আয়রন যুক্ত জল সংগ্রহ করছেন এলাকার এক মহিলা

Drinking Water Crisis: গরমে পানীয় জল নিয়ে নাজেহাল, হতাশায় হাল ছেড়েছেন পঞ্চায়েত সদস্য

কোচবিহার: তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই ভয়াবহ গরমের মধ্যেই মাথাভাঙা মহকুমা এলাকায় জলের কষ্ট মারাত্মক আকার ধারণ করেছে। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ।

কোচবিহারের মাথাভাঙা দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এলাকায় তিনটি সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্যাঙ্ক তিনটি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। মূলত এই কারণে তীব্র গরমে জল পেতে প্রচুর কষ্ট করতে হচ্ছে এলাকার মানুষদের। এক স্থানীয় বাসিন্দা নারায়ণ বর্মন জানান, পানীয় জলের ট্যাঙ্ক বসানোর সময় থেকেই সমস্যার সূত্রপাত। তারপর দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের ট্যাঙ্ক। বারংবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন ‘কুড়মি’ অজিত

এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বর্মন জানান, পঞ্চায়েত সমিতির সভার সময় বিষয়টি তিনি জানিয়েছিলেন। তবে কোন‌ও সদুত্তর পাননি। দীর্ঘ সময় ধরে এই একই অবস্থা হয়ে রয়েছে এলাকায়। তাই তিনি বর্তমান সময়ে আর কোনও প্রকার প্রস্তাব রাখেন না পঞ্চায়েতের সভায়।

সার্থক পণ্ডিত