রচনাকে কীভাবে ভোটে দাঁড়াতে রাজি করেছিলেন মমতা?

Mamata Banerjee: ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

সপ্তগ্রাম: হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল৷ কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ এ দিন সপ্তগ্রামে রচনার হয়ে ভোট প্রচারে গিয়ে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ভোটে দাঁড়াতে নিমরাজি রচনাকে তিনি কীভাবে রাজি করালেন, সেই গল্পও এ দিন ফাঁস করেছেন তৃণমূলনেত্রী৷

সপ্তগ্রামের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’

আরও পড়ুন: মা-স্ত্রীকে খুন, তিন সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা! উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই হত্যালীলা যুবকের

এর পরেই জনতার উদ্দেশ্যে রচনার জন্য ভোট চেয়ে মমতা বলেন, রচনাকে যখন রাজি করালাম, আপনারা কি ওকে ভোটটা দেবেন না? রচনা জিতে রচনা তৈরি করবে৷ সপ্তগ্রামে নাকি বিজেপি একটু বাড়াবাড়ি করছে৷ তাই আমি আপনাদের এখানে এসেছি৷

আগামিকাল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে হুগলিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে এ দিন হুগলির সভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোরপাধ্যায়৷

প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘হুগলিতে আসার আগে আপনি বলুন কেন ২০১৬ সাল থেকে জেসপ এবং ডানলপ অধিগ্রহণের বিল আটকে রেখেছেন৷ প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করে মমতা আরও বলেন, একটা বাচ্চা ছেলে মিথ্যে বললে দুটো থাপ্পড় মারা যায়, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে কী করতে হয়? ভোটটা উল্টে দিতে হয়। মোদিরা এবার ক্ষমতায় আসছে না নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে৷ মোদি যাক, দেশ থাক, বিজেপি যাক, দেশ থাক৷’