Tag Archives: west bengal lok sabha election 2024

Lok Sabha Election 2024: তীব্র গরমে প্রচার! ভরসা দলীয় প্রতীকওয়ালা ছাতা ও টুপিতেও

দক্ষিণ ২৪ পরগনা: আগামী ৫ই জুন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী সিপিএম এর সৃজন ভট্টাচার্য তৃণমূলের সায়নী ঘোষ। জোর কদমে প্রচার চালাচ্ছেন এই তিন প্রার্থী। প্রচারে খামতি রাখছেনা কেউ। প্রচারের ফাঁকে অভিনব প্রচার দেখা মিলছে কখনওকোন প্রার্থীকে বাজার করতে দেখা যাচ্ছে। আবার কখনওআসল দলীয় প্রতীক হাতে নিয়ে প্রচার করছে। আর এবার বিজেপি প্রার্থী তিনি এক অভিনব প্রচার দেখতে পাওয়া গেল এ দিন সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায়।

আরও পড়ুন:  অভিষেকের বিরুদ্ধে CPIM প্রার্থী ঘুরছেন একটি চাবি নিয়ে! কীসের চাবি? শুনে চমকে উঠবেন

নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। এই তীব্র গরমে প্রার্থী থেকে কর্মীরা প্রচারে বেরিয়ে নাজেহাল হয়ে পড়ছে। আর সেই কথা মাথায় রেখে এদিন প্রখর রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করে এলাকায় প্রচার সাড়লেন। প্রচারের ফাঁকে তিনি বলেন এই সমস্ত এলাকায় পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা যে কোনো নির্বাচন এলে এই এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুনের ঘটনাও ঘটেছে । বহু বিজেপি কর্মী এখনো ঘরছাড়া। এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী। তার দাবি নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে। এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: শিয়রে ভোট! আশায় বুক বাঁধছে ভাঙা স্কুলের গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ইয়াসে উড়েছিল স্কুলের ছাউনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ বছর। কিন্তু আর সারানো হয়নি স্কুলের ছাউনি। সমস্ত জায়গায় বলে কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে গরানকাটি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা স্কুলেই চলছিল পড়াশোনার কাজ। স্কুলের দুটি ঘরের মধ্যে একটি ঘরের অবস্থা এমন হওয়ায়, স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নেন একটি ঘরেই হবে পড়াশোনার কাজ। ওই একটি ঘরেই বসবেন শিক্ষকদের অফিস আবার ক্লাসরুম।

আরও পড়ুন:  সুন্দরবনে বাড়ছে চোখের সমস্যা, সমাধানে নন্দকুমারপুরে তৈরি উন্নতমানের হাসপাতাল

এভাবে গড়িয়ে গড়িয়ে চলছিল স্কুলের পঠনপাঠনের কাজ। কিন্তু এরমধ্যে এসে গিয়েছে নির্বাচন। এই স্কুলরুমটিকেই ব্যবহার করা হবে বুথ হিসাবে। কিন্তু ভাঙা স্কুলে তো আর নির্বাচনের মত গুরুত্বপূর্ণ কাজ করা যায়না।আর সেজন্য গ্রামবাসীরা এবার জোরালো দাবি তুলেছেন স্কুল সারানোর। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ পুরকাইতও সেক্টর অফিসারের কাছে একই দাবি জানিয়েছেন‌। সেক্টর অফিসার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ছাত্র-ছাত্রীদের জন্য না হলেও, এবার ভোটের জন্য কি স্কুল সারানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই আশায় বুক বাঁধছেন সকলে। সকলের চিন্তা ভাঙা স্কুলে পড়াশোনা চললেও কি আর নির্বাচন করবে প্রশাসন। কি হবে ভবিষ্যতে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: নদিয়ার এই এলাকায় নেই ভোটের প্রচার! কারণ জানলে অবাক হবেন

নদিয়া: ভোট আসে ভোট যায়, ভাঙন কবলিত অঞ্চল যে তিমিরে সেই তিমিরেই পরে আছে। প্রার্থীরা আসে আশ্বাসের বন‍্যা বইয়ে দেয়। ভোট চলে গেলে বাবুদের দেখা মেলা ভার এমনি অভিযোগ জানালেন, এলাকার স্থায়ী বসবাসকারীরা। চাকদহ ব্লকের চাঁদুড়িয়া এক নম্বর জিপির উত্তরাঞ্চল অর্থাৎ ঝাউচর, গঙ্গাপ্রসাদপুর, পোরাডাঙ্গা এবং মুকুন্দ নগর। চারটি গ্রামে বুথ রয়েছে ছটি, বাস করেন প্রায় সাড়ে চার হাজার ভোটারের । এখানকার মানুষের পেশা চাষী, মৎস‍্যজীবি, দিনমজুর এবং নির্মাণকর্মী। নদিয়া জেলার সঙ্গে যুক্ত থাকলেও হুগলী জেলার সঙ্গে যোগাযোগটা বেশী।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

গত পাঁচ বছর আগে মুকুন্দনগর থেকে গৌরনগর ঘাটের আগে পযর্ন্ত বাঁধানো হয়েছিল আজ তা বিশবাঁও জলে। সেই একই অবস্থায় ফিরে এসেছে। নদিয়া-হুগলী সঙ্গে সংযোগ গৌরনগর ফেরীঘাট। এখনও ভাঙনের মধ‍্যে পরে রয়েছে। কোনও স্নান করার স্থায়ীঘাট নেই, নেই স্থায়ী ফেরীঘাট। কোনও মতে দিন কাটছে এলাকার বাসিন্দাদের। বিশ্বনাথ বিশ্বাস, রামপ্রসাদ তরফদার অক্ষয় বিশ্বাসরা আজ অসহায়। বিশ্বনাথ বিশ্বাস বলেন, “কবে এই অঞ্চলে বিধায়ক বা সংসদ এসেছিলেন জানেননা এলাকার মানুষ। আমরা সুখ দুঃখের কথা কাকে জানাব।”

আরও পড়ুন: আরও বাড়বে গরম, কত হবে তাপমাত্রা? রেড এলার্ট জারি দক্ষিণের এই জেলাগুলিতে! দেখে নিন বাড়ি থেকে বেরনোর আগে

একি অবস্থা কল‍্যানী ব্লকের চাঁদুড়িয়া দুই নম্বর জিপির স‍ান‍্যালচর এলাকার রানীনগর, বালাপাড়া, ঢুঙ্গিপাড়া এবং মালোপাড়া। মোট ১৩ টি অঞ্চল ছিল। লোক সংখ‍্যা প্রায় ২৫ থেকে ৩০ হাজার। কমতে কমতে পাঁচ হাজার ভোটার সহ ছয়টি বুথ এসে দাঁড়িয়েছে। না আছে স্নান করার না আছে স্থায়ী ফেরীঘাট। প্রায় দিনই ফেরীঘাট পরিবর্তন করতে হয়। অবিলম্বে গঙ্গার ভিতরে জমা পলি বা বালি তুলতে হবে না হলে গঙ্গা বক্ষে যান চলাচল ব‍্যাহত হবে জানালেন সরাটি অঞ্চলের হামিদুল মন্ডল। সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির কাছেই সেই কারণেই হয়তো তুলনামূলকভাবে কম উপস্থিত হচ্ছেন ভোট প্রার্থনায় বলে দাবি এলাকাবাসীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী এই কাজে হাওড়ার পুকুরে ফুটবে পদ্ম !

হাওড়া: ভোটের বাক্সে ফলাফল যাই হোক না কেন, হাওড়ায় পদ্মফুল ফোটা প্রায় নিশ্চিত! আর এই নিশ্চয়তা নিজে হাতে সৃষ্টি করলেন হাওড়ার সদরের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। ইতিমধ্যে প্রথম দফার ভোট হয়েছে। বঙ্গে এখনও বাকি আরও ছয় দফার নির্বাচন। হাওড়ায় পঞ্চম দফায় নির্বাচন রয়েছে ২০ মে। আর তাই দম ফেলার ফুসরত নেই সব রাজনৈতিক দলের প্রার্থীদের. জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রচার। সকাল থেকে চাঁদিফাটা রোদ জেলা জুড়ে। সেই চাঁদিফাটা রোদকে উপেক্ষা করে রবিবার হাওড়ার সাঁকরাইল এলাকাতে নির্বাচনী প্রচারে জনসংযোগ সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী চিকিৎসক রর্থীন চক্রবর্তী।

আরও পড়ুন: কম সময়ে প্রচুর আয়ের সুযোগ, ব্যবসার জগতে নয়া অধ্যয়! স্বল্প পুঁজিতেই ব্যাপক লাভের মুখ দেখবেন

এবার প্রচারের শুরু থেকেই জোর কদমেপ্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের। এবার অভিনব উপায়ে নিজের প্রচার সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথীন চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল। প্রচারে বেরিয়ে পদ্ম ফুলের বীজ বুনলেন প্রার্থী। পথে একটি পুকুরে দু’হাতে পদ্মের বীজ ছড়িয়ে দিলেন।এ প্রসঙ্গে রথীন বলেন, ‘আগামী দিনে চোরমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাতৃশক্তি সুরক্ষিত পড়াশোনায় মনীষায় শ্রেষ্ঠ বিকশিত বাংলায় পদ্ম ফুটতে যাচ্ছে। সেই বাংলাকে আমরা দেখব তার জন্য এই পুস্করিণীর মধ্যে পদ্মের বীজ দিলাম। অবশ্যই তা ফুটবে। এই পদ্মের ফুল আজকে সারা ভারতবর্ষে বিকশিত। সারা বিশ্বে তার জায়গা করে নিয়েছে।’ পাশাপাশি এদিন রথীন চক্রবর্তী আরও দাবি করে বলেন এই নির্বাচনে চোর মুক্ত বাংলা দেখবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর তাই নির্বাচনী এলাকায় পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজের জয়কে সুনিশ্চিত বলেই দাবি বিজেপির প্রার্থীর।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: স্থানীয় মহিলারা চেয়েছিলেন প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে, তাতেই এত কান্ড!

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বাগদায় বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় হামলা চালানোর। এমনকি, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এরপরই বিজেপির তরফ থেকে প্রার্থীকে খুনের চেষ্টা করার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে।

আরও পড়ুন: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা

যদিও ঘটনাস্থলে থাকা বিক্ষোভকারীদের অবশ্য বক্তব্য অন্য। তারা জানান, কোন রকম বিক্ষোভ দেখাতে নয়, এদিন শান্তনু ঠাকুরের সঙ্গেই দেখা করতে এসেছিলেন তারা। এমনকি গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকেই ভোট দিয়েছিলেন। তারপর পাঁচ বছর ধরে তার কোন দেখা মেলেনি। আমফান, করোনার মত মহামারীতেও তাকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ। মতুয়া কার্ড দেওয়া হবে বলেও টাকা তুলেছেন, কিন্তু কিছুই মেলেনি। এদিন সে বিষয়ে কথা বলতেই এসেছিলেন এলাকার মহিলারা। শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডাবাহিনী দিয়ে নিরীহ এলাকার মহিলাদের ওপর আক্রমণ করে ভোটের আগে বাড়তি নজর কাড়তে চাইছেন বলেই দাবি জানান আক্রান্ত হওয়া মহিলারা। সেই মহিলাদের বাঁচাতে গেলে পুলিশের সঙ্গেও বাঁধে বচসা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাজনৈতিক রং চড়াতেই তৃণমূল আক্রমণ করেছে বলে ছড়িয়ে দেওয়া হয়। যদিও এদিনের ঘটনার পর স্থানীয় এলাকার মহিলারা বলছেন, ব্যালট বক্সেই উত্তর দেওয়া হবে এই বদনামের।

Rudra Narayan Roy