Lok Sabha Elections 2024: ভোটের প্রথম বলি! রাতের অন্ধকারে বোমা মেরে কুপিয়ে খুন তৃণমূলকর্মী…গোষ্ঠীদ্বন্দ্ব না বামফ্রন্ট, নেপথ্যে কে?

দক্ষিণবঙ্গ: আজ, সোমবার চব্বিশের লোকসভা কেন্দ্রের চতুর্থ দফার ভোটগ্রহণ৷ এদিন পশ্চিমবঙ্গের মোট ৮টি লোকসভা কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট৷ ভোটগ্রহণ চলছে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুরে। এদিনের তারকা প্রার্থীর তালিকা বেশ লম্বা৷ বহরমপুরে অধীর চৌধুরী, ইউসুফ পাঠান থেকে শুরু করে কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্র৷ এদিন ভোট হচ্ছে দিলীপ ঘোষের কেন্দ্রেও৷

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

তবে ভোটের আগের দিন থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য৷ বোলপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক তৃণমূলকর্মীকে৷ স্থানীয় সূত্রের খবর, নিহত তৃণমূল কর্মীর নাম মিন্টু শেখ৷

আরও পড়ুন: লোকসভা ভোটের চতুর্থ দফা শুরু! মহুয়া অধীর দিলীপ…! আজ ভোটে হেভিওয়েট প্রার্থী আর কে কে? তালিকার বড় ‘মুখ’ যাঁরা

জানা গিয়েছে, মিন্টু শেখের বাড়ি ছিল কেতুগ্রাম থানার আনখোনা পোস্ট অফিস এলাকার কেঁচুড়ি গ্রামে৷ মৃত মিন্টু শেখের ভাগ্নের দাবি, ‘‘মামাকে বোম মারা হয়েছে, চাকু মারা হয়েছে, ভোজালি চালানো হয়েছে।’’

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে এমএসকে স্কুলের সামনে ঘটে। ঘটনাস্থলেই মারা যায় মিন্টু। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিহতের ভাগ্নে মহম্মদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন করা হয়েছে তাঁর মামাকে৷ তিনি বলেন, ‘‘মামার দলের ভিতরের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে৷’’

আরও পড়ুন: ভোটের আগের দিনই অশান্তি! বহরমপুরের সরকারি আবাসনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ অধীর চৌধুরীর

তবে সোমবার সকাল সকালই বোলপুর লোকসভা কেন্দ্রের পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে আসেন ফাইজুল শেখ ওরফে কাজল শেখ (টিএমসি জেলা সভাধিপতি এবং বীরভূম জেলার কোর কমিটির সদস্য)।

রবিবার রাতে কেতুগ্রামের তৃণমূল কর্মী খুনের ব্যাপারে ফাইজুল শেখকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন এই খুনের পিছনে রয়েছে বামফ্রন্ট।

কেতুগ্রাম মিন্টু শেখ খুনে হেফাজতে নেওয়া হয়েছে একজনকে। ১১ জনের নামে দায়ের এফআইআর।

বনয়োয়ারিলাল চৌধুরী