১ টাকাও খরচ হবে না...! ঘরে বসেই সার্ভিস করুন এসি

Air Conditioner Cleaning Tips: ১ টাকাও খরচ হবে না…! ঘরে বসেই সার্ভিসিং করুন এসি, লাফিয়ে কমবে বিদ্যুতের বিল, মিনিটের মধ্যে ঘর ‘Supercool’

গরমের দাপটে হাসফাঁস অবস্থা সকলের৷ এসি ছাড়া যেন একমুহূর্ত টেকা দায়৷ তবে শীতকালে এয়ার কন্ডিশনার বেশ কয়েকমাস বন্ধ থাকার পর তাতে বেশ ধুলো-ময়লা জমে যায়৷ সার্ভিসিং ছাড়া এসি চালালে ঘর ঠান্ডা হয় না এবং ঘরে ধুলো-ময়লাও ছড়িয়ে পড়ে।
গরমের দাপটে হাসফাঁস অবস্থা সকলের৷ এসি ছাড়া যেন একমুহূর্ত টেকা দায়৷ তবে শীতকালে এয়ার কন্ডিশনার বেশ কয়েকমাস বন্ধ থাকার পর তাতে বেশ ধুলো-ময়লা জমে যায়৷ সার্ভিসিং ছাড়া এসি চালালে ঘর ঠান্ডা হয় না এবং ঘরে ধুলো-ময়লাও ছড়িয়ে পড়ে।
সার্ভিসিং ছাড়া এয়ার কন্ডিশনার চালালে বিদ্যুৎ বিলও বেশি আসতে পারে৷ তবে সার্ভিসিং করার খরচাও বেশ ভালই৷ অনেকেই আছেন এসি সার্ভিসিং না করিয়েই বেশ কিছুদিন তা চালিয়ে নেন এবং গরম পড়তেই তা করাতে গিয়েই দেরি করে ফেলেন৷ যার ফলে ইলেকট্রিক বিলও চড়চড়িয়ে আসতে থাকে৷
সার্ভিসিং ছাড়া এয়ার কন্ডিশনার চালালে বিদ্যুৎ বিলও বেশি আসতে পারে৷ তবে সার্ভিসিং করার খরচাও বেশ ভালই৷ অনেকেই আছেন এসি সার্ভিসিং না করিয়েই বেশ কিছুদিন তা চালিয়ে নেন এবং গরম পড়তেই তা করাতে গিয়েই দেরি করে ফেলেন৷ যার ফলে ইলেকট্রিক বিলও চড়চড়িয়ে আসতে থাকে৷
এবার এসি পরিষ্কার নিয়ে আর চিন্তা করার কোনও দরকার নেই। এক টাকা খরচ না করে এবং কোনও টেকনিশিয়ান না ডেকে আপনি নিজেই বাড়িতে এসি পরিষ্কার করতে পারবেন। জেনে নিন কীভাবে করবেন৷
এবার এসি পরিষ্কার নিয়ে আর চিন্তা করার কোনও দরকার নেই। এক টাকা খরচ না করে এবং কোনও টেকনিশিয়ান না ডেকে আপনি নিজেই বাড়িতে এসি পরিষ্কার করতে পারবেন। জেনে নিন কীভাবে করবেন৷
এসি পরিষ্কার করার সময় প্রথমেই সুইচ বোর্ড থেকে প্লাগটি সরিয়ে ফেলুন যাতে আপনি ভুল করে বিদ্যুৎস্পৃষ্ট না হন বা এসি চালু না হয়। এসি পরিষ্কার করলে বিদ্যুৎ বিলও কমে যাবে এবং আপনার ঘরও ভালভাবে ঠাণ্ডা হবে।
এসি পরিষ্কার করার সময় প্রথমেই সুইচ বোর্ড থেকে প্লাগটি সরিয়ে ফেলুন যাতে আপনি ভুল করে বিদ্যুৎস্পৃষ্ট না হন বা এসি চালু না হয়। এসি পরিষ্কার করলে বিদ্যুৎ বিলও কমে যাবে এবং আপনার ঘরও ভালভাবে ঠাণ্ডা হবে।
স্প্লিট এসি বা উইন্ডো এসি যাই হোক না কেন, এগুলোকে ভেতর থেকে বাইরে থেকে ভালভাবে পরিষ্কার করা জরুরি। এসির বাহ্যিক ইউনিটটি সঠিকভাবে পরিষ্কার করুন, কারণ এটি কয়েক মাস ঢেকে রেখে দিলে তাতে প্রচুর ধুলাবালি ও ময়লা জমে। এতে এসির শীতল ক্ষমতা কমে যেতে পারে।
স্প্লিট এসি বা উইন্ডো এসি যাই হোক না কেন, এগুলোকে ভেতর থেকে বাইরে থেকে ভালভাবে পরিষ্কার করা জরুরি। এসির বাহ্যিক ইউনিটটি সঠিকভাবে পরিষ্কার করুন, কারণ এটি কয়েক মাস ঢেকে রেখে দিলে তাতে প্রচুর ধুলাবালি ও ময়লা জমে। এতে এসির শীতল ক্ষমতা কমে যেতে পারে।
প্রথমে এটি একটি শুকনো এবং নরম কাপড় দিয়ে চারপাশে মুছুন। এর জন্য নরম ব্রাশও ব্যবহার করতে পারেন।
প্রথমে এটি একটি শুকনো এবং নরম কাপড় দিয়ে চারপাশে মুছুন। এর জন্য নরম ব্রাশও ব্যবহার করতে পারেন।
এসির ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না। এখানে ধুলো-ময়লা সবচেয়ে বেশি ঢোকে। এসি চালু করলে নোংরা ফিল্টারের মাধ্যমে বাতাস ধুলোয় পূর্ণ হয়ে বেরিয়ে আসবে। ফিল্টার নোংরা হলে, এসি ঠিকমতো ঘর ঠান্ডা করবে না। এই অবস্থায়, প্রতি সপ্তাহে বা ১৫ দিন পরপর আপনি নিজেই ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এসির ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না। এখানে ধুলো-ময়লা সবচেয়ে বেশি ঢোকে। এসি চালু করলে নোংরা ফিল্টারের মাধ্যমে বাতাস ধুলোয় পূর্ণ হয়ে বেরিয়ে আসবে। ফিল্টার নোংরা হলে, এসি ঠিকমতো ঘর ঠান্ডা করবে না। এই অবস্থায়, প্রতি সপ্তাহে বা ১৫ দিন পরপর আপনি নিজেই ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এসির বাইরের বডিতে দাগ হলে একটু সাবান লাগিয়ে বা ভেজা কাপড়ে সার্ফ করে পরিষ্কার করতে পারেন। কোনও তার পুড়ে গেছে কিনা তা পরীক্ষা করে দেখুন। এতে শর্ট সার্কিট হবে না। এসি নিয়ে কোনও সমস্যা হবে না। পরিষ্কার করার পরে, এসি চালু করুন। ঠাণ্ডা কম হলে বুঝবেন গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিন।
এসির বাইরের বডিতে দাগ হলে একটু সাবান লাগিয়ে বা ভেজা কাপড়ে সার্ফ করে পরিষ্কার করতে পারেন। কোনও তার পুড়ে গেছে কিনা তা পরীক্ষা করে দেখুন। এতে শর্ট সার্কিট হবে না। এসি নিয়ে কোনও সমস্যা হবে না। পরিষ্কার করার পরে, এসি চালু করুন। ঠাণ্ডা কম হলে বুঝবেন গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিন।