ঠাকুর বাড়িতে সিএএ আবেদন

CAA Application: কী কী নথি লাগছে সিএএ-র আবেদন করতে? কীভাবে করা যাচ্ছে আবেদন, ঠাকুরবাড়িতে শুরু প্রক্রিয়া

উত্তর ২৪ পরগনা: অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল সিএএর জন্য আবেদন। জানা গিয়েছে, এখন এখান থেকেই অনলাইনে আবেদন করা হচ্ছে সিএএ-এর জন্য।

শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলা থেকে আসা বেশ কয়েকজন মতুয়া, গোঁসাই সম্প্রদায়ের অনেকেই সিএএ-এর জন্য আবেদন করলেন।

আবেদনকারীদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল এছাড়াও যাঁদের এই ধরনের কোনও নথি নেই, তাঁদের মতুয়া মহাসঙ্ঘের কার্ড এবং কোর্টের হলফনামা দিয়ে সিএএ জন্য আবেদন নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এলাকাজুড়ে উৎসবের আমেজ! চৈত্রে নয় বৈশাখের সংক্রান্তিতেই হয় বড়শি চড়কের উদযাপন!

আরও পড়ুন: ছাতু দিয়েও করা যায় বাস্তু প্রতিকার! জানতেন? কাটে যাবতীয় গ্রহদোষ..আসে শান্তি, টাকা! বলছেন জ্যোতিষাচার্য

যারা সিএএ-র আবেদন গ্রহণ করেছেন তাঁরা জানান, কোনও নথিপত্র না থাকলেও মতুয়া কার্ড এবং কোর্টের হলফনামা দিয়ে আবেদন করা যাচ্ছে।

সিএএ আবেদন করতে এসে খুশি মতুয়া ধর্মালম্বী মানুষেরা। তাঁরা ধন্যবাদও জানান শান্তনু ঠাকুর-সহ ভারত সরকারকে। আগামীতে এই আবেদন প্রক্রিয়া চলবে ঠাকুরবাড়িতে, আর সেখানেই মতুয়া ভক্তরা এসে আবেদন করতে পারবেন বলেই জানানো হয়েছে।

Rudra Narayan Roy