ভাল জামা-কাপড় কেনার সঙ্গে সঙ্গে তার যত্ন নেওয়াও খুব জরুরি। নাহলে রং ওঠে জামা-কাপড়ের, রং চটেও যায়। তবে, কিছু ঘরোয়া উপায়ে এই সমস‍্যা এড়াতে পারেন।

Cloth Washing Tips: গাদাগাদা খরচ করে সুতির জামা-কাপড়-শাড়ি আর দোকানে দিতে হবে না, বাড়িতেই এই উপায়ে সুতির পোশাকের জেল্লা ফেরান

আর গাদাগাদা খরচা করে দোকানে শাড়ি কাচাতে দিতে হবে না! বাড়িতেই নতুনের মত ঝকঝক করবে সুতির শাড়ি, জামাকাপড়! কীভাবে?লেখা--পিয়া গুপ্তা
আর গাদাগাদা খরচা করে দোকানে শাড়ি কাচাতে দিতে হবে না! বাড়িতেই নতুনের মত ঝকঝক করবে সুতির শাড়ি, জামাকাপড়! কীভাবে?
লেখা–পিয়া গুপ্তা
সুতির শাড়ির জেল্লা ফেরাতে ভাতের মাড়ের জুরি মেলা ভার। ভাতের মাড় ফেলে দেবেন না। এই ভাতের মাড় দিয়েই চকচকে করে নিতে পারেন আপনার পছন্দের সুতির শাড়ি কিংবা জামা। এই গরমে কমবেশি সকলেই সুতির জামা কাপড় পরে থাকেন। কিন্তু সুতির শাড়ি কিংবা জামা বেশ কয়েকবার পরলেই উজ্জ্বলতা হারিয়ে যায়। সেক্ষেত্রে এই জামা-কাপড় লন্ড্রিতে না দিয়ে বাড়িতে থাকা ভাতের ফ্যান দিয়ে কেচে নিতে পারেন।লেখা--পিয়া গুপ্তা
সুতির শাড়ির জেল্লা ফেরাতে ভাতের মাড়ের জুরি মেলা ভার। ভাতের মাড় ফেলে দেবেন না। এই ভাতের মাড় দিয়েই চকচকে করে নিতে পারেন আপনার পছন্দের সুতির শাড়ি কিংবা জামা। এই গরমে কমবেশি সকলেই সুতির জামা কাপড় পরে থাকেন। কিন্তু সুতির শাড়ি কিংবা জামা বেশ কয়েকবার পরলেই উজ্জ্বলতা হারিয়ে যায়। সেক্ষেত্রে এই জামা-কাপড় লন্ড্রিতে না দিয়ে বাড়িতে থাকা ভাতের ফ্যান দিয়ে কেচে নিতে পারেন।
লেখা–পিয়া গুপ্তা
গৃহবধূ সাধনা চক্রবর্তী জানান, সুতির জামাকাপড় কাচার সময় বিশেষ যত্ন নিতে হয়। মা-ঠাকুমা-রা সুতির কাপড় কেচে তাতে ভাতের ফ্যান দিতেন। এতে সুতির ফ্র্যাবিকের টেক্সচার ভাল থাকে।এক্ষেত্রে ভাতের ফ্যান ভালভাবে ঝরিয়ে নিতে হবে। ফ্যান গাঢ় থাকলে সামান্য একটু জল দিয়ে সেই জলে আপনার ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালভাবে গুলে নিন। 
লেখা--পিয়া গুপ্তা
গৃহবধূ সাধনা চক্রবর্তী জানান, সুতির জামাকাপড় কাচার সময় বিশেষ যত্ন নিতে হয়। মা-ঠাকুমা-রা সুতির কাপড় কেচে তাতে ভাতের ফ্যান দিতেন। এতে সুতির ফ্র্যাবিকের টেক্সচার ভাল থাকে।
এক্ষেত্রে ভাতের ফ্যান ভালভাবে ঝরিয়ে নিতে হবে। ফ্যান গাঢ় থাকলে সামান্য একটু জল দিয়ে সেই জলে আপনার ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালভাবে গুলে নিন।
লেখা–পিয়া গুপ্তা
এরপর যে-কোনও সুতির কাপড় একের পর এক ভাতের ফ্যান ও ডিটারজেন্টের মিশ্রণে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে ফেলুন। লেখা--পিয়া গুপ্তা
এরপর যে-কোনও সুতির কাপড় একের পর এক ভাতের ফ্যান ও ডিটারজেন্টের মিশ্রণে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে ফেলুন।
লেখা–পিয়া গুপ্তা
কিছুক্ষণ পরে দেখবেন আপনার পছন্দের সুতির কাপড় বেশ চকচকে হয়ে গিয়েছে। লেখা--পিয়া গুপ্তা
কিছুক্ষণ পরে দেখবেন আপনার পছন্দের সুতির কাপড় বেশ চকচকে হয়ে গিয়েছে।
লেখা–পিয়া গুপ্তা
এভাবেই বাড়িতে ভাতের ফ্যান দিয়ে আপনার যে-কোনও সুতির জামা, কাপড় কিংবা পাঞ্জাবি পরিষ্কার করে নিতে পারেন।লেখা--পিয়া গুপ্তা
এভাবেই বাড়িতে ভাতের ফ্যান দিয়ে আপনার যে-কোনও সুতির জামা, কাপড় কিংবা পাঞ্জাবি পরিষ্কার করে নিতে পারেন।
লেখা–পিয়া গুপ্তা