ভোটের আগেই জেলায় পদ্ম ফোঁটা নিশ্চিত করল বিজেপি প্রার্থী

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী এই কাজে হাওড়ার পুকুরে ফুটবে পদ্ম !

হাওড়া: ভোটের বাক্সে ফলাফল যাই হোক না কেন, হাওড়ায় পদ্মফুল ফোটা প্রায় নিশ্চিত! আর এই নিশ্চয়তা নিজে হাতে সৃষ্টি করলেন হাওড়ার সদরের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। ইতিমধ্যে প্রথম দফার ভোট হয়েছে। বঙ্গে এখনও বাকি আরও ছয় দফার নির্বাচন। হাওড়ায় পঞ্চম দফায় নির্বাচন রয়েছে ২০ মে। আর তাই দম ফেলার ফুসরত নেই সব রাজনৈতিক দলের প্রার্থীদের. জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রচার। সকাল থেকে চাঁদিফাটা রোদ জেলা জুড়ে। সেই চাঁদিফাটা রোদকে উপেক্ষা করে রবিবার হাওড়ার সাঁকরাইল এলাকাতে নির্বাচনী প্রচারে জনসংযোগ সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী চিকিৎসক রর্থীন চক্রবর্তী।

আরও পড়ুন: কম সময়ে প্রচুর আয়ের সুযোগ, ব্যবসার জগতে নয়া অধ্যয়! স্বল্প পুঁজিতেই ব্যাপক লাভের মুখ দেখবেন

এবার প্রচারের শুরু থেকেই জোর কদমেপ্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের। এবার অভিনব উপায়ে নিজের প্রচার সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথীন চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল। প্রচারে বেরিয়ে পদ্ম ফুলের বীজ বুনলেন প্রার্থী। পথে একটি পুকুরে দু’হাতে পদ্মের বীজ ছড়িয়ে দিলেন।এ প্রসঙ্গে রথীন বলেন, ‘আগামী দিনে চোরমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাতৃশক্তি সুরক্ষিত পড়াশোনায় মনীষায় শ্রেষ্ঠ বিকশিত বাংলায় পদ্ম ফুটতে যাচ্ছে। সেই বাংলাকে আমরা দেখব তার জন্য এই পুস্করিণীর মধ্যে পদ্মের বীজ দিলাম। অবশ্যই তা ফুটবে। এই পদ্মের ফুল আজকে সারা ভারতবর্ষে বিকশিত। সারা বিশ্বে তার জায়গা করে নিয়েছে।’ পাশাপাশি এদিন রথীন চক্রবর্তী আরও দাবি করে বলেন এই নির্বাচনে চোর মুক্ত বাংলা দেখবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর তাই নির্বাচনী এলাকায় পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজের জয়কে সুনিশ্চিত বলেই দাবি বিজেপির প্রার্থীর।

রাকেশ মাইতি