খেলা KKR Playoff Chances: চেন্নাইয়ের হারে সুবিধা কার, ইডেনে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিতে KKR-র প্লে অফে খেলার ভিলেন হবে না তো! Gallery May 11, 2024 Bangla Digital Desk লিগ টেবলের একদম পিছনে থাকা গুজরাত টাইটান্সের কাছে বেশ খারাপ ভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস৷ ৩৫ রানে জিতে গুজরাত টাইটান্স আইপিএল পয়েন্ট টেবলে ৬ নম্বরে রয়েছে৷ এই হারের ধাক্কায় আরও বেশ কিছুক্ষণের জন্যে ঘেঁটে রইল আইপিএল প্লে অফের অঙ্ক৷ এদিন ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারত সিএসকে৷ ফলে প্লে অফের দিকে আরও একটু এগোতে পারত সিএসকে৷ কিন্তু তা হল না৷ সিএসকে র এখনও ২ টি ম্যাচ বাকি রয়েছে, সে দুটিতেই যদি তারা জেতে তাহলে তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ Photo- AP এদিকে কেকেআর শনিবার যখন খেলতে নামবে তখন তাদের ৮ টি জয় নিয়ে ১৬ পয়েন্ট পেয়ে রয়েছে৷ তারা নেট রান রেটে টক্কর দিয়েছে রাজস্থান রয়্যালসকে৷ এই অবস্থায় ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি জিতে গেলে শ্রেয়স আইয়ার এন্ড কোংয়ের প্লে অফ খেলা নিশ্চিত৷ প্রথম দল হিসেবে তারা আইপিএল প্লে অফে চলে যাবে যদি শনিবার তারা ম্যাচ জিতে যায়৷ এদিকে শনিবার কলকাতায় বিভিন্ন সময়ে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে যদি আইপিএলে শনিবারের ম্যাচটি ভেস্তে যায় তাহলে কী কেকেআরের লাভ নাকি ক্ষতি৷ যদি ইডেনের ম্যাচটি ভেস্তে যায় তাহলে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে৷ তাহলে কেকেআরের পয়েন্ট পৌঁছবেে ১৭ তে৷ তাহলেই তাদের প্লে অফ বার্থ নিশ্চিত তবে কোন পজিশনে থেকে তারা আইপিএল প্লে অফ খেলবে সেটা নির্ভর করবে একদম শেষ মুহূর্তের পয়েন্টের উপর৷ KKR বাদে প্রথম চারে থাকা বাকি ৩ দলের সুযোগ থাকছে ১৬- বা তার বেশিতে শেষ করার। রাজস্থান সর্বোচ্চ ২২ পয়েন্ট পেতে পারে। হায়দরাবাদ ১৮ পয়েন্টে , চেন্নাই সুপার কিংস ১৬ তে শেষ করতে পারে। কিন্তু পয়েন্ট তালিকার বাকি দল ১৬ পয়েন্টের বেশি পেতে পারবে না। দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ ম্যাচে ১২। তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে শেষ করতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১০। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে শেষ করতে পারবে। গুজরাত টাইটান্স ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে। শুভমান গিলের দল সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে। গুজরাতও এই মুহূর্তে ১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে৷ Photo- AP যদি শনিবারের পরে KKR তাদের বাকি ২ ম্যাচ হারে তাদের ১৭ পয়েন্টেই থাকবে৷ তবে শনিবারের ম্যাচ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই হারে কেকেআর তাহলে তারা প্লে অফে নাও পৌঁছতে পারে৷ কিন্তু ১৭ পয়েন্ট হয়ে গেলে তার পরেও তিনটি দলই তাদের থেকে উপরে শেষ করতে পারবে। সে ক্ষেত্রেও চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা। অর্থাৎ, শনিবার ইডেনে ১ পয়েন্ট পেলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা নাইট রাইডার্স।