ভোটের ফলাফল মিষ্টির দোকানে

Lok Sabha Election 2024: ভোটের আগেই ‘ফলাফল’! কে এগিয়ে জানেন? হাওড়ার এই মিষ্টির দোকানে গেলেই মিলবে উত্তর…!

হাওড়া: ভোটের আগেই ফলাফল! এই ভোটের মুখে মিষ্টির দোকান মুখী সাধারণ ভোটার থেকে নেতা কর্মী। ভোট নিয়ে গোটা দেশ জুড়ে চলছে ভোটের মহড়া। দিল্লির সিংহাসন দখল লড়াইয়ের আঁচ বাংলায়। ভোটের উত্তাপ জেলা গুলিতেও, শহর থেকে গ্রামের পাড়ার অলিগলিতে। সাধারণত ভোট জয়ের আনন্দ উৎযাপনের সময় মিষ্টি মুখের তাগিদেই রাজনৈতিক নেতা কর্মীরা ভোট পরবর্তীতে মিষ্টির দোকানে হাজির হন, তবে এবার উল্টো ছবি হাওড়ায়। ভোটের আগেই দলে দলে যে কারণে মানুষ হাওড়া এই মিষ্টির দোকানে হাজির হচ্ছেন।

জেলায় ভোট এখনও দিন ১৫ বাকি, জেলা জুড়ে জোরদার প্রচার অভিযান। ২০-তে ভোট, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই ভোটের উত্তাপ বেড়ে চলেছে। এমন সময় হাওড়া ময়দান সংলগ্ন একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে সাধারণ ক্রেতাদের সঙ্গে ভিড় জমাচ্ছে রাজনৈতিক নেতা কর্মীরা। এই দোকানে বহু ভ্যারাইটি মিষ্টির সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম রাজনৈতিক দলের প্রতীকে মিষ্টি।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই দোকানে আসা ক্রেতাদের নজরে আসছে এই প্রতীকী মিষ্টি। ইতিমধ্যে জেলা জুড়ে দারুণ সারা ফেলেছে এই মিষ্টি। পর পর চার রাজনৈতিক দলের মিষ্টি সাজানো রয়েছে, এর মধ্যে যে মিষ্টি সাধারণ ক্রেতাদের মধ্যে সর্বাধিক চাহিদা রয়েছে সে বিচারেই মিষ্টির দোকানে মিলছে ভোটের ফলাফল।

আরও পড়ুন- সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

এ প্রসঙ্গে বিক্রেতা সৈকত পাল জানান, যেমন ভালবাসা ছাড়া সম্পর্ক হয় না, তেমনি মিষ্টি ছাড়া রাজনীতি হয় না। সেইদিক থেকে গুরুত্ব রেখেই তৈরি মিষ্টি। মোট চার ধরনের মিষ্টি প্রতিটির দাম একশো টাকা প্রতি পিস। চাহিদার দিক থেকে সব থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকী মিষ্টি। তারপর বিজেপি দলের প্রতীকী মিষ্টির চাহিদা রয়েছে।

রাকেশ মাইতি