খেলা IPL 2024 Playoff Qualification Scenarios: একেবারে ঘেঁটে ঘ, আইপিএল প্লে অফের জট একেবারে জট পেকে গেছ, কারা যাবে শেষ চারে, রয়েছে কঠিন অঙ্ক Gallery May 11, 2024 Bangla Digital Desk : আইপিএল ২০২৪-র লিগ পর্ব শেষ পর্যায়ে এসেছে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন ১১টি লিগ ম্যাচ বাকি। এখন পর্যন্ত প্লে-অফে খেলতে থাকা দলগুলির কারা সেই ছবি পরিষ্কার হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল দুটির নামের পাশেও এখনও গ্রিন টিক পড়েনি৷ ১৬ পয়েন্টে পৌঁছে থাকায় কার্যত তাদের জায়গা এখন নিশ্চিত বলা গেলেও তাদের নিচের দুই দল কারা হবে তা বোঝা মুশকিল। প্রতিযোগিতায় ৬টি দল রয়েছে যার মধ্যে ৩টি দলের পয়েন্ট সমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ সালে প্লে অফের বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠছে। প্রাথমিক ম্যাচগুলিতে হারের পর বাদ পড়ার দুয়ারে থাকা দলগুলিও শেষবেলায় খেলছে। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল এবং এখন গুজরাট টাইটান্স জিতে প্লে-অফের সমীকরণ জটিল করেছে। মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের দল এই দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেছে। এর বাইরে সব দলই প্লে অফে ওঠার দাবিদার। প্লে-অফ সমস্যাটি কীভাবে জটিল হয়ে উঠেছেএক সপ্তাহ আগে পর্যন্ত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটাল্স দলগুলির জন্য পথটি সহজ বলে মনে হয়েছিল। শেষ ম্যাচে হারের পর চেন্নাই ও লখনউয়ের অবস্থা আরও খারাপ হয়েছে। শীর্ষ দলগুলির সমস্যা বাড়িয়ে দিল্লির জয় তার কাজ সহজ করে দিয়েছে। কলকাতা ও রাজস্থানের পর প্লে অফে মাত্র ২টি জায়গা বাকি। বর্তমানে তিনজনই সমান পয়েন্ট ফলে যে কেউ আউট হতে পারে। ১২ পয়েন্টে তিন দলচেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টন্স দল ১২- করে পয়েন্টে রয়েছে। মহেন্দ্র সিং ধোনির দলকে এখন শেষ দুটি ম্যাচ খেলতে হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। বেঙ্গালুরু ও লখনউয়ের সঙ্গে লড়তে হবে দিল্লিকে। বিরাট কোহলির শীর্ষ ফর্ম বজায় থাকলে এবং তার দল বাকি ২টি ম্যাচ জিতলে চেন্নাই ও দিল্লির ১৬ পয়েন্টে পৌঁছানোর স্বপ্ন ভেঙে যাবে। লখনউ দলের কাছে হেরে গেলে ১৬ পয়েন্ট পাওয়ার আশাও ভেস্তে যাবে। যে কেউ আউট হতে পারেপয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী প্লে-অফের দৌড়ে ৬টি দল। যদি লখনউ এবং দিল্লির দল একে অপরের সঙ্গে খেলতে হয় তবে এটি নিশ্চিত যে কেবল একটি দলই ১৬ পয়েন্টে পৌঁছাবে। আরসিবিকে খেলতে হবে চেন্নাই এবং দিল্লি, যার মানে হয় এই দুটি দল পয়েন্ট করবে নয়তো বিরাট কোহলির স্বপ্ন আবার ভেঙে যাবে। প্লে অফের ব্যাপারটা বেশ জটিল এবং যেকোনও দলই আউট হতে পারে।
খেলা KKR Playoff Chances: চেন্নাইয়ের হারে সুবিধা কার, ইডেনে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিতে KKR-র প্লে অফে খেলার ভিলেন হবে না তো! Gallery May 11, 2024 Bangla Digital Desk লিগ টেবলের একদম পিছনে থাকা গুজরাত টাইটান্সের কাছে বেশ খারাপ ভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস৷ ৩৫ রানে জিতে গুজরাত টাইটান্স আইপিএল পয়েন্ট টেবলে ৬ নম্বরে রয়েছে৷ এই হারের ধাক্কায় আরও বেশ কিছুক্ষণের জন্যে ঘেঁটে রইল আইপিএল প্লে অফের অঙ্ক৷ এদিন ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারত সিএসকে৷ ফলে প্লে অফের দিকে আরও একটু এগোতে পারত সিএসকে৷ কিন্তু তা হল না৷ সিএসকে র এখনও ২ টি ম্যাচ বাকি রয়েছে, সে দুটিতেই যদি তারা জেতে তাহলে তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ Photo- AP এদিকে কেকেআর শনিবার যখন খেলতে নামবে তখন তাদের ৮ টি জয় নিয়ে ১৬ পয়েন্ট পেয়ে রয়েছে৷ তারা নেট রান রেটে টক্কর দিয়েছে রাজস্থান রয়্যালসকে৷ এই অবস্থায় ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি জিতে গেলে শ্রেয়স আইয়ার এন্ড কোংয়ের প্লে অফ খেলা নিশ্চিত৷ প্রথম দল হিসেবে তারা আইপিএল প্লে অফে চলে যাবে যদি শনিবার তারা ম্যাচ জিতে যায়৷ এদিকে শনিবার কলকাতায় বিভিন্ন সময়ে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে যদি আইপিএলে শনিবারের ম্যাচটি ভেস্তে যায় তাহলে কী কেকেআরের লাভ নাকি ক্ষতি৷ যদি ইডেনের ম্যাচটি ভেস্তে যায় তাহলে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে৷ তাহলে কেকেআরের পয়েন্ট পৌঁছবেে ১৭ তে৷ তাহলেই তাদের প্লে অফ বার্থ নিশ্চিত তবে কোন পজিশনে থেকে তারা আইপিএল প্লে অফ খেলবে সেটা নির্ভর করবে একদম শেষ মুহূর্তের পয়েন্টের উপর৷ KKR বাদে প্রথম চারে থাকা বাকি ৩ দলের সুযোগ থাকছে ১৬- বা তার বেশিতে শেষ করার। রাজস্থান সর্বোচ্চ ২২ পয়েন্ট পেতে পারে। হায়দরাবাদ ১৮ পয়েন্টে , চেন্নাই সুপার কিংস ১৬ তে শেষ করতে পারে। কিন্তু পয়েন্ট তালিকার বাকি দল ১৬ পয়েন্টের বেশি পেতে পারবে না। দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ ম্যাচে ১২। তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে শেষ করতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১০। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে শেষ করতে পারবে। গুজরাত টাইটান্স ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে। শুভমান গিলের দল সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে। গুজরাতও এই মুহূর্তে ১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে৷ Photo- AP যদি শনিবারের পরে KKR তাদের বাকি ২ ম্যাচ হারে তাদের ১৭ পয়েন্টেই থাকবে৷ তবে শনিবারের ম্যাচ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই হারে কেকেআর তাহলে তারা প্লে অফে নাও পৌঁছতে পারে৷ কিন্তু ১৭ পয়েন্ট হয়ে গেলে তার পরেও তিনটি দলই তাদের থেকে উপরে শেষ করতে পারবে। সে ক্ষেত্রেও চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা। অর্থাৎ, শনিবার ইডেনে ১ পয়েন্ট পেলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা নাইট রাইডার্স।