গায়ক অরিজিৎ সিং 

How Rich Is Arijit Singh? জিয়াগঞ্জে এখনও নিজের শিকড়ের সঙ্গে যোগ রেখেছেন, এদিকে কোটি কোটি টাকার মালিক, কত সম্পত্তি অরিজিৎ সিংয়ের

: মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই অখ্যাত ছেলেটার এখন জগৎজোড়া নামডাক। তাও স্টারডম যেন ছুঁতে পারেনি তাঁকে। এখন তাঁর জীবন যাপন অত্যন্ত সাদামাটা। সেভাবেই থাকতে ভালবাসেন অরিজিৎ। অহমিকা যেন ছুঁতে পারেনি তাঁকে।
: মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই অখ্যাত ছেলেটার এখন জগৎজোড়া নামডাক। তাও স্টারডম যেন ছুঁতে পারেনি তাঁকে। এখন তাঁর জীবন যাপন অত্যন্ত সাদামাটা। সেভাবেই থাকতে ভালবাসেন অরিজিৎ। অহমিকা যেন ছুঁতে পারেনি তাঁকে।
তবে মাত্র কয়েক বছরেই চড়চড়িয়ে বেড়েছে অরিজিতের ব্যাঙ্ক ব্যালেন্স। গোটা দেশের সঙ্গীত শিল্পীদের মধ্যে সবথেকে বেশি ট্যাক্স দেন গায়ক অরিজিৎ সিং।
তবে মাত্র কয়েক বছরেই চড়চড়িয়ে বেড়েছে অরিজিতের ব্যাঙ্ক ব্যালেন্স। গোটা দেশের সঙ্গীত শিল্পীদের মধ্যে সবথেকে বেশি ট্যাক্স দেন গায়ক অরিজিৎ সিং।
অরিজিৎ সিং সাধারণ জীবনেই অভ্যস্ত। ফেম গুরুকুলের প্রতিযোগী থেকে বলিউডের সবোর্চ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হওয়ার সফরটা মোটেও সোজা ছিল না অরিজিতের। তবে শোনা যায়, বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায়  ১০০ কোটির কাছাকাছি।
অরিজিৎ সিং সাধারণ জীবনেই অভ্যস্ত। ফেম গুরুকুলের প্রতিযোগী থেকে বলিউডের সবোর্চ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হওয়ার সফরটা মোটেও সোজা ছিল না অরিজিতের। তবে শোনা যায়, বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায়  ১০০ কোটির কাছাকাছি।
সিনেমার গানের জন্য প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ। তবে স্টেজ শো-এর ক্ষেত্রে অরিজিতের পারিশ্রমিক আরও বেশি।
সিনেমার গানের জন্য প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ। তবে স্টেজ শো-এর ক্ষেত্রে অরিজিতের পারিশ্রমিক আরও বেশি।
শোনা যায় মাত্র ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য এখন প্রায় ১.৫ কোটি টাকা নেন গায়ক।  প্রতি মাসে গায়কের আয় প্রায় ৮ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়, অরিজিৎ মুম্বইতে যে ফ্ল্যাটে থাকেন তাঁর মূল্য প্রায় ৮ কোটির কাছাকাছি। মুম্বইয়ে একটি ফ্ল্যাট ও দুটি ফ্ল্যাট তার ভাড়া নেওয়া আছে। মুম্বইয়ে রাখা আছে একটা গাড়ি।
শোনা যায় মাত্র ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য এখন প্রায় ১.৫ কোটি টাকা নেন গায়ক।  প্রতি মাসে গায়কের আয় প্রায় ৮ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়, অরিজিৎ মুম্বইতে যে ফ্ল্যাটে থাকেন তাঁর মূল্য প্রায় ৮ কোটির কাছাকাছি। মুম্বইয়ে একটি ফ্ল্যাট ও দুটি ফ্ল্যাট তার ভাড়া নেওয়া আছে। মুম্বইয়ে রাখা আছে একটা গাড়ি।
এছাড়াও রয়েছেন বেশ কিছু বিলাসবহুল গাড়ি। বাড়িতে আছে একটি আর্টিগা ও ইনোভা। এছাড়াও রয়েছে বেশ কিছু স্কুটি গাড়ি। সেই স্কুটি গাড়ি নিয়েই স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান  শহরের বিভিন্ন জায়গায়।
এছাড়াও রয়েছেন বেশ কিছু বিলাসবহুল গাড়ি। বাড়িতে আছে একটি আর্টিগা ও ইনোভা। এছাড়াও রয়েছে বেশ কিছু স্কুটি গাড়ি। সেই স্কুটি গাড়ি নিয়েই স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান  শহরের বিভিন্ন জায়গায়।
অরিজিৎ সিংয়ের কাছের মানুষদের কথায়, বিলাসবহুল গাড়ি থাকতেও স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটি রাইডেই স্বচ্ছন্দ্য তিনি। গত কয়েক বছরে বেড়েছে গায়ক অরিজিতের আয়। ২০২২ সালে গায়কের গড় আয় ৫২ কোটি। ২০২১ সালে গায়কের গড় আয় ৪৭ কোটি। ২০২০ সালে অরিজিতের গড় আয় ছিল ৪২ কোটি।
অরিজিৎ সিংয়ের কাছের মানুষদের কথায়, বিলাসবহুল গাড়ি থাকতেও স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটি রাইডেই স্বচ্ছন্দ্য তিনি। গত কয়েক বছরে বেড়েছে গায়ক অরিজিতের আয়। ২০২২ সালে গায়কের গড় আয় ৫২ কোটি। ২০২১ সালে গায়কের গড় আয় ৪৭ কোটি। ২০২০ সালে অরিজিতের গড় আয় ছিল ৪২ কোটি।
২০১৯ সালে অরিজিতের গড় আয় ছিল প্রায় ৩৫ কোটি। বর্তমানে মাসিক আয় ছয় কোটি টাকা বলেও জানা যায়। একটি গানের অনুষ্ঠান করলে তিনি দেড় কোটি নিয়ে থাকেন। এছাড়াও বলিউডে গান করলে তিনি পারিশ্রমিক হিসেবে ১০ লক্ষ টাকা নিয়ে থাকেন। তবুও তিনি সাদামাটা জীবন যাপন উপভোগ করেন।
২০১৯ সালে অরিজিতের গড় আয় ছিল প্রায় ৩৫ কোটি। বর্তমানে মাসিক আয় ছয় কোটি টাকা বলেও জানা যায়। একটি গানের অনুষ্ঠান করলে তিনি দেড় কোটি নিয়ে থাকেন। এছাড়াও বলিউডে গান করলে তিনি পারিশ্রমিক হিসেবে ১০ লক্ষ টাকা নিয়ে থাকেন। তবুও তিনি সাদামাটা জীবন যাপন উপভোগ করেন।
অরিজিৎ সিং তার নিজস্ব আছে একটি সংস্থা। সেই সংস্থার অধীনে ইতি মধ্যেই খেলার মাঠ তৈরি করা হয়েছে। কোভিড মহামারির সময়ে অক্সিজেন সিলিন্ডার ফ্রিতে দিয়েছিলেন তিনি৷  আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সংস্থার পক্ষ থেকেই। Input- Kaushik Adhikary
অরিজিৎ সিং তার নিজস্ব আছে একটি সংস্থা। সেই সংস্থার অধীনে ইতি মধ্যেই খেলার মাঠ তৈরি করা হয়েছে। কোভিড মহামারির সময়ে অক্সিজেন সিলিন্ডার ফ্রিতে দিয়েছিলেন তিনি৷  আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সংস্থার পক্ষ থেকেই। Input- Kaushik Adhikary