প্রচারে দুই প্রার্থী

TMC-BJP: দীর্ঘদিনের ২ বন্ধু! গ্রাম ধরে ধরে প্রচার তৃণমূল-বিজেপি প্রার্থীর, দেখুন ভিডিও

মেদিনীপুর: গ্রাম ধরে ধরে প্রচার করছে বিজেপি প্রার্থী। একইভাবে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থীও। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং লোকসভা নির্বাচনের জোর প্রচার করতে প্রান্তিক গ্রামীণ এলাকার বুথ ধরে ধরে কখনও হুডখোলা গাড়িতে প্রচার, আবার কখনও জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জেলার প্রান্তিক এলাকায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। রবিবাসরীয় প্রচারেও কমতি নেই, রোদ গরমকে উপেক্ষা করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচার করলেন দুই প্রার্থী।

লোকসভা নির্বাচনে এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে, বিপক্ষ প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। স্বাভাবিকভাবে দুই তারকা প্রার্থীর মধ্যে জোর টক্কর হতে চলেছে আগামী ২৫ জুন। তবে দুই দলই প্রচারে বাকি রাখছেন না।

আরও পড়ুনঃ এসি বন্ধ করলেও চড়চড়িয়ে বাড়ছে বিল? ১ সেকেন্ডের ‘এই’ কাজ! বিদ্যুত খরচ হবে মাসে অর্ধেক

রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীন এলাকার খেমাশুলি-সহ একাধিক গ্রামীন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। একইভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পুরুন্দা, ভাটশালিয়া-সহ একাধিক গ্রামে গ্রামে ঘুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামীন এলাকায় মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, কখনও চায়ের আড্ডায় মানুষের সঙ্গে কথা বলা আবার কখনও গ্রামে গ্রামে ঘুরে মানুষের নানান সুবিধা অসুবিধার কথা জানছেন তৃণমূল প্রার্থী জুন। একইভাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রান্তিক এলাকার গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন। এদিন খেমাশুলিতে প্রায় একশোটি বিরোধী পরিবার যোগ দেয় তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রার্থী জুন মালিয়া।

স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জোর টক্কর দিতে মরিয়া দুই দল। দুই প্রার্থী দুই বন্ধু তবে কেউ যেন এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। তবে কী ফলাফল হয় তার সময় বলবে।

রঞ্জন চন্দ