শুকিয়ে নিতে হবে: সাবানের অবশিষ্টাংশ ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিয়ে তা হাওয়ায় শুকিয়ে নিতে হবে। ফিল্টার রি-ইনস্টল: এবার পরিষ্কার করা ফিল্টার যথাস্থানে ইনস্টল করতে হবে। এরপর প্যানেল অথবা গ্রিল ঠিক ভাবে আটকে দিতে হবে। এবার এসি ইউনিট চালিয়ে দেখে নিতে হবে যে, সেটা সঠিক ভাবে কাজ করছে কি না।

AC Buying Rule According To Room:কত মাপের ঘরে কত টনের এসি দরকার? ভুল হলেই হবে সর্বনাশ, এখন দেখে নিন সঠিক মাপ

প্রচণ্ড গরমে এসি কেনার ধুম লেগেছে৷ কিন্তু আপনি আপনার ঘরের জন্য সঠিক এসি কিনছেন কি? তার জন্য প্রথম যেটি দেখতে হবে, সেটি হল আপনার ঘরের আকার কত! অর্থাৎ আপনার ঘরের আকারের উপরেই নির্ভর করতে কত টনের এসি আপনাকে কিনতে হবে৷
প্রচণ্ড গরমে এসি কেনার ধুম লেগেছে৷ কিন্তু আপনি আপনার ঘরের জন্য সঠিক এসি কিনছেন কি? তার জন্য প্রথম যেটি দেখতে হবে, সেটি হল আপনার ঘরের আকার কত! অর্থাৎ আপনার ঘরের আকারের উপরেই নির্ভর করতে কত টনের এসি আপনাকে কিনতে হবে৷
হ্যাঁ, তাই এসি কেনার আগে প্রথমেই আপনি ঘরের মাপ সম্পর্কে একটি পরিস্কার ধারণ তৈরি করুন৷ ঠিক কত বড় ঘর আপনি ঠান্ডা করতে চাইছেন, সেটা দেখে নেওয়ার জন্য আপনাকে ঘরের মাপ জানতে হবে৷ কারণ, এক-একটি নির্দিষ্ট মাপের এসি এক একটি নির্দিষ্ট মাপের ঘরকেই ঠান্ডা করতে পারে৷
হ্যাঁ, তাই এসি কেনার আগে প্রথমেই আপনি ঘরের মাপ সম্পর্কে একটি পরিস্কার ধারণ তৈরি করুন৷ ঠিক কত বড় ঘর আপনি ঠান্ডা করতে চাইছেন, সেটা দেখে নেওয়ার জন্য আপনাকে ঘরের মাপ জানতে হবে৷ কারণ, এক-একটি নির্দিষ্ট মাপের এসি এক একটি নির্দিষ্ট মাপের ঘরকেই ঠান্ডা করতে পারে৷
বলা হয়, তাপের পরিমাপ হলো বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। এসির পরিমাণ হিসাব করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান৷ সাধারণত যে হিসাব করা হয়, তাতে  এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। সেই হিসাবে ২ টনের এসি গরম বাতাসের ২৪০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে।
বলা হয়, তাপের পরিমাপ হলো বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। এসির পরিমাণ হিসাব করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান৷ সাধারণত যে হিসাব করা হয়, তাতে এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। সেই হিসাবে ২ টনের এসি গরম বাতাসের ২৪০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে।
এই ভাবে এসির ক্ষমতার নির্দিষ্ট হিসাব চলতে থাকে। এর মানে যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, এক টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। দুই টনের এসি থাকলে ঘর দু’টন বরফের মতো ঠান্ডা হবে।
এই ভাবে এসির ক্ষমতার নির্দিষ্ট হিসাব চলতে থাকে। এর মানে যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, এক টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। দুই টনের এসি থাকলে ঘর দু’টন বরফের মতো ঠান্ডা হবে।
এ বার আসা যাক, আসল প্রশ্নে, কোন ঘরে কত টন এসি লাগবে৷ আপনার ঘরের মাপ যদি ১০০ থেকে ১৩০ বর্গফুটের মতো হয়, তাহলে ০.৮ থেকে ১ টন এসি লাগবে৷ আর আপনার ঘরের মাপ যদি ১৩০ থেকে ২০০ বর্গফুটের মতো হয়, তা হলে ১.৫ টন বা দেড় টন এসি লাগবে৷
এ বার আসা যাক, আসল প্রশ্নে, কোন ঘরে কত টন এসি লাগবে৷ আপনার ঘরের মাপ যদি ১০০ থেকে ১৩০ বর্গফুটের মতো হয়, তাহলে ০.৮ থেকে ১ টন এসি লাগবে৷ আর আপনার ঘরের মাপ যদি ১৩০ থেকে ২০০ বর্গফুটের মতো হয়, তা হলে ১.৫ টন বা দেড় টন এসি লাগবে৷
আর আপনার ঘর যদি ২৫০ থেকে ৩৫০ বর্গফুটের হয়, তা হলে আপনার ২ টন এসি লাগবে৷ এ বার এর পর ৫০০ বর্গফুটের বড় একটি ঘরের জন্য লাগবে একাধিক এসি বা এর থেকেও শক্তিশালী কোনও এসি৷ বাণিজ্যিক ক্ষেত্রে অনেকসময় এগুলি ব্যবহৃত হয়৷
আর আপনার ঘর যদি ২৫০ থেকে ৩৫০ বর্গফুটের হয়, তা হলে আপনার ২ টন এসি লাগবে৷ এ বার এর পর ৫০০ বর্গফুটের বড় একটি ঘরের জন্য লাগবে একাধিক এসি বা এর থেকেও শক্তিশালী কোনও এসি৷ বাণিজ্যিক ক্ষেত্রে অনেকসময় এগুলি ব্যবহৃত হয়৷
তার মানে, আপনাকে এসি কেনার সময়েই সঠিক পরিমাণ বেছে নিতে হবে, ঘরের নির্দিষ্ট মাপ অনুসারে৷ এসি কেনার আগে তাই ভাল করে ঘরের মাপ দেখে নিন, না হলে বড় ঘরে কম শক্তিশালী এসি ব্যবহার করলে এসিরও ক্ষতি হবে, ঠান্ডাও হবে না৷
তার মানে, আপনাকে এসি কেনার সময়েই সঠিক পরিমাণ বেছে নিতে হবে, ঘরের নির্দিষ্ট মাপ অনুসারে৷ এসি কেনার আগে তাই ভাল করে ঘরের মাপ দেখে নিন, না হলে বড় ঘরে কম শক্তিশালী এসি ব্যবহার করলে এসিরও ক্ষতি হবে, ঠান্ডাও হবে না৷