খয়ের কাঠ

Alipurduar News: বাঁশঝাড়ে লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না! খোঁজ পেয়ে গেল বনদফতর! তারপর…

আলিপুরদুয়ার: কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ পেল বড় সাফল্য।চেপানি এলাকা থেকে লক্ষাধিক টাকার খয়ের কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ।সোমবার শামুকতলা থানার চেপানি এলাকা থেকে খয়ের কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ।

গোপন সূত্র মারফত বন বিভাগ জানতে পারে, চেপানি এলাকার একটি বাড়ির বাঁশ বাগানে খয়ের কাঠ লুকিয়ে রাখা হয়েছিল। সেইমতো এদিন সকালে অভিযান চালাল বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন কর্মীরা। অভিযানে আনুমানিক ১৮-২০ কুইন্টাল খয়ের কাঠ বাজেয়াপ্ত করা হয়। ওই পরিমাণ কাঠের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কাঠ গুলি কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।এই কাঠ পাচারের ছক কষা হয়েছিল বলে অনুমান বন কর্মীদের।অসম,মেঘালয়ে এই কাঠ যেত বলে বনকর্মীরা মনে করছে।

Annanya Dey