর ৫ স্টার এসি কেনার হিড়িক সব থেকে বেশি। কারণ বেশিরভাগ মানুষই বিদ্যুত বিলে সাশ্রয় করতে চান। ফলে এসি কেনার সময় বেশি টাকা খরচ হলেও তারা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।
এসির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুলারের বিক্রি। এবছর বাংলাতেও গরম একটু অন্যরকম। অনেকেই হয়তো অনুভব করেছেন, এবার শুকনো আবহাওয়া তীব্র গরমেও। ফলে অনেকে কুলারে স্বস্তি খুঁজছেন।
এসির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুলারের বিক্রি। এবছর বাংলাতেও গরম একটু অন্যরকম। অনেকেই হয়তো অনুভব করেছেন, এবার শুকনো আবহাওয়া তীব্র গরমেও। ফলে অনেকে কুলারে স্বস্তি খুঁজছেন।