Mamata Banerjee: ‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

দক্ষিণবঙ্গ: ভোটপর্বে এই প্রথম৷ ‘অধিকারী গড়’কাঁথিতে প্রচারসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার চুঁচুড়ার সভা থেকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনে জিতে যদি শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে, তাহলেও সরকারে থাকবে না তৃণমূল কংগ্রেস৷ শুধুমাত্র সরকার গঠনে সাহায্য করতে বাইরে থেকেই নতুন সরকারকে সমর্থন করবে তৃণমূল৷ কিন্তু, আজ তাঁর মুখে শোনা গেল একটু অন্য কথা৷

এদিন কাঁথির সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস,সিপিআইএম বিজেপি-র টাকায় ভোট দাড়িয়ে যদি ভোট কেটে দেন, তাহলে বিজেপি-এর লাভ হবে। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি।’’

এরপরেই জোর গলায় মমতা বলেন, ‘‘আমি জোটে আছি,থাকব৷ অনেকে ভুল বুঝেছে। ইন্ডিয়া জোটে আমরা থাকব। কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।’’

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের একটা বড় সময় ধরেই সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হতে দেখা গিয়েছি ইন্ডিয়া জোট৷ যেখানে মূল হোতার ভূমিকায় দেখা গিয়েছিল, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবদের৷ বিজেপি বিরোধী মঞ্চে সনিয়া, রাহুল, খাড়্গেদের পাশেই ছিলেন মমতা, নীতীশরা৷

কিন্তু, পরবর্তীকালে আসন সমঝোতা প্রশ্নে সমস্যা দেখা দেয় দলগুলির মধ্যে৷ যেমন, বঙ্গে কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতা হবে না, তা স্পষ্ট করে দেন মমতা৷ অভিষেকও জানিয়ে দেন, প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর জন্যেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার জোট হয়নি৷ অধীর চৌধুরীও বার বার একাধিক বিষয় নিয়ে তুলোধনা করেন তৃণমূল কংগ্রেসের সরকারকে৷

আরও পড়ুন: ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট! আদালতের নির্দেশ ছাড়া অর্থ তছরুপ মামলায় গ্রেফতারি নয়, জানাল বেঞ্চ

ইন্ডিয়া জোট নিয়ে মমতার গত বুধবারের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘‘আমি ওঁকে বিশ্বাস করি না৷ উনি জোট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন৷ উনি তো বিজেপির সঙ্গেও যেতে পারেন…ওরা কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করছে৷ এই ক’দিন আগেই বলছিল কংগ্রেস ৪০টার বেশি আসন পাবে না৷ এখন আবার বলছে অন্য কথা৷ এর মানে কংগ্রেস এবং জোট ক্ষমতায় এলেই উনি সেখানে থাকতে চাইছেন৷’’