Offbeat Duars Destination: গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার প্ল্যান? জেনে নিন সেরা ৫ অফবিট ডেস্টিনেশন

তীব্র গরমে তিস্তার সেই শান্ত জলের পাশে বসে সময় কিছুটা কাটাতে পারেন। পাবেন মিনি দীঘার অনুভব। পাশেই রয়েছে বৈকন্ঠপুরের ঘন জঙ্গল। গাছগাছালিতে ভরা শান্ত, শীতল মন ভাল করা পরিবেশ।
তীব্র গরমে তিস্তার সেই শান্ত জলের পাশে বসে সময় কিছুটা কাটাতে পারেন। পাবেন মিনি দীঘার অনুভব। পাশেই রয়েছে বৈকন্ঠপুরের ঘন জঙ্গল। গাছগাছালিতে ভরা শান্ত, শীতল মন ভাল করা পরিবেশ।
ইয়েলবং ক্যানিয়ন: ওদলা বাড়ি থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে রয়েছে ইয়েলবং ক্যানিয়ন। এখন অফবিট পর্যটন কেন্দ্র হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে। এক কথায় পাহাড়ি নদীর মধ্যে দিয়ে, টিলা পেরিয়ে, ট্রেক করার মতো অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ি ঝর্ণার মধ্যে দিয়ে আপনাকে গন্তব্যস্থলে যেতে হবে। বুঝতেই পারছেন ঠিক কতটা রোমাঞ্চকর।
ইয়েলবং ক্যানিয়ন: ওদলা বাড়ি থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে রয়েছে ইয়েলবং ক্যানিয়ন। এখন অফবিট পর্যটন কেন্দ্র হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে। এক কথায় পাহাড়ি নদীর মধ্যে দিয়ে, টিলা পেরিয়ে, ট্রেক করার মতো অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ি ঝর্ণার মধ্যে দিয়ে আপনাকে গন্তব্যস্থলে যেতে হবে। বুঝতেই পারছেন ঠিক কতটা রোমাঞ্চকর।
গরুবাথান : জলপাইগুড়ি সংলগ্ন মালবাজার জংশনে ট্রেন থেকে নেমে শহরের উপর দিয়ে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গরুবাথান। সেখানকার পাহাড়ি ঝর্ণার জল, আকাশে মেঘের আনাগোনা, নাম না জানা পাখির কোলাহল মুগ্ধ করবে আপনাকে।
গরুবাথান : জলপাইগুড়ি সংলগ্ন মালবাজার জংশনে ট্রেন থেকে নেমে শহরের উপর দিয়ে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গরুবাথান। সেখানকার পাহাড়ি ঝর্ণার জল, আকাশে মেঘের আনাগোনা, নাম না জানা পাখির কোলাহল মুগ্ধ করবে আপনাকে।
লাটাগুড়ি: মূর্তি নদীর পাশেই রাস্তার দু'ধারে ঘন ঘন গাছের সারি, আর ঘন জঙ্গল তথা লাটাগুড়ি ফরেস্ট। রয়েছে হুড খোলা গাড়ি করে জঙ্গল সাফারির সুযোগ। আপনি যদি রাত যাপন করতে চান রয়েছে সেই বন্দোবস্তও। একদিকে পাহাড়ি ঝর্ণার জল নেমে আসছে মূর্তি নদীতে, অন্যদিকে বন্য প্রাণীর সাক্ষাৎ পাওয়ার সুযোগ। এক্কেবারে অ্যাডভেঞ্চারাস ট্রিপ।
লাটাগুড়ি: মূর্তি নদীর পাশেই রাস্তার দু’ধারে ঘন ঘন গাছের সারি, আর ঘন জঙ্গল তথা লাটাগুড়ি ফরেস্ট। রয়েছে হুড খোলা গাড়ি করে জঙ্গল সাফারির সুযোগ। আপনি যদি রাত যাপন করতে চান রয়েছে সেই বন্দোবস্তও। একদিকে পাহাড়ি ঝর্ণার জল নেমে আসছে মূর্তি নদীতে, অন্যদিকে বন্য প্রাণীর সাক্ষাৎ পাওয়ার সুযোগ। এক্কেবারে অ্যাডভেঞ্চারাস ট্রিপ।
ডুয়ার্স‌ : ডুয়ার্সের জনপ্রিয় ডেস্টিনেশন বলতে রয়েছে ঝালং, বিন্দু, মূর্তি, গরুমারা, জলদাপাড়া ইত্যাদি। যত দিন যাচ্ছে ডুয়ার্সেও বাড়ছে অফবিট ডেস্টিনেশন। ছোট্ট নাম না জানা গ্রাম, রিসর্টের কদর বাড়ছে ক্রমশই৷
ডুয়ার্স‌ : ডুয়ার্সের জনপ্রিয় ডেস্টিনেশন বলতে রয়েছে ঝালং, বিন্দু, মূর্তি, গরুমারা, জলদাপাড়া ইত্যাদি। যত দিন যাচ্ছে ডুয়ার্সেও বাড়ছে অফবিট ডেস্টিনেশন। ছোট্ট নাম না জানা গ্রাম, রিসর্টের কদর বাড়ছে ক্রমশই৷
রামসাই: আপনি যদি বন্যপ্রাণ দেখতে চান তাহলে আপনাকে থাকতে হবে রামসাই। সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ দেখার সুযোগ। রাত যাপন করে ভোর বেলায় সূর্যোদয় দেখার পাশাপাশি দেখা মিলতে পারে বন্যপ্রাণীরও।
রামসাই: আপনি যদি বন্যপ্রাণ দেখতে চান তাহলে আপনাকে থাকতে হবে রামসাই। সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ দেখার সুযোগ। রাত যাপন করে ভোর বেলায় সূর্যোদয় দেখার পাশাপাশি দেখা মিলতে পারে বন্যপ্রাণীরও।