IMD Weather Update: আবারও আসছে তুমুল ভোগান্তির দিন! কবে থেকে ফিরছে গরম জানিয়ে দিল আলিপুর…তার আগে যা ভেজার ভিজে নিন

দীর্ঘ দাবদাহের পরে গত সপ্তাহজুড়েই প্রায় বিরাজ করেছে স্বস্তির বৃষ্টি৷ কিন্তু, আর কতদিন বজায় থাকছে এই সুখের দিন? পরবর্তী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস জানাল আলিপুর৷
দীর্ঘ দাবদাহের পরে গত সপ্তাহজুড়েই প্রায় বিরাজ করেছে স্বস্তির বৃষ্টি৷ কিন্তু, আর কতদিন বজায় থাকছে এই সুখের দিন? পরবর্তী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস জানাল আলিপুর৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবারও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমবে ঝড়বৃষ্টির তীব্রতা। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবারও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমবে ঝড়বৃষ্টির তীব্রতা। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
আজ, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
আজ, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে; তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে; তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
দক্ষিণবঙ্গে সকাল থেকেই মনোরম আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে ; তাপমাত্রা বাড়বে।
দক্ষিণবঙ্গে সকাল থেকেই মনোরম আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে ; তাপমাত্রা বাড়বে।
 আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা দুই জেলায়। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা দুই জেলায়। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি।
সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে হালকা বাতাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে একটু বেশি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে হালকা বাতাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে একটু বেশি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু’এক জায়গায়। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়।
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু’এক জায়গায়। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়।
উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে। সোমবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে। সোমবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।
মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কলকাতায় সকালে মনোরম আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। বেলা বাড়লে সূর্যের তাপে গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। বিকেল বা রাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির তীব্রতা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
কলকাতায় সকালে মনোরম আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। বেলা বাড়লে সূর্যের তাপে গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। বিকেল বা রাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টির তীব্রতা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ২.১ মিলিমিটার।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ২.১ মিলিমিটার।
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে রাজস্থান ও গুজরাতে। সৌরাষ্ট্র ও কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে রাজস্থান ও গুজরাতে। সৌরাষ্ট্র ও কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির দাপট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ ও সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝেড়ো হাওয়া পাঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। রাজস্থানে ধুলিঝড়ের আশঙ্কা।
ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির দাপট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ ও সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝেড়ো হাওয়া পাঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে। রাজস্থানে ধুলিঝড়ের আশঙ্কা।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল, মাহে পুদুচেরি সর্বত্র আগামী কয়েক দিন ভারীবৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল, মাহে পুদুচেরি সর্বত্র আগামী কয়েক দিন ভারীবৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা; অসম মেঘালয় মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা; অসম মেঘালয় মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।