কাল থেকে বন্ধ মদের দোকান, বার! দেশের কোন ৩ শহরে? জেনে নিন!

Alchohol Price: MRP-র উপর ট্যাক্স ৮৩ শতাংশ, বলুন তো ভারতের কোথায় মদের দাম সবথেকে বেশি? বছরভর কিন্তু পর্যটকদের ভিড় এই রাজ্যে

গোটা ভারতে সবথেকে সস্তায় মদ পাওয়া যায় গোয়ায়। সেখানেই মদের দাম সবচেয়ে কম। যেজন্য অনেকেই মানেন, শুধু মদ্যপানের জন্য-ই গোয়া যাওয়া যায়। এই রাজ্যে পানীয়ের উপর কর সব থেকে কম। কিন্তু এবার বলুন তো, ভারতে কোথায় মদের দাম সবচেয়ে বেশি?

গোটা ভারতে সবথেকে সস্তায় মদ পাওয়া যায় গোয়ায়। সেখানেই মদের দাম সবচেয়ে কম। যেজন্য অনেকেই মানেন, শুধু মদ্যপানের জন্য-ই গোয়া যাওয়া যায়। এই রাজ্যে পানীয়ের উপর কর সব থেকে কম। কিন্তু এবার বলুন তো, ভারতে কোথায় মদের দাম সবচেয়ে বেশি?
গোয়ার প্রতিবেশী রাজ্য কর্ণাটকে মদের দাম সবচেয়ে বেশি। সে রাজ্যে মদের উপর রাজস্ব সবথেকে বেশি। গোয়ায় যে অ্যালকোহলের দাম ১০০ টাকা, কর্ণাটকে সেই মদের দাম-ই হবে ৫১৩ টাকা।
গোয়ার প্রতিবেশী রাজ্য কর্ণাটকে মদের দাম সবচেয়ে বেশি। সে রাজ্যে মদের উপর রাজস্ব সবথেকে বেশি। গোয়ায় যে অ্যালকোহলের দাম ১০০ টাকা, কর্ণাটকে সেই মদের দাম-ই হবে ৫১৩ টাকা।

 

গোয়ায় একটি মদের বোতলের এমআরপি বা ম্যাক্স রিটেল প্রাইসের ৪৯ শতাংশ ট্যাক্স হিসাবে ধরা হয়। কর্ণাটকে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৮৩ শতাংশ।
গোয়ায় একটি মদের বোতলের এমআরপি বা ম্যাক্স রিটেল প্রাইসের ৪৯ শতাংশ ট্যাক্স হিসাবে ধরা হয়। কর্ণাটকে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৮৩ শতাংশ।
কোন রাজ্যে পানীয়ের দাম কেমন, তার উপর রাজস্বই বা কত, এই নিয়ে সমীক্ষা করেছিল ভারতের আন্তর্জাতিক স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন।
কোন রাজ্যে পানীয়ের দাম কেমন, তার উপর রাজস্বই বা কত, এই নিয়ে সমীক্ষা করেছিল ভারতের আন্তর্জাতিক স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন।
তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, হুইস্কি, রাম, ভোদকা বা জিনের একটি বোতলের দাম গোয়ায় যদি হয় ১০০ টাকা, তা হলে দিল্লিতে হবে ১৩৪ টাকা।
তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, হুইস্কি, রাম, ভোদকা বা জিনের একটি বোতলের দাম গোয়ায় যদি হয় ১০০ টাকা, তা হলে দিল্লিতে হবে ১৩৪ টাকা।
গোয়ায় কোনও পানীয়ের বোতলের দাম ১০০ টাকা হলে হরিয়ানায় হবে ১৪৭ টাকা। উত্তরপ্রদেশে হবে ১৯৭ টাকা। রাজস্থানে হবে ২১৩ টাকা। মহারাষ্ট্রে হবে ২২৬ টাকা। তেলঙ্গানায় হবে ২৪৬ টাকা।
গোয়ায় কোনও পানীয়ের বোতলের দাম ১০০ টাকা হলে হরিয়ানায় হবে ১৪৭ টাকা। উত্তরপ্রদেশে হবে ১৯৭ টাকা। রাজস্থানে হবে ২১৩ টাকা। মহারাষ্ট্রে হবে ২২৬ টাকা। তেলঙ্গানায় হবে ২৪৬ টাকা।
মহারাষ্ট্রে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৭১ শতাংশ। তেলঙ্গানায় রাজস্বের পরিমাণ ৬৮ শতাংশ।
মহারাষ্ট্রে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৭১ শতাংশ। তেলঙ্গানায় রাজস্বের পরিমাণ ৬৮ শতাংশ।
রাজস্থানে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৬৯ শতাংশ। উত্তরপ্রদেশে ৬৬ শতাংশ, হরিয়ানায় ৪৭ শতাংশ, দিল্লিতে রাজস্বের পরিমাণ ৬২ শতাংশ।
রাজস্থানে এক বোতল পানীয়ের উপর রাজস্বের পরিমাণ ৬৯ শতাংশ। উত্তরপ্রদেশে ৬৬ শতাংশ, হরিয়ানায় ৪৭ শতাংশ, দিল্লিতে রাজস্বের পরিমাণ ৬২ শতাংশ।
১৯৬১ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। নীতীশ কুমার দ্বিতীয় বার ক্ষমতায় এসে বিহারেও মদ নিষিদ্ধ করেছেন।
১৯৬১ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। নীতীশ কুমার দ্বিতীয় বার ক্ষমতায় এসে বিহারেও মদ নিষিদ্ধ করেছেন।