কোচবিহার রাজবাড়ি

Cooch Behar Raj Bari: তীব্র গরমেও ভাটা পড়েনি পর্যটনে! কোচবিহার রাজবাড়িতে ভিড় পর্যটকদের

কোচবিহার: ইতিমধ্যেই জেলায় গরমের মাত্রা রেকর্ড ছুঁয়েছে। তবে এই তীব্র গরমেও কিন্তু ভাটা পড়েনি জেলার পর্যটনে। গরমের তাপমাত্রাকে রীতিমত উপেক্ষা করেই রোজদিন রাজবাড়িতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। কোচবিহারের রাজ আমলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন রাজবাড়ি। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ১৮৮৭ খ্রীষ্টাব্দে এই কোচবিহার রাজবাড়ি স্থাপন করেন। এই রাজবাড়ি ইউরোপীয় স্থাপত্য শৈলীর ভাবাদর্শে রূপায়িত করা হয়েছে।

রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে প্রবেশের অফলাইনে টিকিটের বর্তমান মূল্য জন প্রতি ২৫ টাকা। এবং অনলাইনে টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা। রাজবাড়ির ভিতরে রয়েছে একটি সংগ্রহশালা। রাজাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। সংগ্রহশালার মধ্যে পর্যটকেরা দেখতে পারবেন রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।

আরও পড়ুন:অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

রাজবাড়িতে ঘুরতে আসা পর্যটক দেবাশীষ দাস জানান,”কোচবিহারের রাজাবাড়ি একটা আলাদা আকর্ষণের বিষয়। তাইতো গরম উপেক্ষা করেই তাঁরা এখানে এসেছেন পরিবার নিয়ে ঘুরতে। এছাড়া তীব্র গরমে বাড়িতে বসে না থেকে, কিছুটা ঘোরাঘুরি করলে বেশ অনেকটাই স্বস্তি পাওয়া যায়।” তবে একটা কথা বলতেই হয়। জেলা কোচবিহারের এই রাজবাড়ি বছরের যেকোন মরশুমে পর্যটকদের আকর্ষণ করে থাকে। তাইতো শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময় পর্যটকদের ভিড় কিন্তু লেগেই থাকে এখানে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit